!! কাটিং করুন আপনার পছন্দের গান চলমান মুভি থেকে শুধুমাত্র কেএম প্লেয়ার দিয়ে !!

সবাইকে আমার সালাম জানিয়ে শুরু করছি আমার টেকটিউস্‌ এর দ্বিতীয় পোস্ট । আজকে আমি যে পোস্টটি শেয়ার করবো এটা অনেকের কাজে লাগতে পারে । অনেকে বিভিন্ন মুভি থেকে বিশেষ বিশেষ মুহুর্তের মিউজিক কাটতে পছন্দ করেন । কিন্তু ভাল ভিডিও কাটার অনেকের কাছে না থাকার কারণে সেটা সম্ভব হয় না । আমি দেখাবো কিভাবে কেএম প্লেয়ার দিয়ে ভিডিও থেকে অডিও এবং কিভাবে ভিডিও থেকে ভিডিও কাটিং করতে হয় । খুব সহজে আমরা এ কাজটি করতে পারি । এজন্য আমাদের দরকার কেএম প্লেয়ার এবং যে মুভি থেকে আপনি গান কাটিং করতে চান সেই গানটি । চলুন এবার কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে চলে যায় । প্রথমে কেএম প্লেয়ার দিয়ে একটি মুভি ওপেন করুন । তারপর যে গানটি আপনি কাটিং করতে চান সেই গানটি শুরু করার আগ মুহুর্তে যান । তারপর Alt + A প্রেস করুন । দেখুন নীচের মত একটা ডায়ালগ বক্স আসবে ।

 যে স্থান থেকে গান কাটতে চান ঐ স্থানে আসার সাথে সাথে Start Button (লাল চিহ্নিত স্থান) চাপুন । এবার দেখুন Input ও Output অংশে পয়েন্ট শো করবে ।

 যখন আপনার কাংখিত গানটি কাটিংয়ের শেষ পর্যায়ে চলে যাবে (গান শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন হবে) তখন Stop প্রেস করুন ।

 ব্যাস আপনার কাজ শেষ । এবার আপনার কাংখিত (কাটিংকৃত গান) গানটি ওপেন করতে File name to save অপশনের কোণায় (লাল কালি দিয়ে চিহ্নিত স্থানে) ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাংখিত গানটি ।

@(^_^)@

এবার চলুন দেখি কিভাবে ভিডিও থেকে ভিডিও কাটিং করবেন । শুরু এবং শেষ কাজ একইভাবে করতে হবে, যেভাবে উপরের অংশে সম্পন্ন করেছেন ।  প্রথমে কেএম প্লেয়ার দিয়ে একটি মুভি ওপেন করুন । তারপর যে গানটি আপনি কাটিং করতে চান সেই গানটি শুরু করার আগ মুহুর্তে যান ।  তারপর Alt + C প্রেস করুন । দেখুন নীচের মত একটা ডায়ালগ বক্স আসবে ।

যে স্থান থেকে গান কাটতে চান ঐ স্থানে আসার সাথে সাথে Start Button (লাল চিহ্নিত স্থান) চাপুন । এবার দেখুন Input ও Output অংশে পয়েন্ট শো করছে ।

 যখন আপনার কাংখিত গানটি কাটিংয়ের শেষ পর্যায়ে চলে যাবে (গান শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন হবে) তখন Stop প্রেস করুন ।

 ব্যাস আপনার কাজ শেষ । এবার আপনার কাংখিত (কাটিংকৃত গান) গানটি ওপেন করতে File name to save অপশনের কোণায় (লাল কালি দিয়ে চিহ্নিত স্থানে) ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার কাংখিত গানটি । এবার ইচ্ছামত গান বাজাতে থাকুন ।

আর হ্যা যদি এই পোস্টটি আগে কোন টিউনার ভাইয়া পোস্ট করে তাহলে আমাকে ক্ষমা করবেন ।  যদি পোস্টটি ভাল লাগে তাহলে প্লিজ কমেস্টস করবেন ।

একই সাথে আপনাদের সকলকে আমার ব্লগ সাইট ভ্রমণ করার আমন্ত্রন জানাচ্ছি । আমার সাইটটি পুরাপুরি ইংরেজিতে । সাইটি এখনও পুরাপুরি সম্পন্ন হয়নি তবুও আপনাদের আমন্ত্রন জানাচ্ছি । আমার সাইটের ভ্রমণ করার লিঙ্ক নীচে দেয়া হল ।

আইটিনিউজফেয়ার : http://www.itnewsfair.com

Level 0

আমি rozen1991। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আসলে আমার খুব দরকার ছিল এরকম কিছু এক্তা জানা কারন কতগুলা মুভির গান আমার খুব প্রিয় আজকে জানতে পারলাম অনেক অনেক ধন্নবাদ ভাই তবে প্রশ্ন হল এইতাকি জেকন KM প্লেয়ার এ কাজ করবে ? লিঙ্কতা থাকলে কিছুতা সুবিধা হত আমার তবে অনেক ধন্নবাদ আবার ও

Level 0

THANKS VAI

Level 0

nice post….

Videopad Video Editor 2.41 Full ডাউনলোড করে নিন : ডাউনলোড করুন এখান থেকে ।

Xilisoft DVD Ripper Ultimate v7.7.2 Full Free ডাউনলোড করে নিন – ডাউনলোড করুন এখান থেকে 

USB Disk Security v6.2 Full ডাউনলোড করে নিন – ডাউনলোড করুন এখান থেকে 

Advanced SystemCare Ultimate 6.0.8.289 Full ভার্সন ডাউনলোড করে নিন – ডাউনলোড করুন এখান থেকে 

Level 0

thnx emon 1ti post deower jonno,
jodi km player er version ta die diten tahole subida hoto, mone hoy jekono version e kaj hobe nah…………pls

Level 0

আসসালামুয়ালাইকুম,
যে সকল ভায়ারা কমেন্টস করছেন এবং আপনারা জানতে চেয়েছেন যে নতুন বা পুরাতন ভার্সনে এই কাজ সম্পন্ন করা যাবে কি না ? আমি নতুন ভার্সনে এই কাজটি সম্পন্ন করেছি এবং সুনিশ্চিত হয়ে পোস্টটি করেছি ।আমার মনে হয় সব ভার্সনেই কাজ করবে । আপনারা নতুন বা পুরাতন ভার্সনে ট্রাই করে দেখতে পারেন ।

Level 0

thanx, vai …………..tobe sob video thik moto cut hoi na……bt kaj chole

thanks

sob vrsn e hoyna bhaiya

অনেক ভালো হয়েছে ভাই। চালিয়ে যান…

Level 0

ধন্যবাদ সকল ভাইয়াকে যারা আমার পোস্টটি দেখেছেন ।

আমার “3.4.0.59 KMP Plus” ভার্সনে কাজ করে না।

Level 0

vai ami video capture kor le shudu audio ashe video ashe na pls help me

vai vedio khale durai