সামাজিক যোগাযোগের সাইটে আপনার প্রোডাক্টের জনপ্রিয়তা বাড়িয়ে আপনার প্রোডাক্টের দিকে মানুষকে আকর্ষিত করুন। আসুন দেখে নিই কিভাবে সৎ উপায়ে সহজেই অন্যতম সামাজিক সাইট “Twitter” এ জনপ্রিয়তা অর্জন করবেন (প্রমাণ সহ A-Z)।

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ? আশা করি ভাল আছেন। আবারও ফিরে এলাম একটি ভিন্ন টিউন নিয়ে। আপনারা জানেন, বর্তমান সময়ে আপনার যদি সামাজিক যোগাযোগের সাইট গুলোতে জনপ্রিয় পেইজ থাকে তাহলে আপনি সহজেই আপনার ব্যাবসা সম্পর্কে অন্যদের অবহিত করতে পারবেন। এভাবে আপনার সাইটের ভিজিটর অথবা প্রোডাক্টের ক্রেতা পেতে পারেন। বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, বাংলাদেশের মানুষও এখন টুইটারে অনেক জনপ্রিয়। আগেই বলে রাখি, টিউনটি আমি অভিজ্ঞতা থেকে লিখেছি। তাই নিঃসন্দেহে আপনাদেরও টুইটারে ফলোয়ার বাড়বে। আমি যতো দূর সম্ভব সহজভাবে বুঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাকঃ-

  • প্রথমেই, আপনার যদি টুইটারে একাউন্ট না থাকে তাহলে একটি তৈরি করুন। আপনার ব্রাউজারে এই লিংকটি টাইপ করে "Enter" চাপুন / এই লিঙ্কে ক্লিক করুন। http://twitter.com
  • একাঊন্ট খুলা হয়ে গেলে অবশ্যই আপনার একাউন্টে যে ইমেলটি ব্যবহার করেছেন তা verify করে নিবেন এবং একটি সচল ফোন নম্বর যোগ করুন। এতে আপনার একাঊন্টটি নিরাপদ থাকবে পাশাপাশি একাউন্ট Suspend হওয়ার সম্ভবনা নেই।
  • এবার আসুন কিভাবে আপনার একাউন্ট জনপ্রিয় করবেন। আপনার একাউন্ট জনপ্রিয় করতে হলে আপনার প্রোফাইলটি অবশ্যই সুন্দরভাবে সাজাতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। বাড়তি কিছু বিষয়ও এর মাঝে আলোচলা করা হবে।

আসুন দেখি কিভাবে জনপ্রিয়তা বাড়াতে হয়

  • প্রথমেই আপনার একাউন্টের Profile Picture এবং Cover Photo সেট করুন। ব্যক্তিগত একাউন্ট হলে কোনো কথা নেই, কিন্তু যদি আপনার বিজনেস নিয়ে একাউন্ট খুলে থাকেন তাহলে অবশ্যই এমনকিছু  দেবেন যা আপনার ব্যবসা/সাইট সম্পর্কিত।

  • তারপর যতদুর সম্ভব একটি সুন্দর বায়োডাটা সেট আপ করুন।

  • আপনি আপনার সাইটের লিংক আপনার প্রোফাইলে দিতে পারেন অথবা আপনার অন্য কোন একাউন্টের লিংক দিতে পারেন।

  • মোটামোটি আপনার প্রোফাইল সেট আপ করা শেষ। এবার আপনাকে প্রচুর পরিমাণে টুইট করতে হবে। অর্থাৎ আপনাকে টুইটারে নিয়মিত হতে হবে। এছাড়া আপনি যদি মিডিয়ানির্ভর টুইট করেন, মানে আপনার টুইটে যদি ছবি/ভিডিও থাকে তাহলে আপনার জনপ্রিয়তা পেতে অসুবিধা হবে না।

  • তাছাড়া প্রত্যেকটি টুইটে একটি বা একের অধিক Hash Tag ব্যবহারের চেষ্টা করবেন। এতে উক্ত Hash tag এর সাথে আপনার টুইট লিংক হয়ে যাবে এবং যখন কেউ ঐ Hash Tag সম্পর্কিত টুইট পড়বে বা দেখবে তখন আপনার টুইটও দেখাবে। এতে আপনার ফলোয়ার বাড়বে।

  • তাছাড়া আপনার লোকেশন দিতে পারেন। টুইটে আপনার লোকেশন করা থাকলে  আপনার এরিয়ায় যারা টুইটার চালায় তাদের কাছে আপনার সাজেশন যাবে এবং আপনার জনপ্রিয়তা বৃদ্ধি করতে সহায়তা করবে।

  • টুইটারের ট্রেন্ড এর সাথে নিজেকে সম্পৃক্ত রাখুন। ট্রেন্ডিং টপিক নিয়ে টুইট করুন। এতে আপনার জনপ্রিয়তা বাড়বে।

  • এরপর আপনাকে আমি বন্ধুসুলভ ও হাসিখুশি থাকার উপদেশ দেব। কারণ সবাই হাসিখুশি মানুষ পছন্দ করে। তাছাড়া কেঊ আপনাকে মেনশন করে টুইট করলে অবশ্যই তার উত্তর দেয়ার চেষ্টা করবেন। নিয়মিত নোটিফিকেশন দেখবেন।

twitter.com/IamLizu

 আপনারা যদি উপরোক্ত পন্থাগুলি অবলম্বন করেন তাহলে আশা করি আপনাদেরও ফলোয়ার বৃদ্ধি পাবে। তারপর আপনার একাউন্ট দ্বারা আপনিও আপনার ব্যবসায় লাভবান হতে পারবেন। প্রমাণঃ

আজকে এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন। ভুল হলে ক্ষমা করবেন। টিউনের সম্পুর্ণ অংশ আমার নিজের লেখা, তাই কেউ প্লিজ কপি করবেন না। আর যদি করেন তাহলে অবশ্যই ক্রেডিট দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।

Level 1

আমি এস এম মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার প্রযুক্তির প্রতি আগ্রহ প্রচুর। আমি সব সময় প্রযুক্রি সম্পর্কে নতুন কিছু জানতে চেষ্টা করি। টেকটিউনস এর সাথে অনেক বছর যাবত আছি । শুরু করেছিলাম এই টেকটিউনস দিয়ে, এখন তথ্য প্রযুক্তির এই বিশাল সাগরে "অ, আ, ই" পর্যন্ত শিখেছি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম জিনস ভাই। ধন্যবাদ, আমাদের সাথে শেয়ার করার জন্য।

হা টুইটার একটি অনেক কাজের আমার অনাকে অ্যাকাউন্ট আছে যেমন @am21com @imran87h @jagoblogger @ebloglink টুইটার থেকে আপনি অনেক অনেক টাকা আয় করতে পারবেন … যেমন আমার আরও কিছু অ্যাকাউন্ট আছে যেগুলু তাকে tweet/ retweet kora earn করি

ধন্যবাদ, আমাদের সাথে শেয়ার করার জন্য।
হা টুইটার একটি অনেক কাজের আমার অনাকে অ্যাকাউন্ট আছে যেমন @am21com @imran87h @jagoblogger @ebloglink টুইটার থেকে আপনি অনেক অনেক টাকা আয় করতে পারবেন … যেমন আমার আরও কিছু অ্যাকাউন্ট আছে যেগুলু তাকে tweet/ retweet kora earn করি

tnx for tune

Level 0

ভালো টিউন। টুইটার নিয়ে তো সাধারনত কম টিউন হয়।

    টিউমেন্টের জন্য ধন্যবাদ ভাই। এখন জীবনের তাগিদে আর ব্লগে লেখার সময় পাই না।