ভিডিও এডিটিং এ আপনার ক্যারিয়ার গড়ুন [২য়-পর্ব] :: প্রয়োজনীয়তা ও বিভিন্ন প্রকারভেদ

এডিটিং এর বাংলা অর্থ সম্পাদনা। কোন কিছুকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করাই এডিটিং। এডিটিং সফটওয়্যারের এর মাধ্যমে পান্ডুলিপি অনুসারে ক্যাপচার বা ডিজিটাইজকৃত ভিডিও ফুটেজ এবং অডিও ডাটাকে সাজিয়ে কোন অর্থবোধক ক্লিপ তৈরী করার প্রক্রিয়াকে ভিডিও এডিটিং বলা হয়।

এডিটিং এর প্রয়োজনীয়তা

  • ক. অসুন্দরকে বাদ দেয়া বা আড়াল করা।
  • খ. বিষয়বস্তুকে শিল্পগুণসম্পন্ন করে উপস্থাপন করা।
  • গ. দর্শকদের বিরক্তির হাত থেকে বাঁচানো।
  • ঘ. বক্তব্য বা মতামতকে সূচারু ও নান্দনিক উপস্থাপন করা।

প্রযুক্তিগতভাবে ভিডিও এডিটিং দু’প্রকার

  • ক. লিনিয়ার ভিডিও এডিটিং
  • খ. ননলিনিয়ার ভিডিও এডিটিং

লিনিয়ার ভিডিও এডিটিং

লিনিয়ার ভিডিও এডিটিং হলো লাইনভিত্তিক ভিডিও এডিটিং যে পদ্ধতিতে লাইন টু লাইন এর মাধ্যমে চিত্র সম্পাদনা করা হয় ।এটি চিত্র সম্পাদনার প্রাচীনতম পদ্ধতি। এপদ্ধতিতে এক ভিটিআর থেকে আরেক ভিটিআর এ রের্কডিং এর মাধ্যমে চিত্র সম্পাদনা করা হয়।

ননলিনিয়ার ভিডিও এডিটিং :

যে পদ্ধতিতে ক্যামেরায় ধারনকৃত ভিডিও সমূহ কম্পিউটার এ সফটওয়্যার এর মাধ্যমে হার্ডড্রাইভে এ ক্যাপচার/ডিজিটাইজ করে সম্পাদনা করা হয়। এটি ভিডিও এডিটিং এর আধুনিকতম পদ্ধতি।

ননলিনিয়ার এ ভিডিও এডিটিং ও এডিটর দুই রকমের হয়ে থাকে:

অনলাইন ভিডিও এডিটিং (অনলাইন এডিটর)

একই সময়ে অনেকগুলো ক্যামেরায় ধারনকৃত চিত্র এবং চিত্রের সাথে সম্পর্কিত শব্দ একটি Online Switching এর মাধ্যমে একটি

VTR

এ Recording করার প্রক্রিয়াকেই Online Editing বলে।

এক্ষেত্রে Online Editor এবং Director কে একই সময়ে প্রতিটি ক্যামেরায় ধারনকৃত ছবি পৃথক পৃথক Video Monitor এ দেখে Switching এর সিদ্ধান্ত নিতে হয়।

অফলাইন ভিডিও এডিটিং (অফলাইন এডিটর)

একই সময়ে অনেকগুলো ক্যামেরায় ধারনকৃত চিত্র কিংবা একটি ক্যামেরায় ধারনকৃত চিত্র এবং চিত্রের সাথে সম্পর্কিত শব্দ

Video Tape /P2 Card

এ ধারণ করা হয়। পরবতীতে Editing Panel এ এনে সেগুলো Digitize করে স্ক্রিপ্ট অনুযায়ী সম্পাদনা করা হয়।

[চলবে]

Level 0

আমি abutaher_ripon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a senior video editor...i like the dreams of the future, better than the history of the past........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ রিপন ভাই আপনার এমন একটি ভালো উদ্যোগের জন্য, আপনার পাশেই আছি চালিয়ে যান।

যাক রিপন ভাই অবশেষে তাহলে শরু হলো আমাদের প্রথম ক্লাস। খুব শীঘ্রই পরবর্তী ক্লাসের অপেক্ষায়……

শুরু করলাম। আপনার সাথেই আছি। চালায়ে যান।

    @স্বপন: ধন্যবাদ সাখে না থাকলেতো আমি লেখা ভুলে যাব….

Level 0

রিপন ভাই ভালো উদ্যোগের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাই আমার একটা Canon XF105 HD Professional Camcorder ভিডিও ক্যামেরা বিক্রি করার দরকার ছিলো।যদি কারো দরকার থাকে আমাকে মেইল করবেন plz। [email protected].রিপন ভাই যদি মেইল করে আমাকে আপনার নাম্বারটা দিতেন আমি এব্যাপারে ৫মিনিট কথা বলতাম।যদি আপনার সময়?

আপনার কাছে ভাল একটি জিনিস শিখতে পারব এবং শেষ পর্যন্ত চালিয়ে যাবেন । একটা জিনিস শেখার ইচ্ছা আছে বিয়ের ভিডিও গুলো কি সফটওয়্যার দিয়ে এডিটিং করে ??? আপনি যদি জানেন একটু বলেন

    @অর্জন: আমি যতদুর জানি ইউলিড ভিডিও স্টুডিও,প্রিমিয়ার এ পারবেন

বিশাল উদ্যোগ. ধন্যবাদ

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভিডিও এডিটিং নিয়ে টিউনস করা জন্য তার ধারাবাহিক ভাবে..
আশা করি প্রতিদিন একটি করে টিউনস পাব ।

    @হাসান: ধন্যবাদ আপনাকে কিন্তু ভাইজান প্রতিদিন একটা করে টিউনস পেতে হলে আপনাকে আমার বাসায় এসে বাংলা লিখে দিতে হবে,কারন আমি এমনিতে অনেক ব্যাস্ত + চাকুরি রাতে লিখতে বসি আবার বাংলায় স্পিড আমার ঘন্টায় ১৮০ কি:মি: একটু দেরী হবে ২/৩ দিন পর পাবেন…..

Level 0

ভাই ভিডিও এডিট করার করার কয়েকটা ভাল সফটওয়্যারের নাম জানালে উপকৃত হতাম ।

    @jabedbd: এফ সি পি, ইডিয়াস, প্রিমিয়ার,এভিড

Level New

🙂

Level 0

আশা করছি আপনার চেইন টিউন থেকে এডিটিং কিছুটা হলেও শিখতে পারবো। টিউন গুলো যদি পি.ডি.এফ ফাইলে আপলোড করে দেন তা হলে সংরক্ষণ করতে সুবিধা হবে। ধন্যবাদ আপনার এ মহৎ উদ্যোগের জন্য।

Level 0

গুরুত্ব পুর্ন্য টিউন।
সাথে আছি চালিয়ে যান।

Level 0

ভিডিও এডিটিং এর সফটওয়্যার নিয়ে আমার এই লিখাটা দেখেন। http://www.somewhereinblog.net/blog/Gunagar/29688904

    @masum: লিখাটা দেখলাম কিন্তু পিনাকল এর সফট দিয়ে আপনি প্রফেশনাল কাজ করতে পারবেন না।এইটা দিয়ে বিয়ে জন্মদিন এডিট করা যাইতে পারে।

Level 0

ভাই খুব আগ্রহ নিয়ে অপেক্ষায় পরবর্তী পস্ট গুলর জন্য আশাকরি ফিনিশ করতে পারব ইশা আল্লাহ