একটু দেরী হয়ে গেল পোষ্ট দিতে পারলে আমকে একটু হেল্প করেন আমি ওর্য়াডে আগে লিখি তারপর টেকটিউনে পেষ্ট করতে চাই কিন্তু লেখা ইংরেজী হয়ে যাচ্ছে
কিছু কখা ইংরেজীতে লিখতে হয়েছে কারন এগুলো ইংরেজী তেই বোঝা সহজ
এগুলো হলো পেশাদারী কাজ করার জন্য আপনি মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে নিজের বাসায় কাজ করতে পারবেন।
এছাড়া আরো অনেক সফটওয়্যার রয়েছে।
Video Data সমূহকে Digital থেকে Analog এবং Analog থেকে Digital এ রুপান্তর করা। Digital Video Data কে Hard Disk Drive থেকে Tape এ অথবা Tape থেকে
Hard Disk Drive এ স্থানান্তর করার জন্য Video Capture Card প্রয়োজন।
(উল্লেখিত ডিভাইস গুলোর ছবি পর্ব ১ দিয়া আছে)
Television Broadcast এর জন্য Standard Frame Rate 25 to 30 Frames per Second, 24 Frame for Film.
Video Input এবং Output সাধারণত পাঁচ ধরনের হয়ে থাকে।
Video Editing Hardware বা Video Capture Card এর Junction Box খেকে VTR এর Input ,Output , Monitor গুলোর সংযোগ স্থাপন করাকে চিত্র সম্পাদনার ভাষায় Patching বলা হয়.
এটি হচ্ছে ব্রডকাষ্ট লেভেলে এর কালার সিস্টেম
PAL- Phase Alternating Line.
Frame Rate- 25 Frames per second ,625-line.
Frame Size- 720X576
NTSC- National Television Systems Committee
Frame Rate- 30 Frames per second.
Frame Size- 720X480 or 720X486
SECAM- Sequential Colour with Memory
Frame Rate- 25Frames per second.
Frame Size- 720X576
Television এর ছবির দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাতকে Pixel Aspect Ratio বলা হয়।Standard Definition Television এর Pixel Aspect Ratio 4:3. অর্থ্যাৎ SDTV এর পর্দাকে আড়াআড়িভাবে ৪ ভাগে এবং লম্বালম্বিভাবে ৩ ভাগে ভাগ করা হয়।
High Definition Television HDTV এর Pixel Aspect Ratio 16:9. অর্থ্যাৎ HDTV এর পর্দাকে আড়াআড়িভাবে ১৬ ভাগে এবং লম্বালম্বিভাবে ৯ ভাগে ভাগ করা হয়।
আমরা টেলিভিশনে যে ছবি দেখে থাকি PAL Video এর ক্ষেত্রে তার প্রতি ১ সেকেন্ডের ২৫ ভাগের ১ ভাগ কে ১ ফ্রেম বলা হয় NTSC Video এর ক্ষেত্রে ৩০ ভাগের ১ ভাগ হয়ে থাকে। ১টি Frame কে আবার
দুটি অংশে ভাগ করা হয় যাদেরকে Field বলা হয়। এদের একটিকে বলা হয় Odd Field (Upper) অন্যটিকে Even Field(Lower) বলা হয়
Computer এর Hard disk Audio/Video Data যেগুলো Digitize/Capture/Injest করা হয়েছে কিন্তু Edit করা হয়নি সেগুলোকেই Footage/RAS বলা হয়।
Codec হচ্ছে একটি মাধ্যম। Audio এবং Video Compressor বা De-compressor কে Codec বলে। এটি Hardware ভিত্তিক এবং Software ভিত্তিক হতে পারে। Video tape থেকে Hard drive এ
অথবা Hard drive থেকে Video tape এ Video এবং Audio transfer করার ক্ষেত্রে Codec একিট মাধ্যম হিসাবে কাজ করে এছাড়া যখন কোন ভিডিও ফাইল প্লে করা সেটাও কোডেক সার্পোট নিয়ে প্লে হয়।
অনুষ্ঠানের শুরুতে মাঝে ও শেষে এনিমেশন করা বিভিন্ন ছবি লেখা দিয়ে অনুষ্ঠানে নাম দেখানো হয় তাকে CGI(Computer Generated Image বলা হয় এছাড়া CG, Computer Animation বা Graphics নামে পরিচিত ।
[চলবে]
আমি abutaher_ripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a senior video editor...i like the dreams of the future, better than the history of the past........
অনেক ধন্যবাদ বড় ভাই