আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল লিনাক্সে ভিডিও এডিটিং নিয়ে। উইন্ডোজে থাকা কালে আমি প্রায় অনেকগুলো ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে ঘাটাঘাটি করেছি আর প্রায়শই ভিডিও এডিটিং ও কনভার্টিং এর কাজ করতে হত । লিনাক্সে আসার পর যে বিষয়টা নিয়ে disappoint ছিলাম তা হল লিনাক্স ভিত্তিক ভালো ভিডিও এডিটর এর স্বল্পতা নিয়ে।
তবে কাজের প্রয়োজনে অনেকদিন যাবত গুগলে ঘাটাঘাটি করে কিছু অসম্ভব ভালো না হলেও ভালো কিছু ভিডিও এডিটরের সন্ধান পেয়েছি তবে এডবি প্রিমিয়ারের মত প্রফেশনাল ভিডিও এডিটরের সমকক্ষ খুজেঁ না পেলেও এর কাছাকাছি কিছু ওপেনসোর্স ভিডিও এডিটর খুজেঁ পেয়েছি তাই ভাবলাম আপনাদের কে জানাই এই ভিডিও এডিটর গুলো সম্পর্কেঃ
[এখানে আমি বলে রাখি ভিডিও কনভার্টিং এর জন্য কমান্ডলাইন ভিত্তিক এ্যাপলিকেশন রয়েছে তবে সেগুলো নিয়ে লিখার পূর্বে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে তারপর সেগুলো নিয়ে লিখবো এব্যাপারে আপনারা অভিজ্ঞ হলে দয়া করে আমাকেও শেখাবেন আমি কমান্ডলাইন ব্যবহারের দিক থেকে তেমন একস্পার্ট না তাই ওগুলো নিয়ে লিখার ক্ষেত্রে আমাকে সেগুলোর ব্যাপারে অভিজ্ঞ হতে হবে আর আপনার পছন্দের কোন ভিডিও এডিটর বা কনভার্টার বাদ পড়ে থাকলে আমাকে জানাতে ভুলবেননা ভবিষ্যতে তাহলে সেগুলো নিয়েও লিখবো ]
প্রথমেই যে ভিডিও এডিটর সম্পর্কে আপনাদের জানাবো তাহল Cinelerra। এটি তৈরী করেছে Heroine Virtual নামক কোম্পানী। লিনাক্স ভিত্তিক যে সব ভিডিও এডিটর রয়েছে তার মধ্যে এটি বেশ পুরোনো এটি প্রথম রিলিজ হয়েছিল August 1, 2002 এ। এটি প্রথমে Broadcast 2000 হিসেবে পরিচিত হলেও পরবর্তীতে এর নাম পরিবর্তন করে Cinelerra রাখা হয়। একটি নন-লিনিয়ার ভিডিও এডিটর হিসেবে এটি মূলত তিনটি কাজ ভালোভাবে করতে পারে তা হল ক্যাপচারিং, কমপোজিটিং এবং অডিও/ভিডিও এডিটিং।এটি জিপিএল লাইসেন্সের অধীনে একটি ফ্রি ও ওপেনসোর্স লিনাক্স ভিডিও এডিটর। তবে দেখা যাক কি কি ফিচার আছে এতেঃ
আপনি দুটো সাইট থেকে Cinelerra ডাউনলোড করতে পারবেন প্রথমটি হল Cinelerra এর অফিশিয়াল সাইট থেকে আর Cinelerra এর কমিউনিটি ভার্সন (CV) সাইট থেকে । অফিশিয়াল সাইট থেকে শুধু এ্যাপ্লিকেশনটির সোর্সকোড পাওয়া যাবে আর (CV) সাইট থেকে বিভিন্ন লিনাক্স ডিস্ট্রিবিউশনের জন্য বাইনারী প্যাকেজ ডাউনলোড করতে পারবেন। আর ডকুমেন্টেশন পেতে পারেন এখান থেকে।
আরো দুটি টিউটোরিয়ালের সোর্স হল
আমি একে রেটিং দেব ৩/৫
Cinelerra এর পর যে ভিডিও এডিটরটি আমার নজর কেড়েছে তাহল Kdenlive । এর যে বিষয় টি আমাকে আকর্ষন করেছে তা হল এর সহজ সরল ইউজার ইন্টারফেস যা নভিশ ইউজাররা খুব সহজে আয়ত্বে আনতে পারে। এটিও একটি নন-লিনিয়ার ভিডিও এডিটর এবং এতে অডিও ভিডিওর জন্য মাল্টিট্রাক রয়েছে যাতে আপনি বিভিন্ন ট্রাকে অডিও ভিডিও ক্লিপ রেখে ট্রান্জিশন ইফেক্ট প্রদান করতে পারবেন। এতে Cinelerra এর মত অসংখ্য ইফেক্ট না থাকলেও প্রয়োজনীয় কিছু ইফেক্ট রয়েছে। তবে দেখা যাক কি কি ফিচার আছে এতেঃ
বা DVD ফরমেটেও একস্পোর্ট করা যায় যদি dvdauthor প্যাকেজ ইনস্টল করা থাকে।
এছাড়াও অন্যান্য ভিডিও ফরমেটেও এনকোড করা যায় যেমনঃ
তবে ffmpeg প্যাকেজটি ইনস্টল থাকা ভালো।
এছাড়াও Kdenlive এর পূর্নাঙ্গ ফিচার তালিকা এখান থেকে পেতে পারেন। আর বিভিন্ন লিনাক্স ডিস্ট্রিবিউশনের জন্য ডাউনলোড ইনস্ট্রাকশন পাবেন এখান থেকে।
এর সিস্টেম রিকোয়ারমেন্ট দেখতে পারেন এখান থেকে। ডকুমেন্টেশনের জন্য কেডিইএনলাইভ এর উইকিবুক দেখতে পারেন ভিডিও টিউটোরিয়ালের জন্য এখানে দেখুন আর কুইকস্টার্ট গাইড।
একে রেটিং দেব ৪/৫
ওপেন মুভি এডিটর লিনাক্সের জন্য আরো একটি নন-লিনিয়ার ভিডিও এডিটর। তবে ব্যবহার করে যা মনে হল এটি প্রফেশনালদের চেয়ে নভিশ ইউজার দের ব্যবহারের উপযুক্ত । কারন উপরের ভিডিও এডিটর গুলোর মত এতে খুব বেশি ফিচার বা ফাংশনালিটি নেই । তবে এটি দেখতে অনেকটা কেডিইএনলাইভের মত তবে ইন্টার ফেস সাদামাটা । এটিকে অনেকটা উইন্ডোজ মুভিমেকারের মত মনে করতে পারেন। সহজ ইন্টারফেস খুব বেশি ফিচার বা ফাংশনালিটি নেই এমন একটি সাধারণ ভিডিও এডিটর। তবে এতে কিছু সমস্যা চোখে পড়েছে। প্রথমত এটি বেশ মেমরী হাঙ্গরী এবং ভিডিও ক্লিপ টাইম লাইনে আনার পর ভিডিও ক্লিপ টাইমলাইনের কয়েক ফ্রেম বাদ দিয়ে শুরু হয়। আর ভিডিওর দৈর্ঘ্য বাড়ানো কমানো যায়না।
তবে ভালো দিকের মধ্যে এতে রয়েছে অডিও ভিডিও এর জন্য একাধিক ট্র্যাক এড করার সুবিধা। এটি ভিডিও আউটপুট অর্থাৎ ভিডিও এনকোডিং এর জন্য ffmpeg কে ব্যবহার করে তাছাড়া ভিডিও এনকোডিং এর প্রয়োজনেই এই প্যাকেজ টি প্যাকেজ ম্যানেজার দ্বারা খুজে ইনস্টল করে নিন। আর ওপেন মুভি এডিটর ডাউনলোড করতে আপনার প্যাকেজ ম্যানেজারে এই এ্যাপলিকেশনটি সার্চ করে ইনস্টল করুন বা এখান থেকে বিভিন্ন লিনাক্স ডিস্ট্রিবিউশনে এ্যাপলিকেশনটি ইনস্টল করার তথ্যাবলী পাবেন। এবং আপনার সমস্যা সমূহ তাদের ফোরামে আলোচনা করতে পারেন।
একে রেটিং দেব ২/৫
কিনো হচ্ছে লিনাক্সের জন্য আরো একটি ভিডিও এডিটর তবে এটি বিশেষত Digital Video (DV) এডিটিং এর জন্য । আপনি যদি ডিভি ক্যাম ইউজ করেন এবং আপনার ভিডিও কে এডিটিং ও স্ট্যান্ডার্ড ভিডিও ফরমেটে কনভার্ট করতে চান তবে কিনো আপনার জন্য। আগেই বলেছি এটি ডিভি ভিডিও এডিটর তাই এটি raw dv,avi ফরমেটের ভিডিও ই শুধু ইমপোর্ট করতে পারবে অন্যান্য ফরমেটে আমি চেষ্টা করে দেখেছি এইটা ইমপোর্ট করতে পারেনা।
তবে যে কাজটি এটি সফলতার সাথে করতে পারে তা হল এটি আপনার ডিভি ক্যাম থেকে ভিডিও ক্যাপচার করে তা এডিট ও কনভার্ট করতে পারে। এটি ডিভি ভিডিও ক্যাপচারের ক্ষেত্রে Firewire ও IEEE-1394 সাপোর্ট করে। এর মাধ্যমে আপনি সহজেই আপনার ভিডিও ক্লিপ কে এডিট,ট্রিম,ট্রানজিশন ইফেক্ট , নানান রকম ভিডিও ফিল্টার প্রদান করতে পারবেন ভিডিওতে।
এডিটিং এর পর ভিডিও কে বিভিন্ন ফরমেটে এক্সপোর্ট করতে পারবেনযেমন Raw DV, DV AVI, still frames, WAV, MP3, Ogg Vorbis, MPEG-1, MPEG-2, aএবং MPEG-4 এছাড়াও ভিডিও কে স্টিল ইমেজ ফ্রেমে এক্সপোর্ট করতে পারবেন ।এর অন্যান্য ফিচার সমূহ জানতে এখানে ক্লিক করুন।
আমার ডিভিক্যাম না থাকায় এর কার্যক্ষমতা পরিক্ষা করে দেখতে পারিনি। তবে এর সহজ ইউজার ইন্টারফেস প্রয়োজনীয় টুলস ইফেক্টের উপস্থিতির বিচারে
আমি একে রেট করব ৩/৫
লিনাক্সের জন্য আরো কিছু ভিডিও এডিটর পেয়েছি তবে এগুলো এখনো ট্রাই করে দেখা হয়নি। তবে এগুলো নিয়ে পরবর্তী তে এই টিউনের দ্বিতীয় পর্ব লিখার ইচ্ছা আছে। এডিটর গুলো হল -
এটিকে অনেকে ভিডিও এডিটর এর কাতারে ফেললেও আমি এটিকে ভিডিও কনভার্টাররই বলবো। এর একটি দারুন বিষয় হল এটি বিভিন্ন ডিভাইসের উপযোগী ফরমেটে ভিডিওকে কনভার্ট করতে পারে যেমন আইপড, পিএসপি, SVCD,DVD,VCD এছাড়াও এটি ভিডিওকে অসংখ্য জনপ্রিয় ভিডিও ফরমেটে কনভার্ট করতে পারে যেমন Mpeg4(xvid), Mpeg4(x264), vcd, dvd, flv, DV, MPEG-2, H.264 এবং আরো অনেক এছাড়াও এটি অডিওকে এনকোড করতে পারে MP3(lame), AAC, Vorbis, Ac3, wav PCM ইত্যাদি।
এটি আমার প্রিয় একটি কনভার্টার। এবং এর ইউজার ইন্টারফেস অত্যন্ত সহজ সাধারন ইউজার খুব সহজে এটি আয়ত্বে আনতে পারবেন।আপনি খুব সহজে কোন ক্লিপের নির্দিষ্ট অংশকে এনকোড করতে পারবেন। এছাড়াও এতে রয়েছে একটি বিটরেট ক্যালকুলেটর এবং ডিভিডি সাবটাইটেল কনভার্ট করার সুবিধা। এটি GTK+ বা Qt graphics toolkit ভার্সনে পাওয়া যায় তবে আমি GTK+ ইউজার ইন্টারফেস প্রেফার করি।
এখান থেকে আপনি ইমপোর্টে এবং এক্সপোর্টের ক্ষেত্রে এর সাপোর্টেড ফরমেট সম্পর্কে জানতে পারেন যা সংখ্যায় অনেক। লিনাক্সে ভিডিও কনভার্টিং এর জন্য এটি হতে পারে আপনার প্রিয় এ্যাপলিকেশন।
আমি একে রেট করব ৩/৫
জি হ্যাঁ নাম দেখেই বুঝতে পারছেন এটি কি? এটি একটি মোবাইল মিডিয়া কনভার্টার। আর সুখের খবর এটি উইন্ডোজ লিনাক্স উভয় প্লাটফর্মের জন্য তৈরী করা হয়েছে। খুবই সহজ একটি টুল আপনার ভিডিওটি এ্যাড করুন তারপর প্রয়োজনীয় ফরমেট সিলেক্টকরে কনভার্ট বাটনে ক্লিক করুন ব্যাস আপনার মোবাইল মিডিয়া ফরমেটে ভিডিও টি কনভার্ট হয়ে গেল। এটি কি কি ফরমেটে ভিডিও এক্সপোর্ট করতে পারে?
MP3, Windows Media Audio (wma), Ogg Vorbis Audio (ogg), Wave Audio (wav), MPEG video, AVI, Windows Media Video (wmv), Flash Video (flv) mobile phones audio format AMR audio (amr, awb) , 3GP video. iPod/iPhone compatible MP4 video.
এটি দিয়ে আমি প্রায় ইউটিউবের ভিডিও মোবাইল ৩জিপি ফরমেটে কনভার্ট করি। ধন্যবাদ তাদের কে এমন ভিডিও কনভার্টারের লিনাক্স সংস্করণ তৈরী করার জন্য।
আমি একে রেট করব ৪/৫
পরিশেষে এটুকু বলবো বেশ কয়েকটি ভিডিও এডিটর ট্রাই করার পর মনে হয়েছে সেগুলো ভালো তবে লিনাক্সে যতগুলো ভিডিও এডিটর available আছে সেগুলোর কোনটাতে ভালো ফিচার থাকলেও কিছু কিছু সমস্যা ও রয়েযায় যেটা প্রোডাকশনে ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকি থাকে যেমন সিনেলিরা হঠাৎ করে হ্যাং হয়ে যায় তাই এডবি প্রিমিয়ারের মত প্রফেশনাল ননলিনিয়ার ভিডিও এডিটরের সমকক্ষ হতে হলে এসকল বাগ বা সমস্যার সমাধান করে এডিটর কে আরো উন্নত ও স্টেবল করতে হবে।
আশাকরি এই টিউন দ্বারা আপনারা ভিডিও এডিটররা উপকৃত হবেন।
ধন্যবাদ।
আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Share your knowledge with others..........
পানির মতো কঠিন।