আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমরা অনেকে শখ করে ছবি দিয়ে ভিডিও তৈরি করি, আমি অনেক আগে ি ভিডিও ষ্টুডিও দিয়ে কিভাবে ছবি দিয়ে ভিডিও তৈরি করতে হয় তা নিয়ে টিউন করেছি কিন্তু সফট মেগাবাইট বেশি কারনে অনেকে সফট ব্যবহার করতে পারে নাই! আর ছবি দিয়ে ভিডিও বানানোর অনেক সফট আছে, অনেকে অনেক ধরনের সফট ব্যবহার করেন, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ৫ মেগাবাইটের সুন্দর একটি সফট যা দিয়ে আপনি ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন।
প্রথমে এখান থেকে সফটটি নামিয়ে নিন ।
এরপর Extract করে আপনার কম্পিউটারে ইনস্টল করুন, চালু করুন।
আপনার যে ছবিকে ভিডিওতে রূপান্তর করবেন, Add Photos and Media File বাটনে ক্লিক করে ছবি/ গান নির্বাচন করুন। যটা ছবিতে দিতে চান!
এবার Media List থেকে ছবিগুলো টেনে Timeline ফেলে দিন, এখন ছবির মধ্যে গান/শব্দ দিতে চাইলে। নিচের মত কাজ করুন।
কেমন হয়েছে তা দেখতে Privew বাটনে ক্লিক করে দেখুন।
Save করতে হলে এরপর Save Slideshow-এ ক্লিক করুন, তাহলে নিচের মত আসবে।
এখানে আপনি পিসি, ডিভিডি, সিডি অথবা অন্য কোনো মাধ্যমের জন্য ভিডিওটি রূপান্তর করতে চাইলে তা নির্বাচন করে দিন। সবশেষ Create এ ক্লিক করলে ভিডিওতে রূপান্তর করা শুরু করবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং দেখবেন, ছবির প্রত্যাশিত ভিডিওটি যথাস্থানে Save হয়ে গেছে।
ব্যাস তৈরি হয়ে গেল ছবি থেকে ভিডিও।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ভাই অনেক ধন্যবাদ। ভাই আপনি বেশ কিছু দিন আগে কিভাবে ফটোশপে ছবির একটি নির্দিষ্ট জায়গা বাদে বাকী অংশ ঝাপসা করা যায় এ নিয়ে একটি টিউন করেছিলেন, টিউনটি খুব ভালো হয়েছিল। ভাই কিভাবে ছবিতে আমার চেহারা বাদে বাকী অংশ সাদাকালো করবো এই নিয়ে একটা টিউন করেন প্লিজ…