3D ভিডিও দেখুন VLC তে-[চশ্মা বানানোর দিন শেষ]

আসসালামুয়ালাইকুম।
এটা আমার ৩য় টিউন। তাই ৩য় তে ৩D নিয়েই লিখলাম।
আমরা অনেকেই ৩D চশ্মা বানাই বা কিনি TK খরচ করে।
কিন্তু আপনি চাইলেই VLC Media Player কেই 3D বানিয়ে দেখতে পারবেন বীনা খরচে।
আমার কাছে VLC মারাত্মক একটি প্লেয়ার যেখানে অনেক অপশন রয়েছে জা আন্য কোন Software এ নেই।
যাই হোক কাজের কথায় আসি।
১ Step-  VLC Player Open করুন। Ctrl+E চাপুন অথবা [Tools/Efect and filter] এর পর Video Efect ক্লিক করুন। তাহলে নিচের মত আসলো।

2Step- উপরের ছবির মত [Image Adjustman] এ টিক দিয়ে নিন।
এবার ইমেজে আরেকটি জিনিশ খেয়াল করুন Image Adjustman এর নিচে Hue
Hue-এটা প্রথম দারিতে দেওয়া আছে আপনি এটাকে টেনে ৫ নাম্বার দারির মাঝখানে রাখুন নিচে ছবিতে দেওয়া হল।

এবার Close করে দেখুনত কিছুটা ৩D হয়েছে কিনা ।

বিঃদ্র- এটা Normal 3D Mod এজন্য আপনি সম্পূর্ণ ৩D তে ব্যাবহার করতে পারবেন না। তাই কেউ মাইন্ড কইরেন না।
আমার টিউন গুল ভাল লাগালে Coment করে উৎসাহিত করবেন।
ফেসবুকে আমি- http://www.facebook.com/deloar.hacker
আমারও একটি ছোট বাংলা ফরাম আছে চাইলে ঘুরে আস্তে পারেন।
বাংলা ফোরাম- http://www.TechDonia.tk
আজ এই পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় - খুদা হাফেজ।

Level 0

আমি Cyber_DeloaR। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

apnar vlc download link koi?

Level 0

latest KMP use korlei to hoy :p

@sobujmdVai VLC Media To Sobar Kachei Ase Tai Deinai sorry….Niche dilam
http://www.vlc-media-player.en.softonic.com/
@hridoy
Amar Laptope Keno Jani KM player 3D mod hoyna…
3d te dile Black hoye jay kichui cholena Abar Install dite hoy…

Level 0

ভুয়া টিউন দিয়ে কাউকে বিব্রত করবেন না ।

hmmmm

Level 2

ei kam to latest kmp te ek click ei kora jai ….ar ei rokom vabe faki deya tune korar ki kono dorkar ase

আতে শুধু রঙ টা change হচ্ছে 3D হচ্ছে না
3D মানে জানেন কি ?

Level 0

ভাই তুমি 3D মানে এই বুঝ?

ভাই আপনি কোন ইঞ্জিনিয়ার যে চশমা ছারা ৩ডি দেখানো আবিষ্কার করলেন। আমি ভাই ছোট মানুষ, আমি একটা কথা বলি, যে জিনিস জানি না বা পারি না সেই জিনিস নিয়ে লাফালাফি করা উচিত না। আচ্ছা ভাই আপনাকে একটা প্রশ্ন করি ? আপনি কি কখনো 3D দেখছেন? যদি না দেখে থাকেন তাহলে দয়া করে Star Cineplex এ গিয়ে ৩০০ টাকা দিয়ে টিকিট কিনে দেখবেন। এরপর টিউন করবেন 3D নিয়ে।
এখন হয়ত আপনি বলবেন যে, আপনি বলেছেন এটা Normal 3D Mood। কিন্তু আমি এটাও বলছি আপনি যেটা করে দেখিয়েছেন সেটা জাস্ট color Change. আমার মতে এটা হল 1D. শুনেন ভাই, আমি কিছু পারি না তাই হয়ত টিউন করি না। কিন্তু ফালতু টিউন দেখলে মেজাজ গরম হয়ে যায়। আর একটা কথা 3D দেখতে হলে সবাইকে must 3D চশমা এবং 3D মুভি লাখবে। ২০ লাখ টাকা দিয়েও যদি 3D চশমা কিনেন এবং আপনার মুভি যদি 2D হয়, তাহলে ওই 2D ই আপনাকে দেখতে হবে।
আপনার এই ফালতু টিউন দেখে লগইন না করে পারলাম না।

Level New

অনন্য এক টিউন। কেনো?

টাইটেলঃ 3D ভিডিও দেখুন VLC তে-[চশ্মা বানানোর দিন শেষ]

যা লেখাঃ আমরা অনেকেই ৩D চশ্মা বানাই বা কিনি TK খরচ করে।
কিন্তু আপনি চাইলেই VLC Media Player কেই 3D বানিয়ে দেখতে পারবেন বীনা খরচে।

বিভাগ : ভিডিও এডিটিং

ট্যাগ : 3D Video, Exclusive 3d স্ক্রীনসেভার, সেরা vlc player স্কীন একইসাথে একইসময়ে ডাউনলোড করুন

অসাধারণ এক সমন্বয়। মডার্ণ আর্টের যেমন কোনো আগা মাথা পাই না আমি এই টিউনটাও ঠিক তেমনি।

    @সেতু: 1000 % r8. they must be banned

Level 0

টেক হিউমারে দিতে ভুলে গেছেন নাকি ? 😀

vai kichhu mane korini,
3d movie jodi eirakom hoy tahole normal picture e thik achhey

মাথা ঠিক আছে তো?

Level 0

আর পারছিনা , সাইবার দেলোয়ার ভাই ! যা টিউন করলেন, মাথার বাত্তি তো ফিউজ হয়ে যাচ্ছে । কি দেখাইলেন মিয়া। আপনি তাড়াতাড়ি মাইক্রোসফটে যোগাযোগ করেন।

Level New

এক হিসাবে ভাই ঠিকই ধরেছেন। 3d চশমায় 2 টা কালার থাকে। এই চশমা দিয়ে দেখলে তো কালার চেনজ হয়ে যাওয়ার কথা।

Level 0

আপনি বোধয় 3D বলতে বোঝেন শুধু Color change

Level 0

3d maney ki Picture-er HUE change kora??? Azob…………..

Level New

I think all movies of 1970 were 3D!!

tnx

চালাইয়া যান। আমরা আপনার সাথে নেই।

3 Dandar Bari – 3D!!!!!

Vai ki sundor post apnake thanks, vai ami asha kori agami te apni 4D 5D 6D 7D 8D sob D er tune likhben dhonnobad

Level 0

vai arokom tune kore manuser kache gali sune lav ki.arokom tune korar cheye amar moto comments kora onek valo.

3D ki ta apni janen e naaaaa

Level New

lol , ai pola janeina 3D ki. jibone 3D video dekhcen kokhono?

Level 0

দেলোয়ার ভাই টেকনিটিউনস এ কোন বিষয় টিউন করতে হলে সেটা সম্পর্কে ভালভাবে জেনে তারপর টিউন করুন কারন টেকনিটিউনস এ অনেক নতুন কম্পিউটার ইউজার আসে তাদের সমস্যার সমাধানের জন্য ও নতুন কিছু শিখার জন্য। এই ধরনের টিউন তাদের জন্য ক্ষতিকর কারন এই ধরনের টিউনের কারনে তারা প্রযুক্তি সম্পর্কে ভূল ধারনা পায়। কোন কিছু ভুল শিখার চেয়ে না শিখা অনেক ভালো।

baje post diye ojhotai time waste

Pagolrao ajkal tune kore?

টেকটিউনস্-এ প্রকাশিত প্রথম ৫টি ফালতু টিউনের মধ্যে এটি একটি!!

Level 0

ভাই আমি আপনার কথামত কালার চেঞ্জ করেছি কিন্তু ৩ডি এর জায়গায় ৪ডি হয়ে গেছে, ভাই আমারে বাঁচান। 😀

3d কি? আগে সেটা শিখুন।

Level 0

Funny Tune……………………………………………….

Level 0

এইটা কোন এঙ্গেল এ 3D 😀

Level 0

আজাইরা টিউন।

3D নিয়ে আরো একবার বিব্রত হলাম!!!!!!!!!!!!!!

Level 0

আপনার টিউনের হেডলাইন দেখে প্রথমে একটু মন খারাপ হয়েছিল কারণ আমি গত পরশু ৪২০টাকা দিয়ে একটা nVidea এর থ্রিডি চশমা কিনেছিলাম। কিন্তু টিউনটা পরার পর হাসবো না কাদবো বুঝতে পারছি না।

Level 0

আপনার এই ফালতু টিউন দেখে লগইন না করে পারলাম না।
3d কি? আগে সেটা শিখুন।
চালাইয়া যান। আমরা আপনার সাথে নেই।

Level 0

থ্রিডি চশমা কিনলাম এবং ganool.com থেকে থ্রিডি মুভি Download কোরে KM player 3D mod দিয়ে চালালাম কিন্তু কোন পরিবর্তন বুঝলামনা। লাল নীল একটু হয়।

Level 0

vai bashundhara cineplex spiderman3d dekhe eshe 3d idea nea esshe comment koren. 3d mone jibon a dekhen nee khalee nam ee shunchen.

Level 0

ভাই আমি সময় পাই না যে Cineplex এ গিয়ে মুভি দেখবো। আপনি ঠিক বলেছেন আমি কখনও 3D দেখিনি, কম্পিউটারে কিভাবে দেখবো?

ভাই মনে রাখবেন, “মাইরের মধ্যে ভাইটামিন আছে”। ভিটামিনের অভাবে এমন টিউন।!!!

Level 0

final effect
softexplode4.40
swati effect
virinchi effect
ultra fx
indian effect
for adobe premier 6.5
please help to find out this software

Level New

অপুষ্টিকর টিউন।

Level 0

oi miya oi 3D ki khawar kisu nai je gur olpo ana beshi dile bishi mistye lagbo

ফাজলামো করেন নাকি হ্যাঁ ????

সবাই দেখি টিউনার রে আচ্ছাতরে দিছে। আমি হলে এতক্ষনে টিউনই ডিলিট করতাম!!!!!!!!!

Level 2

২-৩ বছর টেকটিউনস ভিজিট করেও এইরকম টিউন দেখিনি। সেটাই আপনি করে দেখিয়েছেন। যাইহোক ভবিষ্যতে আপনার কাছ থেকে ভালো টিউন আশা করছি আমরা সবাই। আর টিউন করার আগে নীতিমালা পরে নিবেন। আমি নিজে বহু টিউন পিসিতে জমা করে রেখেছিলাম পোষ্ট করবো বলে।পরে “গুগল সার্চ” আর “টেকটিউনস নীতিমালা” পড়ে টিউন থেকে বিরত থেকেছি।