ভিডিও এডিটিং টিউটোরিয়াল [পর্ব-০১] :: EDIUS

EDIUS এর মাধ্যমে ভিডিওর প্রজেক্ট সেটিং, সব গুলো লেআউট এর সাথে পরিচিতি, ভিডিও ইনপুট এবং আউটপুট করা, টাইমলাইনে ভিডিও এবং অডিও সাজানো, টাইটেল মিক্স, অডিও মিক্স করা, ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, বিভিন্ন ধরনের ভিডিও এবং টেক্সট ইফেক্ট নিয়ে আমি ধারাবাহিক ভাবে আলোচনা করবো। এর পূর্বেও অনেকে ভিডিও এডিটিং নিয়ে লিখতে গিয়ে থেমে গেছে, কারণ আপনাদের মূল্যবান মতামত এর অভাব ছিল। আশাকরি আপনারা আমাকে বাকি টিউটোরিয়াল গুলো তৈরী করতে উৎসাহিত করবেন। কারো কোনো ধরনের অভিযোগ বা মতামত থাকলে নিচের টিউমেন্ট বাক্স এ জানান অথবা ফেইসবুকে আমাকে personally জানাতে এইখানে ক্লিক করুন। আজকে প্রথম পর্বে আমি ইডিআস ক্রে!ক সহ ডাউনলোড এবং ইনস্টল করার পদ্ধতি দেখাবো।

প্রথমে EDIUS ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন।

1. captcha টাইপ করুন। 2. AUTHORIZE DOWNLOAD এ ক্লিক করুন। 3. এবার ডাউনলোড বাটন এ ক্লিক করুন।

 

ডাউনলোড সম্পূর্ণ হওয়ার পর রার ফাইলটি ওপেন করুন।

 

 

 

1. Setup এ ক্লিক করুন, তারপর ইনস্টল পদ্ধতি অনুসরণ করুন। 2. Serial Number এর স্ক্রিনটি আসার পর Edius5_Crack নামের ফোল্ডারটি ওপেন করুন।

 

 

1. টেক্সট ফাইলটি ওপেন করুন। 2. সিরিয়াল নম্বরটি কপি করুন। তিন নম্বর ঘরে পেস্ট করে 4 নম্বর এ দেখানো নেক্সট বাটন এ ক্লিক করুন।

 

 

ফিনিশ করার পূর্বে "নো, আই উইল রিস্টার্ট মাই কম্পিউটার লেটার" সিলেক্ট করে নেন।

 

 

 

এবার Edius5_Crack ফোল্ডার এ থাকা ফাইল দুইটি Local Disk অথবা আপনার উইন্ডোজ যে ডিস্ক এ সেট করা আছে, ওই ডিস্ক এ প্রবেশ করে Program Files এ গিয়ে Canopus ফোল্ডারে ক্লিক করে EDIUS 5 ফোল্ডার এর বিতর টেনে ছেড়ে দিন।
আশাকরি পুরোটা বিষয় আমি আপনাদের সহজ ভাবে বুঝাতে পেরেছি।

যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে নিচে টিউমেন্ট বাক্স এ জানান অথবা ফেইসবুকে আমাকে জানাতে এইখানে ক্লিক করুন।

পরবর্তী টিউটোরিয়াল এর জন্যে অপেক্ষা করুন, এবং আপনার মূল্যবান মতামত জানান। আজ এই পর্যন্ত। বেছে থাকলে হাজির হব ভিডিও এডিটিং এর নেক্সট টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ...

Level 1

আমি MITOO। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মিঠু ফ্রম নোয়াখালী... :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর হয়েছে @ চেইন টিউন করে যান @ আর থামাথামির চেষ্টা করবেন না। তাহলে কিন্তু শিখার আগ্রহ হারিয়ে যাবে@ আর বিয়ের এডিটিং গুলো কি এই EDIUS দিয়ে করা যাবে। আর যদি করা যায় তাহলে কিন্তু সে নিয়ম গুলো আস্তে আস্তে শেয়ার করুন। @ ধন্যবাদ চালিয়ে যান সাথে আছি ।

    Level 1

    @হোছাইন আহম্মদ: ধন্যবাদ ভাই। জি হা, বিয়ের ভিডিও ইডিআস দিয়ে এডিট করা যায়। আমি চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়াল অতি শিগ্রই প্রকাশ করতে।…

Level 0

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি মূল্যবান জিনিস নিয়ে টিউন করার জন্য। আমি আশা রাখছি আপনাকে অনুসরণ করে আমি কিছু শিখতে পারবো। Best of luck Mitoo bhai.

অনেক ভালো হইসে ভাই আশা করি চেইন টিউন চালিয়ে জাবেন ।

    Level 1

    @জুবায়ের আহমেদ: আপনার মূল্যবান মতামতের জন্যে ধন্যবাদ।

চালিয়ে যান

ভাই থেমে না গেলেই হলো।এমন অনেক টিউন দেখেছি মাঝপথে এসে বন্ধ করে দিয়েছে।আপনার কাছে অনুরোধ রইল এই কাজটি না করার জন্য প্লাস স্বল্প বিরোতিতে টিউন প্রকাশ করার জন্য।আশা করি অনুরোধ বিবেচনা করে দেখবেন।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ

EDIUS 7 ব্যাবহার করছি,আর আপনি টিউন করলেন 5 নিয়ে,একটু Odd হয়ে গেল না এত পুরাতন ভার্ষন নিয়ে?ফিচারের পার্থক্য প্রচুর।Latest Version Crack
http://www.tusfiles.net/pd9p23nytvqv
যাই হোক,টিউটোরিয়ালের অপেক্ষায় রইলাম

সাথে আছি দাদা…

কমেন্ট এপ্রুভ না করার জন্য ধন্যবাদ

ভাই দুরুন হয়ছে চালিয়ে যান