সবাই কে আমার সালাম জানিয়ে আমার ধারাবাহিক লেখা সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল এর ৪ নং টিউটোরিয়াল আজ় শুরু করলামা । আজ আমি আপনাদের দেখাবো কীভাবে কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করবেন । এটা ওয়ার্ডপ্রেস FileZilla Client এর মাধ্যমে করতে পারবেন , তবে কয় একজন আমাকে ফোন করে বল ভাই FileZilla Client বাদে অন্য ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় না , তাদের কাছে নাকি FileZilla Client একটু জটিল লাগে । ত যাই হোক আমি আপনাদের FileZilla Client বাদে কিভাবে ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করা যায় তা নিয়ে চিত্র সহ আলোচনা করবো ।
আপনারা যারা আমার এই লেখা টা নতুন পরছে তারা দোয়া করে আমার আগের লেখা একটু কষ্ট করে পড়ে নিবেন , আগের লেখা টা ণা পড় লে এই লেখাটা বুঝতে কষ্ট হবে । আমার আগে লেখা টা আপনি এখান থেকে পড়তে পারবেন [আগের লেখা টা এখানে পাবেন ] । নিম্নে ধাপে ধাপে বর্ননা করা হোল ।
প্রথম এই আপনি ওয়ার্ডপ্রেস Version 3.0.1 টা এখান থেকে ডাউনলোড করে নিন । এবার আপনার হোষ্টিং সিপ্যানেল [ http://cpanel.byethost.com ] কন্ট্রোল প্যানেল ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।
আপনার প্যানেলে প্রবেশ করা কাজ শেষ। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা পূর্বে আপনা কে একটা ডাটাবেস তৈরি করতে হবে এর জন্য আপনি Databases Management এর নিচে MySQL Databases এ ক্লিক করুন ।
MySQL Databases এ ক্লিক করার পর নিচের পেজটা আসবে তাতে আপনার ডাটাবেস এর নাম দিন , এবং Create databases এ ক্লিক করুন ব্যস ,আপনার ডাটাবেস তৈরি কাজ শেষ ।
এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা পালা , এবার আপনার প্যানেলে ফিরে আসেন এবং File Management এর নিচে online file manager এ ক্লিক করুন ।
online file manager এ ক্লিক করুন এবার নিচের ছবিটার মত একটা নতুন টেব খুলবে , সেখানে আপনার ডোমেইন নেম থাকবে তার উপর ক্লিক করুন তার ভিতর htdocs নামে কটা ফোল্ডার থাকবে তার ভিতর প্রবেশ করুন ।
htdocs নামে কটা ফোল্ডার এর ভিতর প্রবেশ করুন করুন এবং উপর এ Upload বাটন এ ক্লিক করুন । নিচের চিত্রে লাল বক্স করা আছে ।
Upload বাটন এ ক্লিক করলে নিচের ছবিতে দেয়া পেজ টা আসবে তাতে আপনি আপনার ডাউনলোড করা ওয়ার্ডপ্রেস জিপ ফাইল টা আপনা ড্রাইব হতে সিলেক্ট করে দিন । এবং পরিশেষে সবুজ রং এর একটা টিকচিহ্ন তাতে ক্লিক করুন । সমস্যা হলে নিচের ছবি টা ভালভাবে দেখুন ।
এখন আপনার ওয়ার্ডপ্রেস সার্ভারে আপলোড করার কাজ শেষ । এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কাজ । তা নিচে ধাপে ধাপে লেখা হল
আপনার ওয়ার্ডপ্রেস সার্ভারে আপলোড গেলে ৯০% কাজ শেষ । এবার শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কাজ কাজ । এবার আপনার ডোমেইন নেম টা ওয়েব ব্রাউজারে এড্রেস বারে টাইপ করুন এবং এন্টার চাপুন ।
ডোমেইন নেম টা ওয়েব ব্রাউজারে এড্রেস বারে টাইপ করে এবং এন্টার চাপলে নিচের ছবিটার মত একটা পেজ় আসবে , তাতে Create a Configuration File এ ক্লিক করুন এবং তার পর আর একটা পেজ় আসবে তাতে Lets go নামের একটা বাটন থাকবে তাতে ক্লিক করুন ।
এই ধাপ টাই আসল কাজ । Lets go নামের একটা বাটন এ ক্লিক করলে নিচের ছবির মত একটা ফর্ম আসবে তাতে আপনার MySQL Databases নাম টা দেবেন [উদাহারন b5_6646438_wptutorial24 ] , তারপর আপনার ইউজার নেম দিবেন [উদাহারন b5_6646438 ] , এবার আপনার প্যানেলের পাসওয়ার্ড টা দিবেন [উদাহারন ১২৩৪৫৬৭৮ ] এবং সর্ব শেষ ডাটা হোস্ট নেম দিবেন [উদাহারন sql200.byerhost5.com ] । ফর্ম টা ভাল ভাবে পুরন হলে সাবমিট বাটন এ ক্লিক করুন ।
সাবমিট বাটন এ ক্লিক করলে আপনার কাজ শেষ । এবার নিচের পেজ টার মত একটা পেজ় আসবে তাতে আপনার ব্লগ/সাইট এর টাইটেল নেম , আপনা ইউজার নেম , পাস ওয়ার্ড ও ইমেল এড্রেস দিয়ে install wordpress বাটন ক্লিক করুন ।ব্যস কাজ শেষ । এবার আপনার ইউজার ও পাশওয়ার্ড দিয়ে দিয়ে লগইন করুন । ডেমো দেখুন
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com
হুম ভাইয়া আমি একটা ডোমেইন কিনে সেটা আপনার মত করে বিওয়াইটি হোস্ট এ এড করেছি।এখন সেটা দিয়ে ওয়ার্ডপ্রেস সাইট বানাবো।খালি একটা কথা আমি শুনেছি ফ্রী হোস্টিং নিলে নাকি অনেক সময় সাইট বন্ধ করে দেয়?