শুরুতেই সবাই আমার শুভেচ্ছা নিবেন 🙂
" আপনাদের সবার উপর সৃষ্টিকর্তার রহমত বর্ষিত হোক "
অনেক অনেক দিন পর আজকে টিটিতে লিখতে বসলাম ।। একটু নিজের সমস্যা আর কাজের জন্যই চাইলেও লিখা হয়ে উঠেনি ।। আজ একটু সময় পেয়েই বসে গেলাম আপনাদের জন্য লিখতে 🙂 যদি এই অধমের দ্বারা আপনাদের একটু উপকার হয় 🙂
আর অযথা কথা না বলে মূল কথায় চলে যাই 🙂
আসলে আজকে আপনাদের জন্য এমন একটা সফট নিয়ে আসছি জা দিয়ে আপনারা চাইলেই যেকোনো ভিডিও রেকর্ড করতে পারবেন ।। এমনকি ইন্টারনেটে সরাসরি দেখা ভিডিও গুলোসহ 🙂 অনেকেই এমন আছেন যে ইন্টারনেটে টিভি দেখেন , ভাল কোনও অনুষ্ঠান হচ্ছে আর আপনি চান তা রেকর্ড করে রাখতে ।। কিন্তু সমস্যা হচ্ছে এই ভিডিও রেকর্ড এর কোনও ডিভাইস তো আপনার নাই :p এখন কি করবেন ? এই সমস্যার সমাধান নিয়েই আজ আমি একটা সফট ( নামঃ any-video-recorder ) নিয়ে আসলাম আপনাদের জন্য যা দিয়ে আপনি এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন ।।
ডাউনলোড লিঙ্ক উপরে দেয়াই আছে । ডাউনলোড করে উপভোগ করেন ।। কিভাবে ব্যাবহার করবেন এই বিষয়ে কিছু দিলাম না কারন এর ব্যাবহার এতোই সহজ যে বলার কিছুই নাই ।। আপনি যেহেতু টিটিতে আসতে পারছেন সেহেতু এই সফট ব্যাবহার আপনার জন্য পানির মত মনে হবে বলেই আমার বিশ্বাস 🙂
যেকোনো দরকারে আমার ফেবু ( দেওয়ান জাহিদ ) -তে যোগাযোগ করতে পারেন ।। ধন্যবাদ ।।
বাংলাদেশের স্বাধীনতার পক্ষের সকল মানুষের জয় হোক এই কামনায় আজকে মত বিদায় 🙂
আমি জাহিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইরে আমি তো আপনার টিউনের শিরোনাম দেখে চমকে গেছি । ডিভাইস মানে যন্ত্র আর আপনার কম্পিউটার একটা যন্ত্র। তাই ডিভাইস ছাড়া কিভাবে সম্ভব?