টিউন করার সাথে সাথে সয়ংক্রিয় ভাবে জানিয়ে দিন সবাইকে.. ফেসবুক কিংবা টুইটারে..

প্রত্যেকটি টিউনারের কাছেই তাদের টিউন অত্যান্ত প্রিয় (আমার কাছেও)। তাই কোন একটি টিউন হলেই আমরা চাই যাতে টিউনটি অনেকবার দেখা হয় এবং অনেক টিউমেন্ট হয়। তারজন্য আমরা আমাদের টিউনকেই ভোট দিই, লাইক করি এবং ম্যানুয়ালী সেই টিউনটি ফেইসবুকে সেয়ার করি; অনেক বেশি টিউজিটর পাওয়ার জন্য। কিন্তু এমন যদি হয় যে, আপনি টিউন করলে সেই টিউন অটোমেটিক আপনার ফেইসবুক কিংবা টুইটারে পাবলিশ হয়ে যাবে। হ্যা, আজকে আমি সেটি নিয়েই আলোচনা করব। আর.এস.এস গ্রাফফিটি (RSS Graffiti)  এবং টুইটার ফিড (Twitter Feed) নামের দুইটি (আরও আছে) ওয়েবসাইট/এ্যাপ্লিকেশন এই সুবিধাটি প্রদান করে। তাহলে আসুন দেখা যাক-

কিভাবে আপনি RSS Graffiti এর সাহায্যে এই সুবিধা পেতে পারেন?

১। প্রথমে এই লিংকে যান এবং "Click Here to Authorize RSS Graffiti" তে ক্লিক করুন।

২। RSS Graffiti এ্যাপ্লিকেশনটি আপনার পারমিশন চাইবে। Allow তে ক্লিক করুন।

৩। এ্যাপ্লিকেশনটি সফলভাবে কনফিগার হয়ে গেলে " + Add Feed" এ ক্লিক করুন।

৪। এখন আপনার ফিড URL দিন। ফিড URL পেতে আপনার পূর্বের করা যেকোন একটি টিউনে প্রবেশ করুন। যেমন আমি আমার টিউনে গেছি। এরপর আপনি নিচের দেয়া স্কিনশট অনুযায়ী "আমার টিউন আর.এস.এস" বাটন এ রাইট বাটন ক্লিক করে ওই লিংকটি কপি (Copy) করুন।

৫। এখন আপনার ফিড URL টি "Feed URL" এর জায়গায় পেষ্ট (Paste) করুন। এবং Preview এ ক্লিক করুন।

৬। আপনার ওয়ালে পোষ্টটি কিভাবে পাবলিশ হবে এরজন্য আপনি নিচ থেকে Style সিলেক্ট করে দিতে পারেন। নাও চেন্স করতে পারেন কার ডিফল্টভাবে থাকা এষ্টাইলটাই বেষ্ট। আপনি চাইলে Filter, Transform, Schedule, More অপশনগুলি থেকেও আপনার পছন্দমত সেটিংস করে দিতে পারেন। "Source URL" এর জায়গায় আপনার টিউনার এড্রেসটি বসিয়ে দিন।  এবং সবশেষে Save এ ক্লিক করুন।

এখন আপনি নতুন টিউন করলে টিউনটি অটোমেটিক আপনার ফেসবুকের ওয়ালে পাবলিশ হয়ে যাবে।

৭। টুইটারের টাইম লাইনে আপনার টিউন সয়ংক্রিয়ভাবে পাবলিশ করার জন্য টুইটার ফিড ব্যবহার করুন। নিচের টুইটার ফিড নিয়ে লিখা হল।

কিভাবে আপনি টুইটার ফিডের সাহায্যে এই সুবিধা পেতে পারেন?

১। প্রথমে এই লিংকে যান এবং আপনার ইমেইল ঠিকানা দিয়ে নিবন্ধন করুন

২। এরপর আপনি আপনার করা যেকোন একটি টিউনে প্রবেশ করুন। যেমন আমি আমার টিউনে গেছি। এরপর আপনি নিচের দেয়া স্কিনশট অনুযায়ী "আমার টিউন আর.এস.এস" বাটন এ রাইট বাটন ক্লিক করে ওই লিংকটি কপি (Copy) করুন।

৩। এরপর আবার টুইটার ফিডে ফিরে গিয়ে ফরমটি পূরণ করুন। প্রথমে Name এর জায়গায় যেকোন একটি নাম দিন। তারপর "Blog URL or RSS Feed URL" এর জায়গায় আপনার কপি করা লিংকটি অর্থাৎ আপনার "টিউন আর.এস.এস" এর লিংকটি পেষ্ট (Paste) করুন। আরও যদি আপনি আপনার কোন সেটিং পরিবর্তন করতে চান তাহলে "Advenced Settings" এ ক্লিক করুন (অপশোনাল)। তারপর "Continue to Step 2" তে ক্লিক করুন।

৪। এরপর আপনার ইচ্ছামত Facebook কিংবা Twitter এ ক্লিক করুন।

৫। আমি প্রথমে টুইটারে ক্লিক করলাম। টুইটারে ক্লিক করার পর "Authenticate Twitter" এ ক্লিক করুন।

৬। এখন আপনার টুইটার একাউন্টে এ্যাপ্লিকেশনটিকে অথোরাইজ করার জন্য "Authorize app" এ ক্লি করুন। কিছুক্ষণ পর আপনাকে আগের অবস্থানে রিডাইরেক্ট করে দেবে।

৭। Authorize সফল হলে আপনাকে ম্যাসেজ দেখাবে "Twitter auth successful" । এরপর "Create Service" এ ক্লিক করুন। ফেসবুকেও টুইটার ফিডের সাহায্যে টিউন পাবলিশ করতে চাইলে ৮নম্বর স্টেপ দেখুন। আর না চাইলে সরাসরি ১১ নম্বর স্টেপ-এ চলে যান।

৮। এখন ফেসবুকে ক্লিক করুন। এরপর "Connect With Facebook" এ ক্লিক করুন।

৯। Twitter Feed নামের এ্যাপ্লিকেশনটি আপনার পারমিশন চাইবে। Allow করুন।

১০। এখন আপনি নিচের স্কিনশর্ট অনুযায়ী প্রয়োজনমত আপনার সেটিং ঠিক করে নিন (অপশনাল)। ডিফল্টও রেখে দিতে পারেন (আমার মতে কোনকিছু চেন্স না করাই ভাল)। সবশেষে "Create Service" এ ক্লি করুন।

১১। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে "Service Created Successfully" ম্যাসেজ দেখাবে। এরপর "All Done" এ ক্লিক করুন।

১২। আপনার দেওয়া ফিডটি সফলভাবে তৈরী হলে আপনাকে কনগ্রাটুলেশন জানাবে।

ব্যাস এখন আপনার সব কাজ শেষ। এখন আপনি যদি কোন নতুন টিউন পাবলিশ করেন তাহলে সেই টিউন অটোমেটিক আপনার ফেসবুকের ওয়ালে এবং টুইটারের টাইম লাইনে পাবলিশ হয়ে যাবে।

আপনি আপনার ড্যাসবোর্ড থেকে দেখতে পারবেন টুইটার ফিডের সাহায্যে মোট কতজন আপনার টিউনটি পড়তে এসেছিল।

 

বিশেষ দ্রষ্টব্যঃ টুইটার ফিডের সাহায্যে ফেসবুকের ওয়ালে আপনার টিউনটি পাবলিশ হলে মাঝে মাঝে থাম্বনেইল ঠিকমত নির্ধারণ করতে পারে না। তাই ফেসবুকে আপনার টিউন সয়ংক্রিয়ভাবে পাবলিশ করার জন্য RSS Graffiti সবচেয়ে ভাল।

কৃতজ্ঞতা স্বীকার @মেহেদী হাসান আরিফ

----------------------------------------------

আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৌছে যাবে আপনার ই-মেইল-এ।

--------------

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল একটা টিউন। আমার কাজে লেগেছে। ধন্যবাদ। ভাল থেকো। ও আর একটা কথা, আমার Anari No.1 (1999) ছবির ডাউনলোড লিঙ্ক কই?
যেটি তুমি দিয়েছিলে, সেটি দিয়ে তো আর কাজ হলো না। ঢাকা শহর তন্ন, তন্ন করে কোথাও পেলাম না!!!

    আরে মালেকভাই আপনার কাজে লেগেছে শুনে ধন্য হলাম।
    আর আনাড়ী নম্বর ১ আমি বহুত খুজেছি। যদিও পাইছিলাম কন্তু টরেন্টগুলো ডাউনলোড করতে টাকা চায় 🙁 । আমি দুঃখিত।

খুব কাজের একটা টিউন। আসলে এ গুলো নিয়া খুব একটা ঘাটা ঘাটি করা হয় না… আমার কোন টিউন ভালো লাগলে আমি এমনি ফেসবুকে শেয়ার করে দেই আর ভাই আমার টুঁইটার একাউন্টে সব বিদেশী হওয়াতে শেয়ার করি না ওঁরা তোঁ বাংলা বূঝে না তাই। ধন্যবাদ সাইফুল। প্রিয়তে নিলাম।

    হুম। আসলেই ঘাটাঘাটি করা হয় না। আমিও আগে ম্যানুয়ালী সেয়ার করতাম।
    ধন্যবাদ সুমন ভাইয়া।

হুম। টেকটিউনসের পোস্ট গুলা ফ্যান পেজে গ্রাফিটির মাধ্যমে অটো পোস্ট হয় 😛

পরিচ্ছন্ন টিউন।

দুই কেজি ধইন্যা!

    হুম ঠিকই বলেছেন। প্রায় প্রতিটি ব্লগপোষ্টই ফেসবুকে সেয়ার করার জন্য গ্রাফফিটি ব্যবহার করা হয়।

    আর এত ধইন্যা রাখুম কই?

    একখান ৩টেরা হারডিস্ক কিইন্না লন। 😛

রংপুর আইলে কোলাকুলি করুম তোমার লগে। অগ্রিম দাউয়াত !!!!!! চরমজজজজজজজজজজজজজজজ 😀 😆

    হেহে। অংপুরে থুক্কু রংপুরে গেলেই আমিই আগে আপনার লগে কোলাকুলি করুম। আর সাথে পাপ্পিতো……..(কমু না পাবলিক প্লেস) 😀

    উইমা… আমি তো এঙ্গেলরে বালা পাইতাম মাগার এহন দেহি হেতেও… খিক্স 😉

    আমি দেইখা ফালাইসি 😀

খুবই ভাল হয়েছে সাইফুল টিউনটা কিন্তু ছোট একটা সংশোধন, RSS Graffiti তে টুইটার একাউন্ট যোগ করলে টুইটারের টুইট গুলো ফেসবুক ওয়ালে পোস্ট হবে। RSS Graffiti থেকে টুইটারে পোস্ট হবে না। 🙂 অনেক ধন্যবাদ তোমাকে।

    টিউনের প্রসংশা করার জন্য "মিনহাজুল হক শাওন" ভাইয়ের দেওয়া দুই কেজি ধইন্যার ১কেজি আপনারে দিলাম 😛 ।
    আর আপনার কথামত টিউনটি পূণরায় আপডেট করে দিলাম। এখন ঠিক আছে কিনা দেখেন।

মাশাআল্লাহ ভালো হয়েছে……..অসংখ্য ধন্যবাদ

দারুণ 😀 ভাই আমার তরফ থেকে এক পাথি ধইন্যা গ্রহণ করেন ।

    আপনাকে ধন্যবাদ। কিন্তু "পাথি" জিনিসটা ঠিক বুঝলাম না O:) ।

Level 0

ওরে বাবা…এটা তো মেগা টিউন।অসাধারন।
সাইফুল ভাই……আপনি আসলেই একটা জিনিশ

অনেক ভাল টিউন। সাইফুল্ ভাইর সেরা টিউন

😀 😀 😀 😀 😀 😀 ভালো হইয়াছে এঙ্গেল…

Level 0

ধন্যবাদ আপনাকে একটি ভালো টিউন এর জন্য…

RSS Graffiti এর কথা রনি ভাই থেকে প্রথম শুনেছিলাম ফেসবুকে,তবে Twitter Feed এর ব্যাপারে এই প্রথম শুনলাম।ধন্যবাদ শেয়ারের জন্য।

    হুম। আমিও টুইটার ফিডের কথা জানতাম না। যেইদিন টিউনটা পাবলিশ করেছি তার আগের দিনই টুইটার ফিডের সাথে পরিচিত হই।

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ১ টা পোস্ট করার জন্য। এখন বলুন আমি যদি আমার ব্লগ এর পোস্ট গুলো অটো ফেসবুক এ পোস্ট করতে চাই তবে কি করা যাবে? আপনার এই aplication দ্বারা।

    আপনার ব্লগের ফিড থাকতে হবে।যদি না থাকে তাহলে ফিডবার্নার দিয়ে ফিড তৈরি করুন।

    আপনার ব্লগ পোষ্ট গুলো অটো ফেসবুক এ পাবলিশ করতে চাইলে আপনাকে আপনার ব্লগের জন্য ফিড তৈরী করতে হবে। ফিড তৈরী করার জন্য http://feedburner.google.com এখানে যেতে পারেন। ফিড তৈরী শেষে টিউনটি অনুসরণ করুন। আশা করি সফল হবে।

    ধন্যবাদ সুন্দর একটি টিউমেন্ট করার জন্য।

lfvsb

কাজের টিউন কিন্তু দুঃখ পাইলাম এখনো টিউনটি ষ্টিকি করা হয় নাই দেখে।
অনেক অনেক ধন্যবাদ টিউনটি কষ্ট করে প্রকাশ করার জন্য।

আমি যদি রংমহলের লেখা গুলো ফেসবুকে অটোমেটিক পাবলিস করতে চাই তখন কিভাবে এড ফিড যোগ করবো।