টিটিতে আমার প্রথম টিউন।এর আগেও করেছি , কিন্তু সেটি সাহায্যমূলক। যাই হোক কাজের কথায় আসি।
আমরা অনেকেই ফ্রেন্ড বা আত্মীয় স্বজনের কাছে ভিডিও আপলোড করি। কিন্তু সেটির সাইজ যদি হয় জিবি তে তবে তো ভোগান্তির শেষ নাই। আর আমাদের দেশের ইন্টারনেটের যে স্পিড আর দাম তাতে বড় বড় ভিডিও আপলোড করা অনেকের কাছেই সম্ভব হয় না।তাই আমি আপনাদের জন্য দুইটা সফটওয়্যার শেয়ার করছি।এই দুই টা সফটওয়্যার দিয়ে আপনি যেকোনো ভিডিও কম্প্রেস করতে পারবেন কোয়ালিটি লস হওয়া ছাড়াই। সফটওয়্যার দুইটা হলো -
দুইটা সফটওয়্যারই ফ্রিওয়্যার। সুতরাং, পাইরেসির কোন ভয় নেই।
আমি ইজি এইচ.২৬৪ দিয়ে অলরেডি একটা ভিডিও ১ জিবি থেকে ১২৪ এমবিতে কম্প্রেস করেছি। কিন্তু ভিডিওর কোয়ালিটি সব আগের মতোই আছে।
আপনারা আপনাদের সুবিধা মতো অপশন নিয়ে ভিডিও কম্প্রেস করেন আর ইচ্ছে মতো আপলোড করেন। একটা ওয়েবসাইটে কমেন্ট দেখলাম যে হ্যান্ডব্র্যাক দিয়ে একজন নাকি ১৭.৭ জিবি ভিডিওকে ১৮৮ এম্বিতে নিয়ে গেছে।কিন্তু কোয়ালিটির কোন পরিবর্তন নাই।
আজ টিউন এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।তাড়াতাড়ি টিউন করতে হয়েছে, তাই কোন ডিটেলস বা স্ক্রীনশট দিতে পারি নি।আগামি টিউনগুলো যথাসম্ভব মানসম্মত করার চেষ্টা করব।ভুল- ত্রুটি দয়া করে ক্ষমা করে দেবেন।
ফেসবুকে আমি - facebook.com/bakhtierfahim.pranto
যেকোনো প্রয়োজনে প্লিজ কমেন্ট করবেন।
বাই।
আমি বখতিয়ার ফাহিম প্রান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ei software guli kivabe use korte hoy tar detail bolen pls.