হ্যালো টেকটিউনারস,
কেমন আছেন সাবাই ? আশা করি সবাই ভালোই অাছেন। আপনারদের মাঝে একটি সুখবর নিয়ে এলাম, সে সুখবরটি আশা করি আপনারা সবাই টিউনের টাইটেল পড়েই বুঝে গেছেন।
হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমরা সবাই জানি টুইটার একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা ও মাইক্রোব্লগিংয়ের ওয়েবসাইট, যেখানে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন (এখন আরো বর্ধিত হয়েছে)। এই বার্তাগুলোকে টুইট বলা হয়ে থাকে।
টুইটারের সদস্যদের টুইটবার্তাগুলো তাদের প্রোফাইল পাতায় দেখা যায় (যদিনা সদস্য সেটা কে দেখতে পাবে তা বাছাই করেন)। টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য নিবন্ধন করতে পারেন। এই কাজটিকে বলা হয় অনুসরণ করা। কোনো সদস্যের টুইট পড়ার জন্য যারা নিবন্ধন করেছে, তাদেরকে বলা হয় অনুসরণকারী।
সম্প্রতি টুইটার ১৪০ বর্ণের বদলে ২৮০ বর্ণ ব্যবহার করে টুইট করার সুবিধা চালু করা হয়েছে। তবে সবাই এখনই এই সুবিধা পাচ্ছেন না। কারণ এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে।
তবে কিছু কৌশল অবলম্বন করলে আপনি এখনই দীর্ঘ ২৮০ বর্ণ ব্যবহার করে টুইট করার সুবিধাটি ব্যবহার করতে পারেন। এজন্য আপনাকে প্রথমে গুগল ক্রোম বাউজারটি ওপেন করতে হবে।
তারপর, এই লিংকটি ব্রাউজ করতে হবে। https://juliette.sh/280
এখন এই লিংকে গিয়ে আপনাকে দুটি ধাপে কাজ করতে হবে।
প্রথম ধাপ : আপনার গুগল ক্রোম ব্রাউজরের “Tweet 280” লেখা বাটনটি বুকমার্ক করে নিতে হবে (নিচের ছবি মোতাবেক)। আপনি মাউস দিয়ে ক্লিক করে টেনে বুকমার্ক টেবে যোগ করে নিন।
এখন আপনি এই লিংকে ক্লিক (http://tweetdeck.twitter.com/) করে একটি নতুন পেজ ওপেন করুন এবং সেভ করা বুকমার্ক বাটনটি ক্লিক করুন, নিচের ছবিটি দেখুন...
এবার দেখুন উপরের বাম দিকের কোনায় প্লাস চিহ্নতে ক্লিক করলে 280 আক্ষর লেখার অপশন আসছে।
আশা করি টিউনটি ভাল লাগবে.. উপকৃত হলে আমার ফেসবুক পেজে Abdullah Jabar একটি লাইক করবেন আর ইউটিউব চ্যানেলে (Viral In Bangladesh) সাবস্ক্রাইব করবেন... পরবর্তী টিউনসে কথা হবে আশা করি... ভাল থাকবেন..
২৮০ বর্ণে টুইট করার উপায় দেখুন ভিডিওতে: Twitter Doubles Its Character Limit | How To Tweet 280 Characters Instead Of 140 - Bangla Tutorial
আমি Viral In Bangladesh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।