সবাইকে আমার সালাম জানিয়ে শুরু করছি আমার টেকটিউস্ এর দ্বিতীয় পোস্ট । আজকে আমি যে পোস্টটি শেয়ার করবো এটা অনেকের কাজে লাগতে পারে । অনেকে বিভিন্ন মুভি থেকে বিশেষ বিশেষ মুহুর্তের মিউজিক কাটতে পছন্দ করেন । কিন্তু ভাল ভিডিও কাটার অনেকের কাছে না থাকার কারণে সেটা সম্ভব হয় না । আমি দেখাবো কিভাবে কেএম প্লেয়ার দিয়ে ভিডিও থেকে অডিও এবং কিভাবে ভিডিও থেকে ভিডিও কাটিং করতে হয় । খুব সহজে আমরা এ কাজটি করতে পারি । এজন্য আমাদের দরকার কেএম প্লেয়ার এবং যে মুভি থেকে আপনি গান কাটিং করতে চান সেই গানটি । চলুন এবার কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে চলে যায় । প্রথমে কেএম প্লেয়ার দিয়ে একটি মুভি ওপেন করুন । তারপর যে গানটি আপনি কাটিং করতে চান সেই গানটি শুরু করার আগ মুহুর্তে যান । তারপর Alt + A প্রেস করুন । দেখুন নীচের মত একটা ডায়ালগ বক্স আসবে ।
যে স্থান থেকে গান কাটতে চান ঐ স্থানে আসার সাথে সাথে Start Button (লাল চিহ্নিত স্থান) চাপুন । এবার দেখুন Input ও Output অংশে পয়েন্ট শো করবে ।
যখন আপনার কাংখিত গানটি কাটিংয়ের শেষ পর্যায়ে চলে যাবে (গান শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন হবে) তখন Stop প্রেস করুন ।
ব্যাস আপনার কাজ শেষ । এবার আপনার কাংখিত (কাটিংকৃত গান) গানটি ওপেন করতে File name to save অপশনের কোণায় (লাল কালি দিয়ে চিহ্নিত স্থানে) ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাংখিত গানটি ।
@(^_^)@
এবার চলুন দেখি কিভাবে ভিডিও থেকে ভিডিও কাটিং করবেন । শুরু এবং শেষ কাজ একইভাবে করতে হবে, যেভাবে উপরের অংশে সম্পন্ন করেছেন । প্রথমে কেএম প্লেয়ার দিয়ে একটি মুভি ওপেন করুন । তারপর যে গানটি আপনি কাটিং করতে চান সেই গানটি শুরু করার আগ মুহুর্তে যান । তারপর Alt + C প্রেস করুন । দেখুন নীচের মত একটা ডায়ালগ বক্স আসবে ।
যে স্থান থেকে গান কাটতে চান ঐ স্থানে আসার সাথে সাথে Start Button (লাল চিহ্নিত স্থান) চাপুন । এবার দেখুন Input ও Output অংশে পয়েন্ট শো করছে ।
যখন আপনার কাংখিত গানটি কাটিংয়ের শেষ পর্যায়ে চলে যাবে (গান শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন হবে) তখন Stop প্রেস করুন ।
ব্যাস আপনার কাজ শেষ । এবার আপনার কাংখিত (কাটিংকৃত গান) গানটি ওপেন করতে File name to save অপশনের কোণায় (লাল কালি দিয়ে চিহ্নিত স্থানে) ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাংখিত গানটি । এবার ইচ্ছামত গান বাজাতে থাকুন ।
আর হ্যা যদি এই পোস্টটি আগে কোন টিউনার ভাইয়া পোস্ট করে তাহলে আমাকে ক্ষমা করবেন । যদি পোস্টটি ভাল লাগে তাহলে প্লিজ কমেস্টস করবেন ।
একই সাথে আপনাদের সকলকে আমার ব্লগ সাইট ভ্রমণ করার আমন্ত্রন জানাচ্ছি । আমার সাইটটি পুরাপুরি ইংরেজিতে । সাইটি এখনও পুরাপুরি সম্পন্ন হয়নি তবুও আপনাদের আমন্ত্রন জানাচ্ছি । আমার সাইটের ভ্রমণ করার লিঙ্ক নীচে দেয়া হল ।
আইটিনিউজফেয়ার : http://www.itnewsfair.com
আমি rozen1991। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আসলে আমার খুব দরকার ছিল এরকম কিছু এক্তা জানা কারন কতগুলা মুভির গান আমার খুব প্রিয় আজকে জানতে পারলাম অনেক অনেক ধন্নবাদ ভাই তবে প্রশ্ন হল এইতাকি জেকন KM প্লেয়ার এ কাজ করবে ? লিঙ্কতা থাকলে কিছুতা সুবিধা হত আমার তবে অনেক ধন্নবাদ আবার ও