এডিটিং এর বাংলা অর্থ সম্পাদনা। কোন কিছুকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করাই এডিটিং। এডিটিং সফটওয়্যারের এর মাধ্যমে পান্ডুলিপি অনুসারে ক্যাপচার বা ডিজিটাইজকৃত ভিডিও ফুটেজ এবং অডিও ডাটাকে সাজিয়ে কোন অর্থবোধক ক্লিপ তৈরী করার প্রক্রিয়াকে ভিডিও এডিটিং বলা হয়।
লিনিয়ার ভিডিও এডিটিং হলো লাইনভিত্তিক ভিডিও এডিটিং যে পদ্ধতিতে লাইন টু লাইন এর মাধ্যমে চিত্র সম্পাদনা করা হয় ।এটি চিত্র সম্পাদনার প্রাচীনতম পদ্ধতি। এপদ্ধতিতে এক ভিটিআর থেকে আরেক ভিটিআর এ রের্কডিং এর মাধ্যমে চিত্র সম্পাদনা করা হয়।
যে পদ্ধতিতে ক্যামেরায় ধারনকৃত ভিডিও সমূহ কম্পিউটার এ সফটওয়্যার এর মাধ্যমে হার্ডড্রাইভে এ ক্যাপচার/ডিজিটাইজ করে সম্পাদনা করা হয়। এটি ভিডিও এডিটিং এর আধুনিকতম পদ্ধতি।
একই সময়ে অনেকগুলো ক্যামেরায় ধারনকৃত চিত্র এবং চিত্রের সাথে সম্পর্কিত শব্দ একটি Online Switching এর মাধ্যমে একটি
VTR
এ Recording করার প্রক্রিয়াকেই Online Editing বলে।
এক্ষেত্রে Online Editor এবং Director কে একই সময়ে প্রতিটি ক্যামেরায় ধারনকৃত ছবি পৃথক পৃথক Video Monitor এ দেখে Switching এর সিদ্ধান্ত নিতে হয়।
একই সময়ে অনেকগুলো ক্যামেরায় ধারনকৃত চিত্র কিংবা একটি ক্যামেরায় ধারনকৃত চিত্র এবং চিত্রের সাথে সম্পর্কিত শব্দ
Video Tape /P2 Card
এ ধারণ করা হয়। পরবতীতে Editing Panel এ এনে সেগুলো Digitize করে স্ক্রিপ্ট অনুযায়ী সম্পাদনা করা হয়।
[চলবে]
আমি abutaher_ripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a senior video editor...i like the dreams of the future, better than the history of the past........
অনেক ধন্যবাদ রিপন ভাই আপনার এমন একটি ভালো উদ্যোগের জন্য, আপনার পাশেই আছি চালিয়ে যান।