আপনারা নিশ্চয় অনেকেই এতোদিনে শিরিনের 'মতওয়ালী' গানটি শুনেছেন এবং ইউটিউবে ভিডিও দেখেছেন? সেইসাথে এও নিশ্চয় লক্ষ্য করেছেন যে সম্পুর্ণ ভিডিওতে কেবলমাত্র লাল রঙ আছে, বাকিটা সাদা কালোতে। কখনোও কি এমন ভিডিও বানানোর শখ জাগেনি মনে? ফটোশপ দিয়ে অনেকেই একটি রঙ রেখে বাকি ছবি সাদা কালো করেছেন, ভিডিওতে চেষ্টা করে দেখেছেন কি?
খুব সহজেই এটা করা যায়। দুটি সফটওয়্যার আছে যা দিয়ে অনায়াসে করা যাবে, তার মধ্যে একটি হচ্ছে Sony Vegas (Pro কিম্বা Platinum edition নয়, সাদামাটা Sony Vegas চাই এর জন্য), নয়তো Pinnacle Studio 10 অথবা Studio 12 দিয়ে সবচেয়ে সহজে হয়ে যাবে। হাতের কাছে আপাতত যে ভিডিও আছে তাই দিয়েই পরীক্ষা চালাতে পারেন, তবে তাতে আশানুরূপ ফল নাও পেতে পারেন। ধরুন ওই ভিডিওতে লাল রঙ রেখেছে, এই ধরনের ভিডিও করার মূল ট্রিক হচ্ছে ভিডিও চিত্র তোলার সময়ে এমন ভাবে বিষয়বস্তুর রঙ বেছে নিতে হবে যাতে মূল সাবজেক্ট ছাড়া অন্য কোনো বস্তু কিম্বা মানুষের সেই রঙের পোশাক না থাকে। এতে সুবিধা এটাই যে ভিডিওটি খুব সুন্দর দেখাবে এবং অন্য কোথাও সেই রঙ আসবেনা শুধুই সাবজেক্টের উপরেই তা থাকবে। শিরিনের ভিডিওতে মাঝে মাঝে অন্য বস্তুতে আর অন্য মানুষের লাল রঙের পোশাক দেখা গেছে, বেশ কয়েকটি দৃশ্যে দেওয়ালের রঙ লাল ছিল বলে সেখানেও লাল রঙ এসে গেছে। লাল রঙ রাখতে চাইলে যেন অন্য কিছুতে লালের কোনো শেড না থাকে যেমন গোলাপি কিম্বা মেরুন রঙ থাকলেও ভিডিও সুন্দর আসবেনা।
টেলিভিশন বিজ্ঞাপনে এই এক রঙের ভিডিও প্রথমে এনেছিল Nescafe, তাদের লাল রঙের কাপ দেখিয়েছিল এবং বাকি ভিডিও সাদা কালোতে। তারা স্টুডিওতে এমন ভাবেই সব রঙ বেছে নিয়েছিল যাতে শুধুই কাপের রঙ লাল থাকে, বাকি মডেলদের পোশাক সাদা রাখা হয়েছিল, ঘরের অন্যান্য অংশ ও দেওয়ালের রঙও সাদাই আলাদা ছিল। ফলে তাদের ভিডিওটি একেবারেই পারফেক্ট হয়েছিল বলা যেতে পারে।
সহজ পদ্ধতিটাই বলি, কম্প্যুটারে Pinnacle Studio 12 থাকতে হবে, সঙ্গে প্রয়োজনীয় প্লাগিন যার নাম 'One Color', এটা দিয়েই আসল কাজটি করা হয়। স্টোরিবোর্ডে ভিডিও ক্লিপ টেনে এনে ওই প্লাগিন সেটিংসে যাবেন, সেখানে প্রথমেই স্যাচুরেশান স্লাইডবার টেনে একেবারে জিরো করে দেবেন। এতে সব রঙ চলে যাবে। এর পরে নিজের পছন্দের রঙ (লাল/নীল/সবুজ কালার বার আছে) স্লাইডার টেনে স্যাচুরেশান সেট করে নেবেন। প্রিভিউ দেখতে পারবেন, সেইমতো রঙ বাড়াতে/কমাতে পারবেন। লাল/নীল/সবুজ ছাড়া অন্য রঙ রাখতে হলে এই তিনটি রঙের কম্বিনেশান দিয়েই করে নিতে হবে।
*** One Color প্লাগিন সাধারনত পাবেন সফটওয়্যারের সাথে পাওয়া Content DVD'তে। যদি অরিজিনাল সফটওয়্যার নাহয় তাহলে এই DVD আলাদা কিনতে হবে, স্টুডিও ১২ সফটওয়্যার কেনার সময়েই এটাও নিয়ে নেবেন। এই DVD'তে আছে প্রচুর হলিউড এফেক্টস যা দিয়ে ভিডিও ট্র্যানসিশান এবং অন্যান্য স্পেশাল এফেক্টগুলি দেওয়া হয়, টাইটেলিং করা হয়। স্টুডিও ১২ সফটওয়্যারের কথাই এখানে বললাম কারন এতে বাংলাতেও টাইটেলিং করতে পারবেন, SolaimanLipi font সাপোর্ট করে এতে। যারা হাই ডেফিনিশান ভিডিওতে কাজ করবেন, তারা Studio HD নেবেন।
সব মনের মতো হয়ে গেলে প্রথমেই Mpeg2 ফরম্যাটে রেন্ডার করবেন। যারা HD video করতে চান তারাও আগে এটাই করবেন, কারন HD রেন্ডার হতে সময় নেয় অনেক, পরে আশানুরূপ ফল না পেলে আবার করতে হবে তখন বিরক্ত লাগতে পারে। Mpeg ফরম্যাটে মনের মতো ফলাফলে পেয়ে গেলে তারপরে HD'তে রেন্ডার করে নেবেন। (যার কম্প্যুটারের প্রসেসর স্পিড যতোই হোক, RAM যতোই হোক, HD Video রেন্ডারের সময়ে অন্য কোন কাজই করবেন না কম্প্যুটারে)
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
আপনি খুব দক্ষতার সাথে লেখেন