রিয়াল ও টার্গেটেড টুইটার ফলোয়ার বাড়ানো কোন ব্যাপারই না

আসসালামু আলাইকুম। অনেক দিন টিউন লিখবো লিখবো করেও সময় পাচ্ছিলাম না। কিন্তু আজ সেই সৌভাগ্য হল  😀 । কথা না বাড়িয়ে শুরু করছি আমার আজকের টিউন।

আমরা অনেকেই টুইটার মার্কেটিং সম্পর্কে ভাল ধারনা রাখি। সবাই জানে ওয়েবসাইট/বিজনেস promotion জন্য টুইটার মার্কেটিং কতটা জরুরি। আর ভাল মানের টুইটার মার্কেটিং এর জন্য রিয়াল ও টার্গেটেড টুইটার ফলোয়ার অত্যন্ত জরুরী। অনলাইন  মার্কেটাররা অনেক Research করে ও Strategy follow করে রিয়াল ও টার্গেটেড টুইটার ফলোয়ার আনে তাও খুব বেশি না। আমি বলি কি আপনার সেই কষ্ট কমাতে পারে একটি Boot । বিশ্বাস হচ্ছে না??

এখনই আপনার বিশ্বাস হবে। Boot সাইটটির এড্রেস হল http://twimod.com

এখানে আপনি আপনার টুইটার Account দিয়ে Login করতে পারেন। এটি অনেকটা Twiends এর মত। আপনি এখানে অন্য টুইটার ইউজারদের Follow করে Mods (Point) Collect করতে পারেন। আবার অন্যরা আপনার Mods এর বিনিময় এ আপনাকে Follow করবে।

আপনি Account Setting এ গিয়ে আপনি অন্যদের কত Mods দিতে চান আপনাকে follow করার বিনিময় এ তা Select করে দিতে পারেন। সবথেকে বড় কথা, আপনি আপনার নির্দিষ্ট Country  Select করে দিতে পারেন যেখান থেকে আপনি টুইটার Follower পেতে চান।

ব্যাস হয়ে গেলো আপনার কাজ। এখন যত ইচ্ছা  রিয়াল ও টার্গেটেড Follower বাড়ান। আজ এই পর্যন্ত।  কারও কোন প্রশ্ন থাকলে করতে পারেন। এই টিউন আগে কেউ করে থাকলে আমি তার কাছে আন্তরিক ভাবে দুঃখিত। ও টিউনটা কেমন হল Comment Box এ জানিয়ে দিয়েন। আপনাদের অনুপ্রেরণা পেলে আর অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব ইনশা-আল্লাহ। আজকের মত টা টা ।

Facebook এ আমি

Level 0

আমি Md. Shoaib Mahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Addmefast.com এর মতো অনেকটা ।

Twitter use করি না ।

তবে অন্যদের কাজে লাগবে

ধন্যবাদ শেয়ার করার জন্য 🙂

    @Joni vai. Apni akhono Twitter use koren na!!!
    Tahole use kora suru kore din…
    Vobissote kaj e lagte pare 🙂

thanks