আমরা সাধারনত যে মুভি গুলো দেখি তার সবই 2D মুভি। এখন থেকে আপনার পিসিতেই দেখতে পারবেন 3D মুভি সামান্য একটি সফটওয়্যার দিয়ে।
আপনার প্রয়োজন হবে:
1. HD or LED Screen
2. 2D Movie (which you want to watch as 3D)
3. Softwere (which you can download from this post)
4. 3D Sun glass
প্রথমে Software টি Download করে নিন।
যেভাবে দেখবেন ও বানাবেন 3D Movie:
1. Open the Software
2. From the list, Select "Anaglyph-Red/Cyan"
3. Click "Files" and open your desired 2D movie
3. Now play the movie and enjoy your 2D movie in to 3D movie with your 3D sun glass.
4. You can watch in full Screen by double clicking on the screen.
5. If you want to make or convert the movie in to 3D, Then only click on Convert and then Save your 3D movie.
6. After converting, you can easily play it with any player. For better result play the movie with "KMPlayer_EN_3.2.0.0" and click the "3D" button
যেভাবে বানাবেন 3D চশমা:
১. বিয়ের জিনিসপত্র বিক্রি করে এমন দোকান থেকে লাল ও নীল রং এর দুটি সেলোপিন পেপার কিনবেন।
২. এবার একটি চশমার ফ্রেমে (নিজের বানানো হলেও চলবে) বামে লাল ও ডানে নীল পেপার লাগিয়ে চশমা বানাতে পারেন।
৩. আপনার খরচ পরবে মাত্র ০৮ টাকা। (অরিজিনাল চশমা থেকে একটু আলাদা হবে)
স্ক্রীনশর্ট:
আমি নিজে বানিয়ে দেখেছি। তবে আসল 3D এর স্বাদ পাওয়া যায় না, দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি।
এ বিষয়ে আগে কোন পোষ্ট হয়েছে কি না আমি জানি না।
সমস্যা হলে জানাবেন। কোন ভুল হলে Please ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি Lickson Sinha। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আরে ভাই থ্রিডি কি এতই সোজা?এমন কইরা থ্রিডির ‘থ’ ও পাওয়া যায় না।থ্রিডি দেখার জন্য আপনার অনেক দামি মনিটর এবং দামি গ্রাফিক্স কার্ড লাগে। এইভাবে থ্রিডির স্বাদের ১০০ ভাগের এক ভাগ ও পাওয়া যায় না।উল্টা ছবিগুলো ঝাপ্সা আসে,কিছু বুঝাও যায় না। কমের মাঝে থ্রিডি উপভোগ করার জন্য সনির পিএস৩ থ্রিডি ডিসপ্লে বেস্ট