গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে বিন থেকে টাইমলাইনে ভিডিও অথবা অডিও আনা যায়। এই পর্বে দেখাবো, কিভাবে বিন থেকে টাইমলাইনে আনার পর VA ট্র্যাক এর ভিডিও এবং অডিওকে ভাগ অথবা একজাস্ট করা যায়।
এইখানে VA (4) ট্রাকের হাল্কা হলদে রঙের (1) অংশটি হচ্ছে ভিডিও এবং হালকা সবুজ বর্ণের (2) অংশটি হচ্ছে অডিও। এই দুইটিকে আমরা যদি এখন টাইমলাইনে move করতে জাই, দুইটি একসাথেই মোভ হবে। কারন বিন এ আমরা পিসি থেকে যে ভিডিওটি ইনপুট দিয়েছিলাম। সেটি অডিও সহকারে ছিল। এবং এর পরে যখন আমরা বিন থেকে টাইমলাইনে ভিডিও টি VA (4) ট্রাকে এনে ছেড়ে দিয়েছিলাম, তখন সেটি অডিও এবং ভিডিও,দুইটি একসাথেই এসেছে। কারন VA (4) ট্রাক হচ্ছে অডিও এবং ভিডিও, দুইটি প্লেস করার জায়গা। যদি বিন থেকে আমরা এই ভিডিওটি V (3) ট্রাকে এনে ছেড়ে দিতাম। তাহলে এইখানে শুধু ভিডিও ই আসতো অথবা আমরা যদি ওই ভিডিও টাকে বিন থেকে A (5) ট্রাকে এনে ছেড়ে দিতাম, তাহলে এইখানে শুধু ওই ভিডিও এর অডিওটি আসতো।
VA ট্রাকের অডিও এবং ভিডিওকে আলাদা করার জন্যে ভিডিও এর উপর মাউসএর পয়েন্টার (1) রেখে রাইট বাটনে (2) ক্লিক করে Unlink (3) এ প্রেস করুন।
এবার আপনে ভিডিও এবং অডিওটাকে VA ট্রাক থেকে সরিয়ে নিয়ে ভিডিওকে V ট্রাকে এবং অডিওকে A ট্রাকে সরিয়ে নিয়ে আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবেন। অথবা আনলিঙ্ক করার পর VA ট্রাকে রেখেও ভিডিও এবং অডিও এর আলাদা আলদা ভাবে কাজ করা যাবে। অনেকে হয়তো ভাবতে পারেন, যদি VA ট্রাকে রেখে অডিও এবং ভিডিও দুইটিকে আলদা করে এডিট করা যায়, তাহলে আলাদা আলদা করে A ট্রাক এবং V ট্রাক দেওয়া হয়েছিলো কেন! কারন VA ট্রাকে শুধু মাত্র একটি অডিও এবং ভিডিও এডিট করতে পারবো। অনেক প্রোজেক্ট আছে একসাথে অনেক ধরনের অডিও মিক্স করা হয় বা একই স্ক্রীনে দুই তিনটা ভিডিও দেখানো হয়। সেক্ষেত্রে আমরা একসাথে অনেকগুল অডিও এবং ভিডিও এডিট করার ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা ভাবে A ট্রাক এবং V ট্রাকের প্রয়োজন হবে। আমারা ইচ্ছে করলে এই ট্র্যাক গুলো পজিশন আরো বাড়াতে পারবো।
ভিডিও এবং অডিওটাকে আবার লিঙ্ক করতে চাইলে দুইটিকে আবার VA ট্রাকে একসাথ করুন অথবা আপনে একটু পূর্বে যে কাজটি করেছেন, সেই কাজটির পূর্ব অবস্থানে পিরে জেতে কীবোর্ড থেকে Ctrl+Z ছাপুন। যেমন এইখানে আমি একটু পূর্বে ভিডিও এবং অডিওটাকে VA ট্রাক থেকে সরিয়ে নিয়ে V এবং A ট্রাকে মোভ করেছিলাম। এখন তার বর্তমান অবস্থান থেকে পূর্বের অবস্থানে পিরে জেতে চাইলে আমরা সহজেই কীবোর্ড থেকে Ctrl+Z ছেপে এই কাজটি করতে পারি। লিঙ্ক করার জন্যে এবার দুইটিকে মার্ক (1-2) করে নিন।
মাউসএর পয়েন্টার (1) রেখে রাইট বাটনে (2) ক্লিক করে Link (3) এ প্রেস করুন। এবার ভিডিও এবং অডিওকে এক সাথে এডিট করা যাবে।
আজ এই পর্যন্ত, বুঝতে সমস্যা হলে বা আপনার মূল্যবান মতামত টিউমেন্টে জানান অথবা ফেসবুকে জানাতে এইখানে ক্লিক করুন।
আমি MITOO। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মিঠু ফ্রম নোয়াখালী... :)
আসসালামু আলাইকুম ভাই ঈদ মুবারাক,ভাই ভিডিও এদিতিং পর্ব পাঁচ এর অপেক্ষাই আছি