ফেসবুকতো অনেক ব্যবহার করলেন এবার টুইটারকে একটু সাজিয়ে নিন মনের মতো করে, জনপ্রিয় হয়ে উঠুন আপনার টুইটারে

টিউন বিভাগ টুইটার
প্রকাশিত
জোসস করেছেন

ফেসবুক সর্ববৃহৎ সোশ্যাল নেটওয়ার্ক। কিন্তু অনেকে ফেসবুককে ভাল-খারাপ মেশানো বলে এটা থেকে দূরে থাকার চেষ্টা করে। যে কারণে এখন জনপ্রিয় এবং বিখ্যাত ব্যক্তিগুলো টুইটারমুখী। তাছাড়া টুইটার এখন সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে খুবই জনপ্রিয়। আপনি যদি অনলাইনমুখী এবং এই সম্পর্কিত কাজ করেন তাহলে আপনার টুইটার প্রোফাইলকে সমৃদ্ধ করা উচিৎ।

এজন্য আপনাকে যে অনেক কিছু করতে হবে তা না, দরকার একটু সুনজর। আমরা যেভাবে ফেসবুকে সময় দেই, তার সাথে একটু চেষ্টা করলে টুইটার প্রোফাইলকে অনেক সুন্দর করে নিতে পারি। অনেক সুপরিচিত মানুশকে পাবেন খুবই নিয়মিত টুইট করতে এবং তাদের সাথে একাত্ম হতেও পারবেন আপনি।

টুইটার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া

আসুন তাহলে দেখি আপনার কি করা উচিৎ টুইটার প্রোফাইলকে সমৃদ্ধ করার জন্য এবং প্রফেশনালিজম ধরে রাখার জন্য।

স্পেশাল টুইটার টিপসঃ

১) নিজেকে উপস্থাপন করুন ভালোভাবেঃ

আপনার টুইটার ইউজারনেম সঠিকভাবে তৈরি করুন। কারণ এটা আপনার পরিচয় বহন করবে। twitter.com/UserName  ইউজারনেম বার বার চেঞ্জ করবেন না। প্রথমেই ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে ইউজারনেম চুজ করুন। অটোমেটিক ভাবে যে ইউজারনেম আসবে সেটাই আপনার নিক নেম চলে আসতে পারে, সেজন্য অবশ্যই এটা এডিট করে নিবেন।

২) আপনার সম্পর্কে লিখুনঃ

আপানার সম্পর্কে তুলে ধরার চেষ্টা করুন। আমি কি করেন, কি পছন্দ করেন এভাবে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করুন। আপনার কর্ম পরিকল্পনা ভালোভাবে উপস্থাপন করুন।

৩) আপনার প্রোফাইলকে ভালোভাবে সাজিয়ে নিনঃ

আমরা ফেসবুক প্রোফাইল অনেক সুন্দর করে সাজালেও টুইটারে তা করি না। কারণ এটা থেকে আমরা বিরত। কিন্তু মনে রাখবেন যারা অনলাইনে মার্কেটিং এর কাজ করেন তাদের টুইটার প্রোফাইল অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া যারা গুগল অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাদের তোঁ টুইটার শেয়ার অবস্মভাবি।

৪) কন্টেন্ট টুইটঃ

টুইটার কন্টেন্ট নির্ভর, সেহেতু আপনি কি টুইট করছেন, কাকে উদ্দেশ্য করে করছেন একটু ভেবে নিবেন। তাহলে নির্দিষ্ট সংখ্যক মানুষ আপনাকে ফলো করবে সবসময়।

পারলে প্রতিদিন ভালো মানের টুইট করুন। নিউজ, বিনোদন এবং আপনার লাইফের অনেক অংশ শেয়ার করতে ভুলবেন না আপনার ফলোয়ারদের সাথে। আপনার দৈনন্দিন ঘটনা বা পণ্য বা জায়গার নির্দিষ্ট লিংক দিতে ভুলবেন না টুইটের সময়।

টুইটার Follow me!

৫) হ্যাঁশ ট্যাগঃ

হ্যাঁশট্যাগ টুইটারে খুব গুরুত্বপূর্ণ। সেহেতু আপনার টুইটে হ্যাঁশট্যাগ ব্যবহার করুন। এটা আপনাকে অনেক গ্রুপ বা ঘটনার সাথে সম্পৃক্ত করবে।

প্রতি টুইটে মিনিমাম একটা গুরুত্বপূর্ণ হ্যাঁশট্যাগ দিতে ভুলবেন না।

টুইটার অনেক ভালোমানের সোশ্যাল মিডিয়া। সেহেতু সম্পৃক্ত হোন টুইটারে আপনার নিত্যদিনের সঙ্গি হিসাবে। আর যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন তারা এভাবে সুন্দরকরে সাজিয়ে নিন আপনার টুইটার প্রোফাইল। কারণ টুইটার আপনার সাইটে  ভিজিটরের একটি বড় উৎস।

কীভাবে টুইটারে অনেক বেশি জনপ্রিয় হবেন  লেখা আসছে খুব শীঘ্রই। সাথে থাকুন।

ভালো লাগলে টিউমেন্ট, শেয়ার করুন।

শেষ কথা

আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। খারাপ হোক/মানুষ হাসাহাসি করুক তারপরও ধীরে ধীরে নিজে লিখতে থাকলে একদিন আপনিও ভালো টিউন রাইটার হবেন। আজ যারা ভালো টিউন করে সবাই সেভাবে হয়েছে।

আমি কপি-পেস্ট কোন টিউন করবো না ওয়াদা করেছি, আপনি করেছেন তো? 

আমি ফেসবুক | টুইটার | গুগল প্লাস | আমার ব্লগ 

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য

siklam…hashtag er twitter er beparta

সুন্দর ভাবে লেখার জন্য ধন্যবাদ আপনার পোস্ট থেকে ভালও কিছু জানতে পারলাম …

good tune

সৃষ্টিশীল টিউন

Level 2

ধন্যবাদ। সুন্দর টিউন। 🙂