“টাইম ফ্রিজ ফায়ার” VFX ভিডিও + VFX Comparison

কেমন হতো যদি আমাদের চারপাশের সময়টা থমকে যেত, সবকিছু স্থির হয়ে থাকবে শুধু আপনি বাদে! সময়কে নিজের ইচ্ছেমত নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি!!
কি অসাধারণ একটা ব্যাপার হতো একাবার ভাবুন শুধু.........
এরকম একটি মুহূর্ত সবসময়ই কল্পনা করি আমি। কিন্তু অত্যন্ত দুঃখকর হলেও সত্য বাস্তবে এরকম কিছু কখনই সম্ভব নয় :(, তাই বলে কি ইচ্ছে অপূর্ণ থাকবে??
তাই নিজের ইচ্ছে পূরণে নিজেই কাজে নেমে গেলাম। বাস্তবে না পারি ভিজুয়ালই তো অন্তত ইচ্ছাটা বাস্তব করতে পারি............
যারা আমার পূর্বের টিউনগুলো পড়েছেন তারা ইতিমধ্যে বুঝে গেছেন আর যারা পড়েননি তাদের জন্যে বলছি, আমি একজন VFX আর্টিস্ট। VFX এর কাজ করাটা আমার নেশা, আর এই নেশাটাকে নিবৃত করতে মাঝে মাঝেই VFX নির্ভর ভিডিও বানাই। আজকে সেরকমই একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। ভিডিওটির সাথে বোনাস হিসাবে থাকছে VFX Comparison ভিডিও, অর্থাৎ ভিডিওটিতে VFX এর কাজ করার পূর্বের ও পরের অবস্থা। ব্যাক্তিগতভাবে VFX Comparison ভিডিও আমার খুব পছন্দের। আশা করি আপনাদের কাছে দুটি ভিডিওই ভালো লাগবে।
ভিডিওটিতে বেবহৃত সফটওয়্যারগুলো হচ্ছে- Adobe After Effects CS6 এবং Adobe Premiere Pro CS6

ভিডিওর দুটি স্ক্রিনশট-

মেইন ভিডিও

VFX Comparison ভিডিও

আমার ইউটিউব চ্যানেলঃ http://www.youtube.com/user/badhon92

ফেসবুক পেইজঃ https://www.facebook.com/AnExceptionalFilm

Level New

আমি বাধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Comments are closed.