ভিডিও এডিটং ক্লাসে আমি আমিনুল ইসলাম আমিন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা অনেকই ভিডিও এডিটি এর ব্যপারে জানি, অনেকে তেমন জানিনা, অনেকে অনেক ভূল জানি, অনেকে আবার এতে খুব দক্ষ। আমরা অনেকে ভিডিও এডিটিং জানি বিভিন্ন জন বিভিন্ন Software এ কেউ নেটে ভিডিও Tutorial দেখে কেউ একটু আধটু কারো কাছ থকে দেখে। কেউ আবার নিজে নিজে বই পড়ে। এই ভাবেই সখের ভিডিও গুলো Editing করি। অনেকে এতটুকু শিখেই চাকুরী খুজে বেড়াচ্ছে তন্ন তন্ন করে। যখন জিজ্ঞাসা করবে Interview তে তখন এমন কিছু Software এর নাম বলে যা দিয়ে আমরা যারা ৬/৭ বছরেও এইসকল Software কখনো দেখিওনি তাহলে এবার কি হবে ? এইসকল Software এ একজন Professional কোথাও সে কাজ করতে পারবে না। তাহলে কেমন Software চাই ?
Video Editing এর জন্যে কেমন Software চাই ?
অবশ্যই Professional মানের Software যা Professional যায়গা গুলোতে Use করে থাকি। যেমন Adobe Premiere Pro , Final Cut Pro, Edius, Avid media ইত্যাদি আরো কিছু Software আছে। তবে সব চেয়ে প্রধান বলাযায় Adobe Premiere Pro দিয়ে। তবে Final Cut Pro তে Keyboard Customize অনেকটা সহজ এবং ধ্রুত কাজ করা যায়। এদিকে Adobe Premiere CC তে Adobe Company Keyboard Customize অনেকটা সহজ করেছে।
Video Editing শেখার জন্যে কি কি জানা দরকার ?
যদিও সব চেয়ে বড় প্রযোজন একজন Teacher এর কাছে যাওয়া। আমরা নিজে নিজে যত বড় পন্ডিত হইনা কেন Teacher এর সানিদ্ধে আসা আসা প্রয়োজন ।
কোথায় শিখবেন ? কেমন যায়গায় শিখবেন ? কিভাবে শিখবেন ?
কোথায় শিখবেন ? এই প্রশ্নের উত্তরটা হলো :- আমি Suggest করবো না আপনি কোথায় শিখবেন। আমি আপনাকে বলবো এমন কোথাও শেখেন যেখানে কোন নির্দষ্ট মেয়াদ থাকবে না। যেখানে কোন নিদিষ্ট সময় থাকবেনা যেখানে কোন গধ বাধা নিয়ম থাকবে না যে একটা ক্লাস মিস করলে আর সেটাতে Back করার সুযোগ থাকবে না। এমন কোথাও শেখারা আগ্রহ করবে না। যেখানে মাত্র ৩ মাস মসয় সপ্তাহে মাত্র ২টা ক্লাস কারন এইসকল ক্লাসে আপনি তেমন কোন উপকৃত হবে না। কেমন যায়গায় শিখবেন ? হ্যাঁ এমন যায়গায় শিখবেন যেখানে আপনি Relax Mind এ Teacher এর পাশে বসবেন Teacher দেখিয়ে দিবে আপনি দেখবেন আবার Teacher এর কাছে দেখাবেন, সে কিভাবে কাজ করছে দেখবেন আর শিখবেন হয়তো সেটা Teacher বাসায়ও হতে পারে বা আপনার বাসায়ও সেটা হতে পারে। কিভাবে শিখবেন ? একজন ভিডিও এডিটর আপনার পাশে থেকে যেমন Help করতে পারবে আপনি নিদির্ষ্ট সময়ের কোর্স এর চেয়ে ৮০% বেশী উপকৃত হবেন। আপনি আন্তরিক ভাবে কাজটা জেনে নিতে পারবেন। আপনারা এখন বুঝতে পারছেন আমি Professional দের সাথে থেকে শেখার কথা বলছি।
এই পোষ্টে আমি অনেক কথা বললাম পরবর্তী পোষ্ট ভিডিও এডিটিং ক্লাস (২) আমরা Adobe Premiere Pro তে বিস্তারিত ক্লাসে চলে যাবো।
আর আশাকরি খুব সহজে সবাই বুঝতে পেরেছো। এটা আমার বেক্তিগত ফেসবুক পেজ সাথে থাকলে অনেক খুশী হবো ধন্যবাদ বন্ধুরা :-
https://www.facebook.com/AminIslamFilmMaker
আমি আমিন ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাইয়া, বাংলা তে ভাল ভিডিও এডিটিং এর ভালো কোনো টিঊটিওরিয়াল নেই। সব এলোমেলো, এর আগে টেকটিঊন এ অনেকে বলেছে শিখাবে কিন্তু সবাই হারিয়ে যায় , আশা করব আপনি আমাদের হতাশ করবেন নাহ, ভিডিও টিঊটিওরিয়াল হলে বুঝতে খুব এ সুবিধা হয়, ধন্যবাদ ,