সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য after effects এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমার গত দুইটি টিউটোরিয়ালে আমি আমার করা দুইটি ভিডিও এর VFX এর কাজগুলো কিভাবে করেছিলাম তা বর্ণনা করেছিলাম। তবে আজকে একটু ভিন্ন কিছু নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকের টিউটোরিয়ালটিতে আমি খুবিই সাধারন কিন্তু সুন্দর একটি টাইটেল এনিমেশন করা দেখাবো আপনাদেরকে।
আসুন প্রথমে যেই টাইটেলটি আমরা আজকে বানাবো সেটি একবার দেখে নেই
আপনারা ইচ্ছা করলে প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন
ডাউনলোড লিঙ্ক : http://www.mediafire.com/?rdgqp9kltelo99o
আসুন এবার টিউটোরিয়ালটি দেখি
টিউটোরিয়ালটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং ভবিষ্যতে আপনারা কি ধরনের টিউন চান সে ব্যাপারে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। 😀
আমি বাধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 237 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল হয়েছে … আমার আফটার এফেক্টস সম্পর্কে এক্সপেরিয়েন্স কম কিন্ত মাঝে মাঝে ই কাজ করতে হয় AE তে … এইরকম ই একটা কাজ করেছিলাম কিছুদিন আগে … http://www.youtube.com/user/ehsancgfx?feature=mhee
আপনার পারটিকেল গুলোতে মোশন ব্লার দিলে আরও প্রফেশনাল লাগত হয়ত বা।