ভিডিও এডিটিং এর ফ্রি সফটওয়্যারের তালিকা(লিনাক্স এর জন্য )

আগের টিউনে আমি আপনাদের জানিয়ে ছিলাম উইন্ডোজে ভিডিও সম্পাদনার কাজে ব্যবহার করা যায় এমন সব মুক্ত সফটওয়্যারের সর্ম্পকে।আজ জানাবো লিনাক্স এ ব্যবহার করা যায় এমন সব মুক্ত সফটওয়্যারের সর্ম্পকে।

Cinelerra

pic

 

এটি প্রথম লিনাক্স ভিত্তিক real-time ভিডিও এডিটিং ও effects সম্পাদনাকারী মুক্ত সফটওয়্যার।ভিডিও এবং চলচ্চিত্র এডিটিং এর জন্য এটা খুবই উচ্চমানের এবং ক্ষমতাশালী ,কার্যকরী একটি সফটওয়্যার।এটি প্রথম মিডিয়া সম্পাদনাকারী সফটওয়্যার যেখানে AMD OPTERON ৬৪ বিট প্রযুক্তি সমর্থন করে।এটা IBM এর প্রথম ৬৪ বিট Instillation মুক্ত সফটওয়্যার,এটাকে যদি আপনি ভাল ভাবে ব্যবহার করতে পারেন তবে আপনি নিযেই একটা ছোট খাটো ভিডিও এবং চলচ্চিত্র এডিটিং studio খুলে বসতে পারেন।এটা আপনাকে আরো যা দেবে -

* real-time 1080p editing,
* powerful and highly productive workstation,
* adding cost effective hardware,
*system will support SMPTE-292 and SMPTE-259 native 10-bit resolution,
* number of effects built into the system including numerous tele cine effects,
* video special effects including composting,
* complete audio effects system.
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://heroinewarrior.com/cinelerra.php3
বা
http://cvs.cinelerra.org/

Lives

লিনাক্স ভিডিও সম্পাদনার মুক্ত সফটওয়্যার হিসেবে ২০০২ তে যাত্রা শুরু করে।
এইটি ক্ষুদ্র,ব্যবহার করা সহজ এবং ক্ষমতাশালী একটি ভিডিও এডিটিং সফ্টওয়্যার যা এখনও বেশ জনপ্রিয়।
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://lives.sourceforge.net/

Blender

আগের টিউনেও এই সফ্টার কথা বলেছিলাম যে এটি একটি ভাল মানের মুক্ত সফটওয়্যার যেটা আপনি সব অপারেটিং সিস্টেমেই ব্যবহার করতে পারবেন।এটার যে বৈশিষ্ট্য আছে তা হলো -
• model
• shade
• animate
• render
• composite
• interactive 3d
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://www.blender.org/

Kino

এটি জিএনইউ/লিনাক্সের জন্য একটি নন - লাইনার ডিভি এডিটর (editor)।
বৈশিষ্ট্য গুলা -
* IEEE-1394 for capture,
* VTR control,
* recording back to the camera.
* It captures video to disk in Raw DV and AVI format,
* both type-1 DV and type-2 DV (separate audio stream) encodings.
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://www.kinodv.org/

Jashaka

এটি পৃথিবীর প্রথম ভিডিও Effects সম্পাদনা করার মুক্ত সফটওয়্যার এবং এটি কি কাজের একটা জিনিস না ব্যবহার করলে বুঝতে পারবেন না।
আরো জানতে এবং ডাউনলোড করতে –
http://www.jahshaka.org/

Avidemux

এটি একটি সহজ ফ্রি ভিডিও এডিটর যা ভিডিও কাটিং এর জন্য তৈরি। এর বৈশিষ্ট্য গুলা -
simple cutting,
filtering and encoding tasks.
এটিতে অনেক রকমের ফাইলে কাজ করা যায় – AVI, DVD compatible MPEG files, MP4 and ASF,ইত্যাদি।
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://fixounet.free.fr/avidemux/

Kdenlive

এটাও একটি নন - লাইনার এডিটর যা কেডিই environment দ্বারা লিনাক্সে চলে।আরো জানতে এবং ডাউনলোড করতে –
http://kdenlive.org/

ZS4 Video Editor

এটার যে বৈশিষ্ট্য তা হলো এটা আপনাকে একজন ভিডিও এডিটিং বিশেষজ্ঞ করে তুলবে তার মানে বুঝতেই পারছেন এর কত গুন।
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://www.zs4.net/free-software-downloads

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

টেকটিউনসে কি লিনাক্স ব্যবহারকারী নাই না কি ? এত কষ্ট করে একটা টিউন লিখলাম কোন মন্তব্য পেলাম না 🙁

    মঈন ভাই মন খারাপ কইরেন না , কারন সবাই শুধু সহজ অপারেটিং সিস্টেম চালাতে চায় । মানে এক্সপি, ভিসতা, উইন্ডোজ সেভেন এইরকম ।

খুব ভাল একটা টিউন হয়েছে । মঈন ভাই বাংলা text effects এর জন্য একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের দরকার যদি পারেন সিরিয়াল সহ একটা সফটওয়্যার লাগবে ।

ধন্যবাদ। ডাউনলোড করে দেখি আমার Red hat এ কেমন কাজ করে। আর পারলে Yum দিয়েই করে ফেলব।

Level 0

আমিও লিখেছিলাম এ নিয়ে একবার
https://www.techtunes.io/video-editing/tune-id/3160/
তবে আমারন এভিডামুক্স এবং কেডিইএনলাইভ ই বেশী ভালো লেগেছে

    Level New

    হুম্ দেখলাম জোস টিউন করে ছিলেন।আমি শুধু মুক্ত সফটওয়্যারের তালিকা দেওয়ার(আমার জানা মতে) চেষ্টা করেছি।

Level 0

সফ্টওয়ার গুলো খুব কজের ধন্যবাদ।

ভাই আমি অনেক দিন থেকে ভাবছি যে উবুন্টু ব্যবহার করব কিন্তু পারছিলাম না যে এখানে ভিডিও এডিটিং হতনা। এখন পারব আমি উবুন্টু ব্যবহার করব।

সবার ছবি বড় কিন্তু আমার টা কেন ছোট আমাকে বড় করা শিক্ষানত

    comment korar por prothombar chobir size choto dekhabe. Page reload dile thik hoye jabe.

ফিরোজ ভাই আপনাকে ধন্যবাদ। আমি এঠা তখনি বুঝতে পেরেছিলাম। কিন্তু আপনি এখানে বাংলায় লিখতেন।

আমি এখানে নতুন টেকটিউনস ব্যবহার কারী আমি আগে জানতাম না যে ফোরামের মাধ্যমে এত কিছু জানা যায়। তবে আমার সব চেয়ে উপকারী বন্ধু টেকটিউনস এর সকল ভাই ভাবীরা ও মামা মামানীরা।