টেলিকম ও প্রযুক্তি চীনা ওয়েইবোর কাছে ধরাশায়ী টুইটার

চীনের জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট সিনা ওয়েইবোর ব্যবহারকারীর সংখ্যা এখন টুইটারের চেয়েও বেশি।

প্রতিষ্ঠানটির প্রথম প্রান্তিকের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের এখন মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩৪ কোটি। যা গত বছরের তুলনায় ৩০ শতাংশ বেশি।

দৈনিক এই সাইটটি ব্যবহার করে ১৫ কোটি ৪০ লাখ মানুষ। এর মধ্যে ৯১ শতাংশই ব্যবহার করেন মোবাইলে।

সে তুলনায় চীনে নিষিদ্ধ টুইটারের মাসিক সক্রিয় ব্যবহারকারী ৩২ কোটি ৮০ লাখ। যদিও টুইটারের ব্যবহারকারী প্রতি মাসে গড়ে ৬ শতাংশ করে বাড়ছে। তবে গত এপ্রিলে জানা যায়, এক বছরে বিজ্ঞাপন থেকে এর আয় ৮ শতাংশ কমে গেছে।

চায়না নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের তথ্য মতে, চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭৩ কোটি ১০ লাখ। এর মধ্যে ৯০ শতাংশের বেশি মানুষ মোবাইলেও ইন্টারনেট ব্যবহার করার সুবিধা ভোগ করেন।

চীনের সবচে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট সিনা ওয়েইবো। দেশটির বেশিরভাগ পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলগুলোর জন্য সবচে পছন্দের প্ল্যাটফর্ম এটি। এই গণমাধ্যমগুলোর লাখ লাখ ফলোয়ার রয়েছে।

গত বছর সিনা ওয়েইবো লাইভ স্ট্রিমিং ভিডিও অ্যাপ ইঝিবো বা সংক্ষেপে ই (Yi) অবমুক্ত করে। খুব কম সময়ের মধ্যেই এটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

চীনের টুইটারের সাথে সাথে ফেসবুক, গুগল, ইউটিউব এবং আরো অনেক বিদেশী ওয়েবসাইট নিষিদ্ধ।

সূত্র: বণিক বার্তা ,বিবিসি

Level 0

আমি মোঃ ফাহাদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস