বিখ্যাত ওয়েব সাইট Youtube.com থেকে মাল্টিমিডিয়া ফাইল ডাউনলোড করুন কয়েকটি সহজ পদ্ধতিতে!!!

টেকটিউনস এর সকল সদস্যরা প্রথমে আমার  সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন।আজ আমি আপনাদের এমন কয়েকটা টিপস এর সাথে পরিচয় করিয়ে দেব যার সমাধান নেট ইউজাররা প্রতিনিয়ত খোঁজেন Google-মিয়া বা অন্য কোন সার্চ ইঞ্জিন এর সাহায্যে।
আজ থেকে ঐ বিরক্তকর কাজ আর কাউকে করতে হবে না।
এবার কাজের কথায় আসি...
ট্রিক্সটা হলঃ- বিখ্যাত সাইট Youtube.com থেকে শুধুমাত্র ভিডিও গান না যেকোন ফাইল ডাউনলোড করার সহজ কতগুলি পদ্ধতি...!!!
আমি এখানে কয়েকটা পদ্ধতি নিয়ে আলোচনা করব...যার যে পদ্ধতিটা ভাল লাগে তিনি ঐ পদ্ধতিটা গ্রহণ করবেন Youtube.Com থেকে ফাইল ডাউনলোড করার জন্য।

  • প্রথম পদ্ধতিঃ-

আপনাকে নিম্নলিখিত সাইট টিই সাহায্য করবে Youtube.Com থেকে ফাইল ডাউনলোড করার জন্য।
http://www.savefrom.net – তবে এই সাইট টা আপনাকে মনে রাখতে হবে না।
শুধু Youtube.Com এ যান,তারপর আপনার পছন্দের ফাইলটি SELECT করে ওটার উপর ক্লিক করুন।ক্লিক করার পর আপনার ADDRESS বার এর দিকে খেয়াল করুন,দেখবেন https://www.youtube.com/watch?v=grmRsWvvGH8 অথবা https://m.youtube.com/watch?v=grmRsWvvGH8 এই ধরনের একটি Address.
এবার আপনাকে যা করতে হবেঃ-
WWW. অথবা M. কেটে দিয়ে শুধু SS দিবেন,দেওয়ার পর ADDRESS টার উপর ক্লিক করুন।ঐ পেইজে যাওয়ার পর পেইজটার উপরের ডান দিকে খেয়াল করলে বুঝতে পারবেন।

  • দ্বিতীয় পদ্ধতিঃ-

শুধু নিম্নের সাইট ২টি ভিজিট করলেই বুঝতে পারবেন।
http://www.yaaya.com/video অথবা http://www.tkbd.net/

বিচলিত হওয়ার কিছু নেই সাইট গুলো Youtube-এর মত না হলেও Youtube.Com এর সকল ফাইল ওখানে আছে।

  • তৃতীয় পদ্ধতিঃ-

প্রথমে আপনার ভিডিও টি SELECT করুন।তারপর সে পেইজের লিঙ্ক টি কপি করুন।এখন ভিজিট করুন...
http://www.clipconverter.cc//
সাইটটিতে এন্টার করার পর একটা ফাঁকা বক্স দেখতে পাবেন। তারপর ফাঁকা ঘরে আপনার কপি করা লিঙ্ক টি Paste করুন।দেখবেন select করা ভিডিও টি বিভিন্ন ফরম্যাটে এসেছে।যেমনঃ MP4,3GP,FLV.MP3 ইত্যাদি।এখন আপনি ইচ্ছামত ডাউনলোড করুন।

  • চতুর্থ পদ্ধতিঃ-

প্রথমে আপনার ভিডিও টি SELECT করুন।তারপর সে পেইজের লিঙ্ক টি কপি করুন।এখন ভিজিট করুন...
http://www.keepvid.com/
তারপর ফাঁকা ঘরে আপনার কপি করা লিঙ্ক টি Paste করুন।দেখবেন আপনার কাঙ্কিত ভিডিও টি বিভিন্ন ফরম্যাটে এসেছে।
[Nota Bene: নিচের পেইজের JAVA ON করা থাকলে OFF করে দিন]

  • পঞ্চম পদ্ধতিঃ-

প্রথমে আপনি যে ভিডিওটি ডাউনলোড করবেন ইউটিউব থেকে সেই ভিডিওটি প্লে করুন ইউটিউব থেকে।
এর পর ভিডিওটি চালু হলে আপনি ইচ্ছা করলে Pause করতে পারেন এখন এই ভিডিওটি । তারপর www. এর পর এবং Youtube.com এর আগে link টাইপ করুন, তারপর এন্টার চাপুন ।
এন্টার চাপার পর আরেকটি নিউ ট্যাব ওপেন হবে। ঐ ট্যাবে গিয়ে Download Video অপশন ক্লিক করার পর ভিডিও অডিও ফর্মেটে কয়েকটি লিঙ্ক আসবে। সেখান থেকে আপনি কোন ফর্মেটে ভিডিও ডাউনলোড করতে চান তাতে ক্লিক করুন ।
যে ফরম্যাটে ভিডিও ডাউনলোড করবেন তাতে ক্লিক করার পর আরেকটি ডাউনলোড পপআপ ম্যাসেজ আসবে। আর কিছু মনে হয় আমার বলা লাগবে না নিজে নিজে বাকি কাজটা করে নিন ।

  • ষষ্ঠ পদ্ধতিঃ-

প্রথমে http://www.youtube.com এ যান,আপনার পছন্দের ভিডিওটা খুজে বের করুন ।ভিডিও টা ওপেন করুন তারপর ভিডিওটার লিঙ্কটা কপি করুন।  এরপর নতুন একটা ট্যাব খোলে  ভিজিট করুন... http://www.savevid.com/

একটা খালি বক্স দেখবেন ঐ বক্সে লিঙ্কটি পেষ্ট করুন আর ডাউনলোডে ক্লিক করুন

দেখবেন আপনার কাঙ্কিত ভিডিও টি বিভিন্ন ফরম্যাটে এসেছে।বাকিটা নিজেই বুঝবেন।
আশা করি সবাই বুঝতে পেরেছেন।আর যদি না বুঝে থাকেন তাইলে কোন অসুবিধা নেই।শুধু মাত্র একটা টিউমেন্ট দেন।দেখবেন আমার RESPONSE কেমন!আরও কয়েকটা পদ্ধতি আছে NEXT টিউনে শেয়ার করার জন্য চেস্টা করব।যদি কোন প্রকার ভুল এক্সপার্টদের চোখে পড়ে তাহলে ক্ষমা করবেন।তবে যাদের টিপস গুলো জানা আছে তারা দয়া করে কোন প্রকার বাজে COMMENT না করলে খুশি হব।

বিঃ দ্রঃ খুব সীমিত জ্ঞান নিয়ে জীবনের প্রথম টেকটিউনস এর মত বিখ্যাত ওয়েবসাইটে টিউন করার সাহস করেছি।জানিনা আপনাদের কেমন লাগবে।কোন প্রকার ভুল হলে দ্বিতীয় বারের মত ক্ষমা চাচ্ছি।

©মোবাইলওয়ার্ম

Level 2

আমি MobileWorm। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a simple Lad..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Bro very nice tune… I am really having problem with is region lock in youtube. It shows ”The uploader has not made this video available in your country” can you help me with that..

Level 2

At 1st I wanna give u ta.You should tell me concerning your country.But here in Bangladesh such type of problem isnt appeared!!

Level 0

I want to watch this ‘https://www.youtube.com/watch?v=u-Qwu6PQRwk&list=PL0TdAxSg6OezMM3HhtAN7C5IzXezyCKo4&index=2’

    Level 2

    @lola99: just use a proxy or hide ip program . search for “ultrasurf” in google

Level 2

Where from u man?

Level 0

dhaka

    Level 2

    Mr LOLA99 explain your problem if possble Please ins and outs..Its not talk to face such type of problem in the capital of Bangladesh!!!I surmise its normal problem of ur device.

অসাধারণ টিউন