ভিডিও এডিটিং টিউটোরিয়াল [পর্ব-০২] :: EDIUS

 

EDIUS রান করুন। 1. New Preset এ ক্লিক করার পর 2 নাম্বার স্ক্রীনের মতো একটা উইন্ডো আসবে, ওখান থেকে আপনে কোন ফরম্যাট এ ভিডিও আউটফুট দিতে চান, তা সিলেক্ট করে নেন।

 

 

1. ভিডিও ফরম্যাট সিলেক্ট করার পর, 2. Start এ ক্লিক করুন। Porject name setting নামের একটা অপশন আসবে, ওখানে 3 নাম্বারে দেখানো ঘরে আপনে আপনার প্রোজেক্ট নেম কি দিতে ছান, তা টাইপ করুন। 4. প্রোজেক্টটি আপনে আপনার কম্পিউটারের কোন ফোল্ডারে রাখতে চান, তা সিলেক্ট করে নেন। 5. OK বাটনে প্রেস করুন।

 

 

এবার ইডিয়াস এর মূল স্ক্রীনটি চলে আসবে। 1. মেন্যু বার, 2. মুলত EDIUS এ যে ভিডিও আমরা এডিট করবো, তা এই ব্ল্যাক স্ক্রীনে শো করবে। 3. Effect: এইখান থেকে অডিও, ভিডিও কিংবা টেক্সট এর যেকোনো Effect আমরা এই প্যানেল থেকে দিতে পারবো। 4. Bin: এইখানে আমরা যে কোন ধরনের ভিডিও ইনপুট করে রাখতে পারবো, এবং পরবর্তীতে কাজের সুবিধার জন্যে বিন থেকে আমরা ভিডিও অথবা অডিও টাইমলাইনে নিয়ে আসতে পারবো। যা পরবর্তী টিউটোরিয়াল গুলতে আলোচনা করবো। 5. কীবোর্ড শর্টকার্ট দিয়ে যে বা এই প্যানেল ব্যবহার করে আমরা ভিডিও কপি করতে পারবো, কাট করতে পারবো, টেক্সট অ্যাড ইত্যাদি। 6. Timeline: টাইটেল, ভিডিও, অডিও মূলত সব কিছুর কাজ আমরা এই টাইমলাইনে করবো। এর পরে আমরা টাইমলাইনের বাম পাসে বিভিন্ন ধরনের ট্র্যাক দেখতে পাচ্ছি। যেমন: 7. ভি ট্র্যাক, এই ট্রাকে আমরা শুধুমাত্র ভিডিও স্থাপন করে তা এডিট করতে পারবো। 8. VA ট্রাকে আমরা ভিডিও এবং অডিও দুইটাই একসাথে এডিট করতে পারবো। 9. T ট্র্যাকে মূলত আমরা যেকোনো ধরনের টেক্সট অ্যাড করে তা সাজাতে পারবো। 10. A ট্র্যাকে আমরা শুধুমাত্র অডিও ইনপুট করে তা এডিট করতে পারবো। এর পর একদম ডানে Information বক্স দেখা যাচ্ছে, মূলত সেখানে আমরা কোন effect ব্যবহার করলে এই বক্স এ তার Information শো করবে।

আশাকরি আপনাদের আমি সব কিছু সহজ ভাবে বুঝাতে পেরেছি, তারপরও কোন স্থানে বুঝতে সমস্যা হলে টিউমেন্টে জানাবেন অথবা ফেইসবুকে জানাতে এইখানে ক্লিক করুন। আজ এই পর্যন্ত।

Level 1

আমি MITOO। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মিঠু ফ্রম নোয়াখালী... :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

assa evabe tune na kore vaia apni jodi vidio akare tune korten seta sb chayte good hoto, abong tune korte sathe amader sikhte dui tay khub khub easy hoto, eta kora jai ki?

    Level 1

    @limon777: apnar feedback er jonne dhonnobadh. vaiia ami just screenshot diye post dicchi na, sathe number diye mention kore dicchi….ami asakori amar lekha ar screen er number miliye follow korle bujte somussa hobe na. tarporo ami chesta korbo video toiri korte……..dhonnobadh

আমি মূলত ওয়েব ডেভলপমেন্ট নিয়ে কাজ করছি, তবে এক সময় ভিডিও এডিটিং শিখার অনেক চেষ্টা করেছি কিন্তু ভালো নির্দেশনা না থাকায় আর এগোতে পারিনি। তাই ভাইয়া আমি আপনার ভিভিও এডিটিং প্রথম টিউটোরিয়ালটি দেখেই খুব খুশি হয়েছিলাম, এরপর দ্বিতীয় টিউনটি দেখে আরো খুশি হয়েছি, আশা করি পর্যায়ক্রমে টিউটোরিয়ালটি চালিয়ে যাবেন……..তাহলে অনেক খুশি হব। আমার জ্ঞান কম তাই টেকটিউন্স-এ কিছু শিখার জন্য আসি, তবে মাঝে মাঝে কিছু জানলে তা সবার সাথে শেয়ার করার চেষ্টা করি।

বিঃ দ্রঃ টিউনটি যদি ভিডিও আকারে দিতে চান, তবে পাশাপাশি টেক্সট ও ফটো টিউটোরিয়ালেরও ব্যবস্থা রাখবেন, কারণ অনেক স্থানে এখনো নেটওয়ার্কের অবস্থা ভালো না হওয়ায় অনেকেই ভিডিও টিউটোরিয়াল দেখে শিখতে পারবে না।

    Level 1

    @টেকনোলজিষ্ট: আপনার মূল্যবান মতামতের জন্যে ধন্যবাদ।

ভাই, কি শুরু করলেন, আমার ত আর তর সইছে না, চালাইয়া জান থাইমেন না প্লিজ আর ভিডিও টুট দেওয়ার দরকার নাই, আমাদের এই খানে ২জি ঠিক মত পায়না d.lod করবো কি ভাবে, তাই এভাবেই চালাই জান, ধন্যবাদ এই রকম টিউন করার জন্য…….

Level 0

go ahead

calai jaan

Level 2

আশা করি পরের পর্বটি দ্রুত পাব

edius এর প্রোজেক্ট কিনতে চাই যদি কেও বিক্রি করেন তবে আমায় জানান
http://www.facebook.com/masadujjaman.sm