টুইটারের নতুন চেয়ারম্যান-যে কিনা মাত্র ৮ টি টুইট করেছে?

এ বছর টুইটারের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন।গুগুলের ১১ তম নতুন চেয়ারম্যান “সিলিকন ভেলেই ভেটেরান ওমিড কুরদেস্তানি” এই বছর টুইটারের নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।যে কিনা সোশায়াল নেটওয়ার্কে সব থেকে ইনএকটিভ এবং টুইটারে এখন পর্যন্ত মাত্র ৮ টি টুইট করেছেন!

জনাব কুরদেস্তানি টুইটারের প্রথম বহিরাগত নির্বাহী চেয়ারম্যান টুইটার প্রতিষ্ঠার পর থেকে,যেটার কারনে এক নতুন মাত্রা যোগ হতে পারে।বর্তমানে টুইটার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩০০ মিলিয়ন এবং এটি ২০০৬ সালে প্রতিষ্ঠা হয়েছিল।

জনাব কুরদেস্তানি গত অগাস্ট মাসে গুগলের প্রধান বিজনেস অফিসার পদে স্থলাভিষিক্ত হন এবং ভোডাফোন কোম্পানিতেও কর্মরত আছেন।টুইটারে তার নির্বাহী চেয়ারম্যান পদ নিশ্চিত হয় টুইটারের প্রতিষ্ঠাতা “জ্যাক ডোরসির” পরে,যে ২০১১ সাল পর্যন্ত টুইটারের নির্বাহী চেয়ারম্যান পদে দায়িত্বরত ছিলেন।

‘ওমিড একজন প্রমাণিত অভিজ্ঞ নেতা,যে আমাকে সরাসরি কৌশল শিখিয়ে সাহায্য করবেন এবং সবথেকে ভালো লোকদের টুইটারে নিয়োগ দিবেন’- জনাব ডোরসি টুইট করেন।

প্রসঙ্গত টুইটার বাংলাদেশে খুব একটা ব্যবহৃত না হলেও বিশ্ব দরবারে এর ব্যাপক ব্যবহারকারী রয়েছে এবং গ্লামার জগত থেকে শুরু করে বিশ্বের সব নামি-দামি ব্যক্তি বর্গগণ নিয়মিত টুইটার ব্যবহার করেন এবং তাদের নানান মুহূর্ত শেয়ার করে থাকেন।সআর সে কারনেই বলা যেতে পারে টুইটার ইজ দা বেস্ট ফর সোশাল নেটওয়ার্ক এবং সময়ের সবথেকে বড় সোশাল নেটওয়ার্কিং ঝর টুইটার থেকেই শুরু হয়।

সুত্র: টেলিগ্রাফ পত্রিকা প্রথম প্রকাশিত।

সৌজন্যে- tech4Tunes এর!যেখানে নিয়মিত বিজ্ঞান ও প্রযুক্তি  নিয়ে লিখা হয়।সাইটি ঘুরে আসার অনুরধ রইলো!

 

 

 

 

 

 

Level 0

আমি মাহমুদুল হাসান দিপ্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সাইটটা দেখলাম।ভালই ডিজাইন করা হয়েচে,কিন্তু ফ্রেন্ডলির কথা বললে বলতে হবে মোটামুটি।আপনি ফেজবুক পেগ যুক্ত করতে পারেন “হেল্প এন্ড সাপোর্ট” পেজ আ।তাহলে ইউজাররা সহজে যোগাযোগ করতে পারেন।আপনার থেওরিরই পুনরাবৃত্তি করলাম! 🙂
ধন্যবাদ কমেন্ট এর জন্য!