সাবটাইটেল কি আর কেন তা মোটামুটি সবারই জানা আছে আশা করি। আর না জানলে কষ্ট করে সার্চ দিয়ে জেনে নিন...এ নিয়ে অনেক টিউন আছে।
তো এতদিন তো অনেক ইংলিশ সাবটাইটেল ডাউনলোড করে মুভি দেখলেন...এই সাবটাইটেলগুলো যদি সম্পূর্ণ বাংলায় হয় তবে কেমন লাগবে। স্বভাবতই মাতৃভাষায় সাবটাইটেল পেলে সবাই খুশি হবেন আশা করি।
আপনাদের জন্য আজ আমাদের সবার প্রিয় আর জনপ্রিয় তিনটা মুভি এর বাংলা সাবটাইটেল নিয়ে এসেছি। এই সাবটাইটেলগুলো এডিট করা খুবই কষ্টসাধ্য। তবুও আমাদের ভাইয়েরা এগুলো এডিট করেন অনেকেই বাংলায়। তবে সেগুলো পাওয়া কষ্টসাধ্য।
তো আপনাদের আজ যে তিনটি সাবটাইটেল দেব তা নিচে ছবির নাম আর লিঙ্ক সহ দিলাম। ডাউনলোড করে নিন।
Battleship http://www.sendspace.com/file/v39b44
G.I.Joe The Rise Of Cobra http://www.sendspace.com/file/jdt37h
Harry Potter & The Prisoner Of The Azkaban http://www.sendspace.com/file/06bel5
আমি নিজে আরও নতুন নতুন বেশ কিছু মুভি এর সাবটাইটেল এর কাজ করছি। সবরকমের বাংলা সাবটাইটেল এর নিয়মিত আপডেট আর লিঙ্ক পাবেন এই ফেসবুক পেজটিতে। তাই দেরি না করে লাইক দিন http://www.facebook.com/banglasub
এই পেজটি কাজে লাগবেই। আশা করি আপনাদের ভাল লাগবে আর আমার কষ্টের মুল্ল হিসেবে লাইক কমেন্ট করবেন।
ধন্যবাদ সকলকে...
আমি Yafi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই অসংখ্য ধন্নবাদ আর অনেক অনেক সুবতিতলে ছাই সব বিখ্যাত মুভি গুলর !!