ভিডিও এডিটিং টিউটোরিয়াল [পর্ব-০৩] :: EDIUS

প্রথমে বলে রাখি, আপনারা আমার টিউটোরিয়ালের পিকচারের নাম্বারের সাথে লেখার সাথে মিলিয়ে পড়লে আশাকরি আপনাদের বুঝতে সমস্যা হবে না।

 

1. Bin এ ক্লিক করুন। EDIUS এ আপনার পিসির যে কোনো স্থান থেকে ভিডিও অথবা অডিও ইনপুট করার জন্যে 2 নাম্বারে মার্ক করে দেখানো যে কোনো স্থানে দুইবার একসাথে ক্লিক করুন।

 

 

এবার আপনার পিসির যে কোনো স্থান থেকে (1) ভিডিও সিলেক্ট করে নেন। 2. Open এ ক্লিক করুন।

 

 

1. একটু পূর্বে যে ভিডিওটি ইনপুট করা হয়েছিলো।
আমরা যদি এক ফোল্ডারে ভিডিও এবং অডিও সব একসাথে রাখি তাহলে আমাদের কাজ করতে অসুবিধা হবে। তাই কাজ করার সুবিধার্থে আমরা অডিও আলাদা এক ফোল্ডারে রাখার জন্যে আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবো। ফোল্ডার ক্রিয়েট করার জন্যে (2) নাম্বারে দেখানো স্থানে মাউস এর কারসস্ রেখে মাউস এর রাইট বাটনে ক্লিক করুন। এবার New Folder এ ক্লিক করে ফোল্ডারের নাম দিন। এইভাবে ফোল্ডার ক্রিয়েট করে আপনে আপনার কাজ করার সুবিধার্থে আলাদা আলাদা ফোল্ডারে ভিডিও অথবা অডিও আলাদা আলাদা ভাবে ইনপুট দিতে পারেন।

 

 

এবার ক্রিয়েট করা ওই ফোল্ডার সিলেক্ট করে Picture 1 এবং Picture 2 এ দেখানো মতো করে অডিও ইনপুট করে নেন।

 

 

এইখানে দেখানো হয়েছে কিভাবে বিন থেকে ভিডিও অথবা অডিও এডিট করার জন্যে টাইমলাইনে আনা যায়। টাইমলাইনে আনার জন্যে, আপনে যে ভিডিও/অডিওটি টাইমলাইনে আনতে চান, সে ভিডিও/অডিওটির উপর মাউসের কারসস্ রেখে মাউস এর লেফট বাটন ছেপে ধরে টেনে (1) এনে টাইমলাইনে ছেড়ে দিন। আমি এই ভিডিওটা যদি টাইমলাইনের ভি ট্র্যাকে এনে ছেড়ে দিতাম, তাহলে এইখানে এই ভিডিও এর শুধু ভিডিও দেখা যেতো, অডিও এইখানে আসতো না। এইখানে VA ট্র্যাকে এনে ছেড়ে দেওয়ায় এই ভিডিও এর অডিও (4) এবং ভিডিও (3), দুইটাই টাইমলাইনে দেখা যাচ্ছে। আমরা ইচ্ছে করলে পরবর্তীতে এই ভিডিও এর অডিও কে ভাগ করে A ট্র্যাকে মোভ করে অডিও এডিট করতে পারবো। যা আমি পরবর্তী টিউটোরিয়াল গুলতে আলোচনা করবো। কোন ট্র্যাকে কি কাজ করা হয়, তা দ্বিতীয় টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। আমি আসা রাখি পর্ব বাই পর্ব টিউটোরিয়াল আপনারা ফলো করলে আপনাদের বুঝতে সমস্যা হবে না।

 

 

এইখানে Picture 3 তে আমরা যে একটি নতুন ফোল্ডার করে তার মধ্যে যে অডিওটি ইনপুট করে ছিলাম, তা Picture 5 এ দেখানো মতো করে টাইমলাইনে এনে ছেড়ে দিন। আপনার মনে যদি প্রশ্ন আসে এটি A ট্র্যাকে রাখা হল কেনো! তাহলে বলবো দ্বিতীয় টিউটোরিয়ালটি একটু ফলো করুন। কারন অইখানে উল্লেখ করা হয়েছিলো মূলত কোন ট্র্যাকে কি রেখে কাজ করা হয়।

 

ফিডব্যাকের জন্যে নিচের টিউমেন্ট অপসন ব্যবহার করুন অথবা এইখানে ক্লিক করুন। আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহাফেজ

Level 1

আমি MITOO। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মিঠু ফ্রম নোয়াখালী... :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সেই রকম হযেছে ভাই ,চালিয়ে যাবেন আশা করি , ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপনাকে জানাই সালাম .

ভাই আমার কিছু project লাগে কোথা থেকে সংগ্রহ করবো বস ????

    Level 1

    @Mahim mmc: অনলাইন থেকে, Edius free project download দিয়ে সার্চ করুন। ধন্যবাদ

ami sathe achi kintu

    Level 1

    @অবুজ বালক: sathe thakar jonne dhonnobadh obuj vai 🙂

ধন্যবাদ ভাই। চালিয়ে জান। মাঝ পথে থেমে জাইয়েন্না। ।

    Level 1

    @প্রান্ত আজাদ: ভাই, আমি সজাগ আছি। সবাই ঘুমিয়ে না পড়লেই হয় 😛

প্রিয় টিউনার,

আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।

    Level 1

    @টেকটিউনস: {ভিডিও এডিটিং টিউটোরিয়াল [পর্ব-০৩]} এভাবে দিলে মেসেজ আসে টিউনের শিরোনাম কমপক্ষে 5 শব্দের হতে হবে, টিউনটির শিরোনামে আছে 4 টি, মানে আমাকে নতুন করে আরেকটি শব্দ মিলাতে হত। তাই {ভিডিও এডিটিং টিউটোরিয়াল, পর্ব ৩} এভাবে ৫ শব্দ মিলিয়ে পোস্ট করেছিলাম। ধন্যবাদ

      @MITOO: আপনি চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

      চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …দিন

        Level 1

        @টেকটিউনস: সব গুলো এখন ঠিক আছে?

অনেক ধন্যবাদ ভাই। চালিয়ে যান

ভাই আপ্নি কি হারা গিয়েসেন

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!