সংগীতপ্রেমীদের জন্য নতুন মিউজি অ্যাপ তৈরি করছে টুইটার
সম্প্রতি চালু হওয়া এ অ্যাপটির মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা নিজেদের অ্যাপ নামানোর জায়গা থেকেই যে গানগুলো আছে, সেগুলোর অডিও এবং ভিডিও ক্লিপ শুনতে পারবেন। টুইটার ভিডিও গান দেখার সুবিধা ভিভো
{BIVO }ব্যবহার করে দেখা যাবে মিউজিক ভিডিও।
টুইটার ব্যবহারকারীরা পছন্দসই গান আপলোড এবং সে অডিও শোনা এবং শেয়ারও করতে পারবেন এ অ্যাপের মাধ্যমে ।
সাউন্ডক্লাউডের ওয়েবসাইটে টুইটার ব্যবহারকারীরা পছন্দসই গান আপলোড করে অডিও সেই অডিও শুনে শেয়ারও করতে পারবেন।
প্রথমবারের মতো টুইটারের বাইরের কোন সুবিধা নিয়ে অ্যাপ চালু করল ।
আমেরিকান টেলিভিশন উপস্থাপক রায়ান সিয়েক্রেস্ট একটি টুইট করে বলেন “‘টুইটারের নতুন মিউজিক অ্যাপ ব্যবহার করছি” ।টুইটার মিউজিক অ্যাকাউন্ট থেকে রিটুইট করে উপস্থাপক রায়ান সিয়েক্রেস্ট কে অভিনন্দন জানায় ।
টুইটারের এ মিউজিক সেবাকে #music হ্যাশ ট্যাগে পাওয়া যাবে এবং সরাসরি । নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের বেশ সাড়া পাবেন বলে আশা করেন টুইটার কর্তৃপক্ষ।
টুইটারের এ মিউজিক সেবাকে বিনোদনের নতুন এক মাত্রা যোগ করতে পারবে বলে মনে করছেন সামাজিক যোগাযোগ বিশেষজ্ঞরা। —
বিস্তারিত
ডাউনলোড লিঙ্ক
হাতে কিছুটা সময় থাকলে আমার ব্লগ সাইট ঘুরে আসবেন http://www.tunesblog.tk
আমি ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।