আগের দুইটি টিউনে আমি আপনাদের জানিয়ে ছিলাম উইন্ডোজ ও লিনাক্স এ ভিডিও সম্পাদনার কাজে ব্যবহার করা হয় এমন সব মুক্ত সফটওয়্যারের সর্ম্পকে।আজ জানাবো ম্যাক এ ব্যবহার করা যায় এমন সব মুক্ত সফটওয়্যারের সর্ম্পকে।
আইমুভি নামের এই ভিডিও এডিটিং সফ্টটি নতুন সব ম্যাক অপারেটিং সিষ্টেম এ দেওয়া থাকে।বর্তমানে এটার নাম আইমুভি এইচ ডি এটাকে আপনি iLife প্যাকেজেও পাবেন।অ্যাপেল আইমুভি'০৫ একটি সর্বোৎকৃষ্ট (এবং মুক্ত)ভিডিও এডিটিং সফটওয়্যার ম্যাক প্ল্যাটফর্ম এর জন্য।এটা একটি উন্নত ভিডিও সম্পাদনাকারী মুক্ত সফটওয়্যার,সব সময় পাবেন এর নতুন অ্যাডঅন,প্লাগইন,ইত্যাদি।
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://www.apple.com/ilife/imovie/
এটা একটি মাল্টিমিডিয়া authoring সফটওয়্যার যা আপনাকে দেবে -
উন্নত মানের সম্পাদনা,capturing,organizing,প্রসেসিং,exporting ভিডিও, অডিও,ডিভিডি তে লেখা যোগ করা, স্লাইড সো ইত্যাদি।
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://sourceforge.net/project/showfiles.php?group_id=131273
এটি একটি ভাল মানের মুক্ত সফটওয়্যার যেটা আপনি সব অপারেটিং সিস্টেমেই ব্যবহার করতে পারবেন।এটার যে বৈশিষ্ট্য আছে তা হলো -
• model
• shade
• animate
• render
• composite
• interactive 3d
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://www.blender.org/
এটি একটি সহজ ফ্রি ভিডিও এডিটর যা ভিডিও কাটিং এর জন্য তৈরি। এর বৈশিষ্ট্য গুলা -
simple cutting,
filtering and encoding tasks.
এটিতে অনেক রকমের ফাইলে কাজ করা যায় – AVI, DVD compatible MPEG files, MP4 and ASF,ইত্যাদি।
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://fixounet.free.fr/avidemux/
এটি পৃথিবীর প্রথম ভিডিও Effects সম্পাদনা করার মুক্ত সফটওয়্যার এবং এটি কি কাজের একটা জিনিস না ব্যবহার করলে বুঝতে পারবেন না।
আরো জানতে এবং ডাউনলোড করতে –
http://www.jahshaka.org/
যারা এই ভিডিও এডিটিং লাইনে নতুন এটি তাদের জন্য।
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://movies.atomiclearning.com/k12/storyboardpro
এটার যে বৈশিষ্ট্য তা হলো এটা আপনাকে একজন ভিডিও এডিটিং বিশেষজ্ঞ করে তুলবে তার মানে বুঝতেই পারছেন এর কত গুন।
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://www.zs4.net/free-software-downloads
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
আমার মনে হয় বাংলাদেশে একজনও ম্যাক অপারেটিং সিষ্টেম ব্যবহারকারী নাই !!!