টাইটেলটা পরে হয়তো কিছুটা অবাক হচ্ছেন! তবে যারা আমাকে চিনেনে তারা হয়তো ইতিমধ্যেই বুঝে গেছেন যে টিউনটি কি নিয়ে হতে পারে। যারা এখনও কিছুটা দ্বিধান্বিত তাদেরকে বলছি আসলে এখানে আপনাদের সাথে আমার করা একটি নতুন VFX ভিডিও শেয়ার করলাম। আমি একজন ভিএফএক্স আর্টিস্ট। আসলে নতুন কোনো ভিডিও বানালে সেটা টেকটিউনস শেয়ার না করে পারি না। স্বীকার করছি ভিডিও প্রমট করার একটি ব্যাপার তো আছেই কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে সবার সাথে নিজের কাজটি শেয়ার করা, সবাইকে ভিডিওটি দেখানো। হয়তো আমার এই ভিডিওটি দেখে নতুন কেউ এই কাজে আগ্রহী হবে যেটা অবশ্যই আমাদের জন্যেই একটি ভালো ব্যাপার।
আজকে যেই ভিডিওটি নিয়ে আসলাম সেটি আসলে হ্যারি পটার মুভির একটি শট থেকে আগ্রহী হয়ে করা। ভিডিওটি বানাতে ব্যবহৃত সফটওয়্যার- Adobe After Effects এবং Adobe Premiere Pro.
ভিডিওটির একটি স্ক্রিনশট।
ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিওটিতে করা একটি ইফেক্ট নিয়ে একটি টিউটোরিয়াল আপনাদের উপহার দিতে পারবো।
আশা করি ভিডিওটি আপনাদের সবার ভাল লাগবে।
Harry Potter Wand Duel: Fantasy vs. Reality
এবার এই ভিডিওটি দেখতে পারেন। এখানে আসলে উপরের ভিডিওটির VFX এর আগের ও পরের অবস্থা দেখানো হয়েছে।
Harry Potter Fantasy vs. Reality - Before & After VFX
ভিডিওটি ভালো লাগলে এরকম আরও কিছু ভিডিও দেখার জন্যে ঘুরে আসতে পারেন আমার YouTube চ্যানেল থেকে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন।
YouTube Channel: https://www.youtube.com/user/badhon92
চাইলে লাইক দিতে পারেন ফেসবুক ফ্যানপেজেও।
https://www.facebook.com/AnExceptionalFilm
আমি বাধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অস্থির হইসে
😉