ভিডিও এডিটিং এ আপনার ক্যারিয়ার গড়ুন [৩য়-পর্ব] :: প্রয়োজনীয় হার্ডওয়্যার, Compatible Software, ক্যাপচার কার্ড এর প্রয়োজনীয়তা, রের্কডিং মাধ্যম, ব্যবহৃত কিছু শব্দের অর্থ

একটু দেরী হয়ে গেল পোষ্ট দিতে পারলে আমকে একটু হেল্প করেন আমি ওর্য়াডে আগে লিখি তারপর টেকটিউনে পেষ্ট করতে চাই কিন্তু লেখা ইংরেজী হয়ে যাচ্ছে

কিছু কখা ইংরেজীতে লিখতে হয়েছে কারন এগুলো ইংরেজী তেই বোঝা সহজ

ভিডিও এডিটিং এর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার গুলো:

  • 1. Processor : Core 2 Duo 1.8Ghz to core i7 1.06 Ghz Processor Or Higher .
  • 2. GFX Card: Intel GMA X3000 Series, Nvidia GeForce 6 series Or Higher.
  • 3. RAM: 2-8 Up to 16 GB
  • 4. HDD: At least 7200 RPM of SATA HDD Or Firewire ,Minimum 500GB-6TB.
  • 5. Sound Card, Video Capture Card, CF/P2/SxS Card Reader & Video Editing Hardware
  • 6. Windows -7, Editing software.
  • 7. Input and output source devices:
    a) VTR b) DVD Writer c) Microphone d) CD Player e) Professional Monitor

এগুলো হলো পেশাদারী কাজ করার জন্য আপনি মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে নিজের বাসায় কাজ করতে পারবেন।

Video Editing Hardware ও এর সাথে Compatible Software:

  • Matrox : softwear- Adobe Premiere (Mac or IBM)
  • Canopus : softwear-Edius, Premiere
  • DPS Velocity : softwear- Velocity
  • Pinnacle: softwear-Pinnacle Studio,Premiere
  • Avid Mojo,Mojo DX: Softwear-Avid Media composer,Avid Studio HD,Avid News Cutter
  • Black magic/Matrox: softwear-Final cut Pro,Final cut studio (Mac)
  • Sony Vegus Studio
  • Cinelerra : for Linux Based

এছাড়া আরো অনেক সফটওয়্যার রয়েছে।

এডিটিং ও ভিডিও ক্যাপচার কার্ড এর প্রয়োজনীয়তা :

Video Data  সমূহকে Digital থেকে Analog এবং Analog থেকে  Digital এ রুপান্তর করা। Digital Video Data  কে Hard Disk Drive  থেকে Tape এ অথবা Tape থেকে

Hard Disk Drive  এ স্থানান্তর করার জন্য Video Capture Card  প্রয়োজন।

ভিডিও রের্কডিং মাধ্যম :

  • 1.     U- Matic
  • 2.    VHS,S-VHS, D-VHS
  • 3.    Hi-8, D-8 (Digital-8), D-9 (Digital 9)
  • 5.    Betacam, Betacam-SP, Betacam-SX, Digi-Beta
  • 6.    DV, MiniDV, DVCAM, DVCPRO,DVCPRO- HD,HDV
  • 8     DVD,Blu-Ray,HD-DV,HD-VMD,CH-DVD
  • 8.    HDTV 1080i,1080p
  • 9.    P2 Card(Panasonic), SxS(Sony)

(উল্লেখিত ডিভাইস গুলোর ছবি পর্ব ১ দিয়া আছে)

ভিডিও এডিটিং এ ব্যবহৃত কিছু শব্দের অর্থ

FRAME RATE:

Television Broadcast  এর জন্য Standard Frame Rate 25 to 30 Frames per Second, 24 Frame for Film.

Video Input  এবং Output :

Video Input  এবং Output  সাধারণত পাঁচ ধরনের হয়ে থাকে।

  • 1. Composite
  • 2. Component
  • 3. S Video
  • 4. Fireware or IEEE 1394 and
  • 5. SDI

PATCHING:

Video Editing Hardware  বা Video Capture Card  এর Junction Box  খেকে VTR এর Input ,Output , Monitor  গুলোর সংযোগ স্থাপন করাকে চিত্র সম্পাদনার ভাষায় Patching বলা হয়.

COLOUR SYSTEM :

এটি হচ্ছে ব্রডকাষ্ট লেভেলে এর কালার সিস্টেম

PAL- Phase Alternating Line.
Frame Rate- 25 Frames per second ,625-line.
Frame Size- 720X576

NTSC- National Television Systems Committee
Frame Rate- 30 Frames per second.
Frame Size- 720X480 or 720X486

SECAM- Sequential Colour with Memory
Frame Rate- 25Frames per second.
Frame Size- 720X576

PIXEL ASPECT RATIOixel :

Television এর ছবির দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাতকে Pixel Aspect Ratio বলা হয়।Standard Definition Television এর Pixel Aspect Ratio 4:3. অর্থ্যাৎ SDTV এর পর্দাকে আড়াআড়িভাবে ৪ ভাগে এবং লম্বালম্বিভাবে ৩ ভাগে ভাগ করা হয়।

High Definition Television HDTV  এর Pixel Aspect Ratio 16:9.  অর্থ্যাৎ HDTV এর পর্দাকে আড়াআড়িভাবে ১৬ ভাগে এবং লম্বালম্বিভাবে ৯ ভাগে ভাগ করা হয়।

FRAME:

আমরা টেলিভিশনে যে ছবি দেখে থাকি PAL Video  এর ক্ষেত্রে  তার প্রতি ১ সেকেন্ডের ২৫ ভাগের ১ ভাগ কে ১ ফ্রেম বলা হয় NTSC Video  এর ক্ষেত্রে ৩০ ভাগের ১ ভাগ হয়ে থাকে। ১টি Frame কে আবার

দুটি অংশে ভাগ করা হয় যাদেরকে Field বলা হয়। এদের একটিকে বলা হয় Odd Field (Upper)  অন্যটিকে Even Field(Lower) বলা হয়

FOOTAGE:

Computer এর Hard disk Audio/Video Data  যেগুলো Digitize/Capture/Injest  করা হয়েছে কিন্তু Edit  করা হয়নি সেগুলোকেই Footage/RAS  বলা হয়।

CODEC:

Codec হচ্ছে একটি মাধ্যম। Audio এবং Video Compressor বা De-compressor  কে Codec বলে। এটি Hardware ভিত্তিক এবং Software ভিত্তিক হতে পারে। Video tape  থেকে Hard drive  এ

অথবা Hard drive  থেকে Video tape  এ Video এবং Audio  transfer করার ক্ষেত্রে Codec একিট মাধ্যম হিসাবে  কাজ করে এছাড়া যখন কোন ভিডিও ফাইল প্লে করা সেটাও কোডেক সার্পোট নিয়ে প্লে হয়।

CGI :

অনুষ্ঠানের শুরুতে মাঝে ও শেষে এনিমেশন করা বিভিন্ন ছবি লেখা দিয়ে অনুষ্ঠানে নাম দেখানো হয় তাকে CGI(Computer Generated Image বলা হয় এছাড়া CG, Computer Animation বা Graphics নামে পরিচিত ।

[চলবে]

Level 0

আমি abutaher_ripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a senior video editor...i like the dreams of the future, better than the history of the past........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ধন্যবাদ বড় ভাই

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

আপনি চালিয়ে যান আমরা আছি আপনার সাথে। আমি ও ভিডিও ভাড়া দিই এবং এডিটিং করি। আপনি কি আমাকে একটা সফওয়ার দিতে পারবেন যা দ্বারা .tdk ফাইল এডিট করা যাবে?

রিপন ভাই অনেক অনেক শুভেচ্ছা টিটি আপনার টিউনটিকে চেইন টিউনের মর্যাদা দিয়েছে। আমারও রয়েছি সাথে। চমৎকার হয়েছে টিউনটি। ছবি যুক্ত করায় সহজে বোধগম্য হয়েছে।

3D টেক্সট বানানোর ভাল সফটওয়্যার সম্পর্কে কিছু যদি জানাতেন, ভাল হত।

রিপন ভাই অনেক অনেক শুভেচ্ছা টিটি আপনার টিউনটিকে চেইন টিউনের মর্যাদা দিয়েছে। আমারও রয়েছি সাথে। চমৎকার হয়েছে টিউনটি। ছবি যুক্ত করায় সহজে বোধগম্য হয়েছে। ভাই একটা editing panel বানাতে কেমন খরচ হবে? আর কেমন দামে একটি ভিডিও কেমেরা কেনা জায়। যা দিয়ে আমি প্রফেশনাল কাজ করতে পারি? প্লিস জানালে উপকার হয়।

    @wantedvirus: ভাই আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।pannel pc+VTR 250000/=ক্যামেরা আপতত দরকার নাই কারন এটা আপনি ভাড়া নিয়ে কাজ করতে পারেন বেশ কম টাকায় ভাড়া পাওয়া যাই।আর জানতে মেইল করুন abutaher_ripon@yahoo

রিপন ভাই অনেক অনেক ধন্যবাদ……আপনাকে বস্‌ না বললেই নয়…..বস্
ভাই আমি আপনার বাসার আশে পাশে থাকলে বাংলা লেখায় আপনাকে অবশ্যই সাহায্য করতাম………
কিন্ত আমি তো অনকে দুরে আছি একে বারে বাংলাদেশের শুরুর প্রান্তে মানে লালমনিরহাট।

    @হাসান: ভাই ওসব বস টস না, অনেক ১৪ বছর কাজ করি ভাবলাম আমাদের অনেক ভাইয়ের শেখার আগ্রহ আছে সেজন্য লিখতে বসে গেলাম।

Level 0

খুউব ভালো, আমিও একজন প্রফেশনাল হতে চায়। আব্দুর রব ভাই আপনি EDIUS ব্যবহার করতে পারেন যা .mod,.tdk etc codec import kore.thanxxxxx

    @MIR: ভাই মীর অবশ্যই পারবেন,এডিটিং বিষয়ে পড়াশোনা +ভালভাবে শিখেন।

    @MIR: .mod, .tdk ইত্যাদি আমি বুঝি না কিন্তু আমার কাছে এটা আছে কিন্তু এটা এডিট করতে পারি না তাই আমাকে জানাবেন এটা কি করলে কি হবে?

      @আব্দুর রব: screenshot dite paren file er? ata mod na mov valo kore dekhen to…..tdk file ta koto mb? jodi choto hoy tahole title deko titler software die open hobe ata title korar jonno plugin

এক কথায় অসাধারণ হয়েছে রিপন ভাই, অনেক ধন্যবাদ। 😀

    @নিউ রফিক: ধন্যবাদ ভাই আপনাদের ভাল লাগলে বেশী বেশী কমেন্টস পেলে লেখাটা কষ্ট হলেও চালিয়ে যাব ইনশাল্লাহ…….

      @abutaher_ripon: ভাই আর কারো কমেন্ট পান আর না পান, আমি বেচেঁ থাকলে আমার কমেন্ট আপনি নিশ্চই পাবেন ভাই। চালিয়ে যান ভাই সাথেই আছি, আর ভাই আমি ইউলিড দিয়ে খুব ভালো করে ভিডিও এডিটিং করতে পারি। কিন্তু এটা প্রোফেশনাল না ভাই, আমি প্রোফেশনাল হতে চাই তাই আশা করি আপনি সাথে থাকলে অবশ্যই পারবো। ভাই আমার এডোবি আফটার ইফেক্ট সর্ম্পকেও কিছু কিছু ধারণা আছে ভাই। আপনি কি এডোবি আফটার ইফেক্ট এডিটিং শিখাবেন ভাই ?

        @নিউ রফিক: ধন্যবাদ সাখে খাকার জন্য।এডোবি আফটার ইফেক্ট মুলত এডিটিং না কম্পোজিশন সফট আপনি যদি ভাল ভিডিও এডিটর হতে চান তাহলে শুধু প্রিমিয়ার ,ইডিয়াস,এফ সি পি শিখলে আপনি হবেন অপারেটর সেজন্য সফট এর সাথে ভালো এডিটিং শিখতে হবে যাকে আমরা বলি এডিটিং সেন্স।
        আপনি এডোবি আফটার ইফেক্ট শিখতে চাইলে অবশ্যই শেখাবো । দরকার হইলে মেইল কইরেন ফোন নং দিয়ে দিব: abutaher_ripon@yahoo ধন্যবাদ।

রিপন ভাই, এক কথায় অসধারন পোস্ট করলেন। আচ্ছা ভাই, টিভি চ্যানেল এ VFX Designer দের চাহিদা কেমন? আর টিভি চ্যানেল এ VFX Designer রা কি ধরনের কাজ করে। এইটার ভবিষ্যৎ কি? Video Editor ও VFX Designer এর মধ্যে পার্থক্য কি? ভাই আমার প্রশ্ন সমূহের উত্তর দিলে খুশি হবো। আপনার উত্তরের আশায় রইলাম।

আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ, নতুন অনেক কিছু সিখলাম আপনার পোস্ট থেকে।

    @ডিজাইনিং দুনিয়া: অনেক চাহিদা vfx ডিজাইনারের । vfx হচেছ visula effect and gfx graphical effect মানে grapics. ২টা দুইরকম কাজ আর Video Editor এর কাজ হলো টিভিতে আমরা যা দেখি সেটা সুটিং করার সময় অনেক বড় খাকে সেটাকে কেটে ছেটে সাইজ করা দর্শকদের দেখার উপযোগি করে তোলা।

waiting…………………. 🙂

Level 0

ami study korce video editing ar baperay, cs3 neya misson cholcey..

Level 0

apner tother jonno dhonno bad..

Handcam ভিডিও কেমেরার কেসেট থেকে কম্পিউটারে কপি করতে কোন Hardware এর দরকার হয়…