আমাদের অনেক সময় ভিডিও এডিটিং করতে হয় বা করতে ইচ্ছা করে।তো তখন আমরা সাধারণত উইন্ডোজ মুভি মেকার ব্যবহার করি।কিন্তু উইন্ডোজ মুভি মেকারও কিছু কমতি আছে যা আমরা জেনেও ব্যবহার করি কারণ আমরা টাকা দিয়ে দামি সফ্ট কিনতে পারি না।তাই আমাদের মুক্ত সফটওয়্যার ছাড়া গতি নেই।কিন্তু মুক্ত সফটওয়্যার আবার খুঁজে পেতেও অনেক সময় লেগে যায়।তাই আমি ভাবলাম টেকটিউনসে একটা টিউন করি যেখানে সমস্ত প্ল্যাটফর্মের(WINDOWS, MAC, LINUX) জন্য ভিডিও সম্পাদনার কাজে ব্যবহার করা যায় এমন সব জোস সফটের নাম ও ডাউনলোড লিংক থাকবে। আজকের টিউনে আমার জানা (উইন্ডোজ জন্য ) ভিডিও সম্পাদনার মুক্ত সফটওয়্যার গুলা নিচে দিলাম।আপনারাও এই টিউনে মন্তব্য করে আপনার জানা (উইন্ডোজ জন্য ) মুক্ত সফটওয়্যার মানে ফ্রিওয়্যারটির নাম ও ডাউনলোড লিংক দিতে পারেন।
এটাকে আমরা উইন্ডোজ মুভি মেকার নামে চিনি।মাইক্রোসফ্টটের ওয়েবসাইটে এটার আপগ্রেড ভার্সন উইন্ডোজ মুভি মেকার ২ পাবেন। এছাড়াও আপনি প্লাস প্যাকেজ নামে নতুন সব addons গুলাও ডাউনলোড করতে পারবেন।
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://www.microsoft.com/windowsxp/using/moviemaker/default.mspx
বা
http://v4.windowsupdate.microsoft.com/en/default.asp
এটিও একটি ভাল মানের মুক্ত সফটওয়্যার যেটা আপনি সব অপারেটিং সিস্টেমেই ব্যবহার করতে পারবেন।এটিতে আরো যা বেশি করতে পাবেন -
• model
• shade
• animate
• render
• composite
• interactive 3d
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://www.blender.org/
এটি পৃথিবীর প্রথম ভিডিও Effects সম্পাদনা করার মুক্ত সফটওয়্যার এবং এটি কি কাজের একটা জিনিস না ব্যবহার করলে বুঝতে পারবেন না।
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://www.jahshaka.org/
এটি একটি পাওয়ার ফুল ভিডিও এডিটিং সফ্টওয়্যার।যা আপনার চাহিদার চেয়ে বেশি কাজ দেবে যেমন -
* compression codecs,
* splitting,
* addition of audio tracks.
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://www.virtualdub.org/
এটি একটি উচ্চ কার্যকারিতা সম্পূর্ণ ভিডিও এডিটিং সফটওয়্যার।
এর গুনই হল যে এটা ব্যবহার করা খুব সহজ।
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://www.debugmode.com/wax/
এটার যে বৈশিষ্ট্য তা হলো non-linear, non-destructive video compositing করা যা কিনা আপনি অন্য কোন সফ্ট এ পাবেন না।
256 video, audio and still image clips,
64 effects chained serially.
Cropping, panning.
custom effects
automatic key frames.
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://www.thugsatbay.com/tab/?q=zweistein_download
এটার যে বৈশিষ্ট্য তা হলো এটা আপনাকে একজন ভিডিও এডিটিং বিশেষজ্ঞ করে তুলবে তার মানে বুঝতেই পারছেন এর কত গুন।
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://www.zs4.net/free-software-downloads
এটা AVI ফাইলের জন্য একটি গ্রেট টুল। বৈশিষ্ট্য গুলা -
Regardless of small executable size,
unlimited power of digital video processing.
high-tech tricks included,
এছাঁড়াও এটা দিয়ে আরো কিছু জোস কাজ করা যায় যেমন -
video warping,
color restore,
noise reduction,
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://www.am-soft.ru/aviedit.html
এটা আমার প্রিয় একটি ভিডিও এডিটিং টুল। বৈশিষ্ট্য গুলা -
simple cutting,
filtering and encoding tasks.
এটিতে অনেক রকমের ফাইলে কাজ করা যায় - AVI, DVD compatible MPEG files, MP4 and ASF,ইত্যাদি।
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://fixounet.free.fr/avidemux/
যারা এই ভিডিও এডিটিং লাইনে নতুন এটি তাদের জন্য।
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://movies.atomiclearning.com/k12/storyboardpro
এটা ক্ষুদ্র, চটপটে, একটি সফ্ট যা ব্যবহার করতে সহজ।
বৈশিষ্ট্য হলো এটা দিয়ে আপনি YouTube.এর ভিডিও এডিটিং করতে পারবেন।
আরো জানতে এবং ডাউনলোড করতে -
http://www.solveigmm.com/?Products&p=AVITrimmer
আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........
মঈন ভাই ধন্যবাদ video editing softwere সন্ধান দেবার জন্য dowenload করে দেখি কি হয়।