কেমন আছেন সবাই? ভাল না থাকার ত কোন কারণ দেখছি না ।। তাতে আবার নেট স্পীড ও কিছুটা বারছে বলে মনে হচ্ছে তাই ত সবার ভালই থাকার কথা।। আমি ভাই বরাবরের মত সব সময়ই ভাল থাকি।। নেট থেকে ক দিন আগে কিছু হাই রেজুলেসনের ভিডিও ডাউনলোড করেছিলাম কিন্তু সাইজ বেশি হয়াতে তা চলাতে গিয়ে সমস্যায় পড়ছিলাম ।। সেজন্য ভাল কনভার্ট করার সফট খুজলাম ।। কিছু পেলাম ও ।। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ।।
আর কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি কি বলেন >>
সব দিক থেকেই সেরা বলা যায়।। নাম যখন ভাল কাজ ও ভাল ।। ভাল কয়ালিটির ভিডিও কনভার্ট এর প্রয়োজন হলে ব্যাবহার করতে পারেন ।। আশা করছি অপসন্দ হবে না ।। আমার ভালই লেগেছে আর কি।।
সাথে সাথে ভিডিও এডিট ও করা যাবে এবং ভিডিওর কোন অংশ কেটে ফেলা, জোড়া দেয়া ইত্যাদি কাজ করা যাবে ।।
চলুন এক নজরে দেখে নি কোন কোন ফরমেট এর ভিডিওর উপর এর কর্তিত আছে , মানে সাপোর্ট করতে পারবে ।।
You tube (*.flv, *.f4v),
HD Video (*.tod, *.mod, *.m2t, *.m2ts, *.ts, *.tp, *.evo, *.mkv, *.dv),
Mobile Video (*.3gp, *.3g2, *.3gpp), Windows Media Video (*.wmv, *.asf),
QuickTime (*.mov, *.qt),
General Video and Audio (*.avi, *.mpg, *.wmv, *.mp4, *.vob, *.mov, *.mpeg, *.mp3, *.wav, *.wma, *.ogg, etc).
Image ( *.jpg, *.ico, *.bmp, *.png, *.gif, *.tiff.)
আমার মনে হয় এগুলায় বাইরে সাধারানত কারো প্রয়োজন পড়ে না ।।
কিছু ছবি ও দেখে নেয়া যাক ,
এবার ডাউনলোড করার পালা।। সাইজ বেশি না ভয় পাওয়ার কিছু নেই।। মাত্র ৩৬ মেগাবাইট।।
নাম দেখই হইত বুঝতে পারছেন যে ভাল কুয়ালিটির ভিডিও কনভার্ট করাই এর কাজ ।। হ্যাঁ তাই ই ।। এত কিছু না ভেবে মাত্র ২১ মেগাবাইটের সফটওয়্যার টি ডাউনলোড করে ফেলেন এক্ষণই।। এক দিন কাজে লাগবে ঠিকই।।
এক নজর দেখে আসি তাহলে কি কি ফরমেট সাপোর্ট করতে পারবে এই বেটা>
WMV,ASF, MKV, AVI, 3GP, 3G2, FLV, MPV,VOB,
AAC, AC3, AIFF, AMR, AU, FLAC, MP3, M4A, MP2
HD TS, HD MTS, HD M2TS, HD MPG, HD MPEG, HD MP4, HD WMV, QuickTime HD MOV, HD H.264, HD RM,
like RM, RMVB, WMV, ASF, MKV, AVI, 3GP, 3G2, FLV,MOV, MPV, VOB and so on. 4. Get music from SD videos and HD videos,
music as AAC, AC3, AIFF, AMR, AU, FLAC, MP3, M4A, MP2, OGG, WAV, WMA audio formats
বিস্তারিত আর কি বলব ? কিছু ছবি দিলাম দেখুন ত মাথায় কাজ করে কি না ।। ডাউনলোড করে ঝটপট ব্যাবহার করা সুরু করে দিন তারপর নিজেই সব বুঝতে পারবেন ।।
< < iMovie Total Video Converter Pro
Screenshot 1 |
Screenshot 2 |
Screenshot 3 |
Screenshot 4 |
সরাসরি চলে যাচ্ছি সাপোর্ট দেখার জন্য।। বক বক করে লাভ নেই যদি পচ্ছন্দের ফরমেট সাপোর্ট না করে, তাই ফরমেট গুল দেখে আসি আগে ,
video(AMV, ASF, XviD, DivX, Flash H264, FLV, SWF, H.264 AVI, MKV, H.264/MPEG-4 AVC, M4V MPEG-4, MOV, MPEG-1, MPEG-2, MPEG-4, MTV, VOB, WMV, AVI, DV, DVD, VCD, WebM, HD video)
audio(AAC, AC3, AIFF, AMR, MP3, MP2, M4V, FLAC, OGG, AU, WAV, WMA)
MPEG2 HD Files (*.mpg;*.mpeg), MPEG4 HD Files (*.mp4), QuickTime HD Files (*.mov), WMV HD Video Files (*.wmv), HD TS, HD MTS, HD M2TS, HD TRP, HD TP
highly compatible with iPod, iPhone(iPhone 4S), iPad(The New iPad), Apple TV, Archos, Creative ZEN, iRiver, Sansa, Sony Walkman, ZEN Player, Zune, Dell Player, General Pocket PC, HP iPAQ, NDS, PS3, PSP, Wii, Xbox360, BlackBerry, Mobile Phone (LG, Motorola, Nokia, Palm Pre, Samsung, Sony Ericsson, Sony XPERIA, HTC, etc.)
এই বাইরে ও অনেক ফরমেট সাপোর্ট করবে মনে হয় কিন্তু সেগুলর নাম ও কোন দিন সুনি নি মনে হয়।। তাই আর বেশি মাথা ঘামালাম না ।। ভাল লাগলে ডাউনলোড সুরু করে দেন না কি?
তাঁর আগে কিছু ছবি দেখে আসা যাক।।
ভাই, আজকের মত এইগুলাই থাক।। আমার কাছে আরও কিছু কনভার্ট সফট আছে , এই গুলাতেও যদি কাজ না আমাকে বলবেন বাঁকি গুলো দিয়ে দিবো।। ভাল থাকেন সবাই।। আল্লাহ্ হাফেজ।।
আমি kazi Kowshik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 281 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
are this soft full version.where is serial key