সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৪] কিভাবে ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করবেন , [অনলাইন ফাইল ম্যানেজার দিয়ে]

ওয়ার্ডপ্রেসে সম্পূর্ণ ব্লগ তৈরি

সবাই কে আমার সালাম জানিয়ে আমার ধারাবাহিক লেখা সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল এর ৪ নং টিউটোরিয়াল আজ় শুরু করলামা । আজ আমি আপনাদের দেখাবো কীভাবে কন্টেট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করবেন । এটা ওয়ার্ডপ্রেস FileZilla Client এর মাধ্যমে করতে পারবেন , তবে কয় একজন আমাকে ফোন করে বল ভাই FileZilla Client বাদে অন্য ভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় না , তাদের কাছে নাকি FileZilla Client একটু জটিল লাগে । ত যাই হোক আমি আপনাদের FileZilla Client বাদে কিভাবে  ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করা যায় তা নিয়ে চিত্র সহ আলোচনা করবো ।

আপনারা যারা আমার এই লেখা টা নতুন পরছে তারা দোয়া করে আমার আগের লেখা একটু কষ্ট করে পড়ে নিবেন , আগের লেখা টা ণা পড় লে এই লেখাটা বুঝতে কষ্ট হবে । আমার আগে লেখা টা আপনি এখান থেকে পড়তে পারবেন  [আগের লেখা টা এখানে পাবেন ] । নিম্নে ধাপে ধাপে বর্ননা করা হোল ।

১ম ধাপ:

প্রথম এই আপনি ওয়ার্ডপ্রেস Version 3.0.1 টা এখান থেকে ডাউনলোড করে নিন । এবার আপনার হোষ্টিং সিপ্যানেল [ http://cpanel.byethost.com ] কন্ট্রোল প্যানেল ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন ।

২য় ধাপ:

আপনার প্যানেলে প্রবেশ করা কাজ শেষ। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা পূর্বে  আপনা কে একটা ডাটাবেস তৈরি করতে হবে এর জন্য আপনি Databases Management এর নিচে MySQL Databases এ ক্লিক করুন ।

৩য় ধাপ:

MySQL Databases এ ক্লিক করার পর নিচের পেজটা আসবে তাতে আপনার ডাটাবেস এর নাম দিন , এবং Create databases এ ক্লিক করুন ব্যস ,আপনার ডাটাবেস তৈরি কাজ শেষ ।

৪র্থ ধাপ:

এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা পালা , এবার আপনার প্যানেলে ফিরে আসেন এবং File Management এর নিচে online file manager এ ক্লিক করুন ।

৫ম ধাপ :

online file manager এ ক্লিক করুন এবার নিচের ছবিটার মত একটা নতুন টেব খুলবে , সেখানে আপনার ডোমেইন নেম থাকবে  তার উপর ক্লিক করুন তার ভিতর htdocs নামে কটা ফোল্ডার থাকবে তার ভিতর প্রবেশ করুন ।

৬ষ্ট ধাপ:

htdocs নামে কটা ফোল্ডার এর ভিতর প্রবেশ করুন করুন এবং উপর এ Upload বাটন এ ক্লিক করুন । নিচের চিত্রে লাল বক্স করা আছে ।

৭ম ধাপ:

Upload বাটন এ ক্লিক করলে নিচের ছবিতে দেয়া পেজ টা আসবে  তাতে আপনি আপনার ডাউনলোড করা ওয়ার্ডপ্রেস জিপ ফাইল টা আপনা ড্রাইব হতে সিলেক্ট করে দিন । এবং পরিশেষে সবুজ রং এর একটা টিকচিহ্ন তাতে ক্লিক করুন । সমস্যা হলে নিচের ছবি টা ভালভাবে দেখুন ।

ছবি ১

ছবি ২

এখন আপনার ওয়ার্ডপ্রেস সার্ভারে আপলোড করার কাজ শেষ । এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কাজ । তা নিচে ধাপে ধাপে লেখা হল

৭ম ধাপ:

আপনার ওয়ার্ডপ্রেস সার্ভারে আপলোড গেলে ৯০% কাজ শেষ । এবার শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কাজ কাজ । এবার আপনার ডোমেইন নেম টা ওয়েব ব্রাউজারে এড্রেস বারে টাইপ করুন এবং এন্টার চাপুন ।

৮ম ধাপ:

ডোমেইন নেম টা ওয়েব ব্রাউজারে এড্রেস বারে টাইপ করে এবং এন্টার চাপলে নিচের ছবিটার মত একটা পেজ় আসবে , তাতে Create a Configuration File এ ক্লিক করুন এবং তার পর আর একটা পেজ় আসবে তাতে Lets go নামের একটা বাটন থাকবে তাতে ক্লিক করুন ।

৯ম ধাপ:

এই ধাপ টাই আসল কাজ । Lets go নামের একটা বাটন এ ক্লিক করলে নিচের ছবির মত একটা ফর্ম আসবে তাতে আপনার  MySQL Databases নাম টা দেবেন [উদাহারন b5_6646438_wptutorial24 ] , তারপর আপনার ইউজার নেম দিবেন  [উদাহারন b5_6646438 ] , এবার আপনার প্যানেলের পাসওয়ার্ড টা দিবেন [উদাহারন  ১২৩৪৫৬৭৮ ] এবং সর্ব শেষ ডাটা হোস্ট নেম দিবেন [উদাহারন sql200.byerhost5.com ] । ফর্ম টা ভাল ভাবে পুরন হলে সাবমিট বাটন এ ক্লিক করুন ।

১০ম ধাপ:

সাবমিট বাটন এ ক্লিক করলে আপনার কাজ শেষ । এবার নিচের পেজ টার মত একটা পেজ় আসবে তাতে আপনার ব্লগ/সাইট এর টাইটেল নেম , আপনা ইউজার নেম , পাস ওয়ার্ড ও ইমেল এড্রেস দিয়ে install wordpress বাটন ক্লিক করুন ।ব্যস কাজ শেষ । এবার আপনার ইউজার ও পাশওয়ার্ড দিয়ে  দিয়ে লগইন করুন । ডেমো দেখুন

আমার পরের লেখায় Dashbord ব্যবস্থাপনা ও নতুন থীম কিভাবে সেট করবেন তা নিয়ে আলোচনা করবো ।

লেখাটি সর্বপ্রথম বিডি টিউটোরিয়াল২৪ ব্লগ এ প্রকাশিত

Level 0

আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম ভাইয়া আমি একটা ডোমেইন কিনে সেটা আপনার মত করে বিওয়াইটি হোস্ট এ এড করেছি।এখন সেটা দিয়ে ওয়ার্ডপ্রেস সাইট বানাবো।খালি একটা কথা আমি শুনেছি ফ্রী হোস্টিং নিলে নাকি অনেক সময় সাইট বন্ধ করে দেয়?

    ফ্রী হোস্টিং নিদিস্ট পরিমান ভিজিটর এর বেশি হলে তারা হোস্টিং সাস্পেন্ড করে দেয় । এর জন্য ফ্রী হোস্টিং ব্যবহার করলে আপনার সাইট নিয়মিত ব্যাক আপ দেওয়া ভাল । আমার পরের টিউন গুলোতে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচঅনা করবো

    http://bn.bdtutorial24.com/tutorial/145

    যাদের সমস্যা হচ্ছে তারা দয়াকরে উপরের লিংক থেকে সমাধান পেতে পারেন। এখানে স্ক্রীন-শট গুলোও দেখতে পারবেন। ধন্যবাদ

ফ্রী হোস্টিং নিলে কি কি সমস্যা জতে পারে , তা একটু জানাবেন।
সালাম।

    ফ্রী হোস্টিং প্রধান সমস্যা তাদের হল নিদিস্ট পরিমান ভিজিটর এর বেশি হলে তারা হোস্টিং সাসপেন্ড করে দেয় ।

ফ্রী হোস্টিং নিলে কি কি সমস্যা হতে পারে , তা একটু জানাবেন।
সালাম।

ভাই আমি আপনার কথা মত সবকিছু করে তারপর যখন এড্রেস বারে ডোমেইন লিখে এন্টার প্রেস করতে বললেন সেটাও করলাম তারপর………………………………………..
Network – DNS Lookup Error
The address http://www.আমারডোমেইনটি.com could not be found.

এবার আপনি বলুন কি করবো।

টেকটিউনসে অনেক ভিজিটর কমে গেছে। এত সুন্দর একটা টিউন অথচ এত কম কমেন্ট। হায়রে আমার বাংলাদেশের সবচেয়ে বড় টেকনলজী সাইট। মাঝে মাঝে সাইটটিতে প্রবেশ করাই মুশকিল হয়ে যায়। আমি চরম হতাশ টেকটিউনসের এরকম অবস্থার জন্য।

আমার কথা যদি করও বিশ্বাস না হয়, গত ২৪ ঘন্টায় কয়টি টিউন হয়েছে তাই দেখেন তাহলেই বুঝতে পারবেন।

Level 0

ফাহিম রেজা বাধন ভাইজান, আপনাকে অনেক ধন্যবাদ গুছিয়ে টিউনটি করার জন্য ।

এগিয়ে যাও অসাধারন হইতেছে,
শুভ কামনা রইল,
আমি একবার http://www.ataurbd.co.cc বানিয়ে ছিলাম কিন্তু এইটা খুলতেছেনা সমস্যাটা কি বুঝতে পারছিনা,ধারনা থাকলে জানাইবে,
আর তোমার অনুমতি পাইলে তোমার কিছু টিউন আমি আমার ব্লগে প্রকাশ করতে চাই,
অনেক অনেক ধন্যবাদ।

    ধন্যবাদ আতাউর ভাই ।
    আপনার ডোমেইন এ সেট আপ সমস্যা হতে পারে ।
    আর আপনি আমার টিউন গুলো আপনার ব্লগ এ প্রকাশ করতে পারেন ।

    আমি অনেক চেষ্টা করেও কিছু করতে পারি নাই তুমি কি পারবে এইটাকে একটিভ করতে?

    Level 0

    আপনি হোস্টিং কন্ট্রোল প্যানেলে ডোমেইনটি যোগ করেননি। শুধুমাত্র ডোমেইন প্যানেলে নেমসার্ভার যোগ করেছেন। তাই সমস্যা হচ্ছে।

    http://network-tools.com/default.asp?prog=express&host=ataurbd.co.cc এই লিংকে গেলেই বুঝতে পারবেন।

    —————————————————————————————————–
    ফ্রী হোস্টিং- ১০ জিবি স্পেস, ১০০ জিবি ব্যান্ডউইথ

    আতাউর রহমান ভাই, চেষ্টা করতে তো কোন দোষ দেখিনা।

    ঠিক আছে আপনি যদি একটু চেষ্টা করতে পারেন আমার জন্য তা হইলে আমি আপনাকে মেইল করে বিস্তারিত লিংক পাঠিয়ে দিব,
    পাঠাবো কি?

    দিন দেখি। আমার মেইল এড্রেস alamin(@)ibabar.com
    চাইলে আমাকে Gtalk বা MSN মেসেঞ্জারেও এডড করতে পারেন। দুটোরই আইডিঃ alamin(@)ibabar.com

    **আইডি লেখার সময় ব্র্যাকেট দুটো তুলে দিয়েন।

ফাহিম ভাই আমি তো মনে হয় সব ঠিক ঠাক মতই করলাম।মাই সিকিউএল ডেটা বেইজ বানালাম, আমারডোমেইন/htdocs ডিরেকটরিতে wordpress.zip টাও আপ্লোড করলাম এখন ইনডেক্স অফ wordpress.zip দেখাচ্ছে…(স্ক্রীন সটhttp://www4.picturepush.com/photo/a/4466327/640/4466327.png) বুঝলামনা কারন কি নাকি আনজিপ করে আপ্লোড করতে হবে…।

    হুম আপনার সমস্যা তা বুঝতে পেরেছি , আপনি wordpress.zip ফাইল এ ক্লিক করেন দেখবেন কাজ হবে । তাছারা আপনি এই লিঙ্ক http://www.ziddu.com/download/12397592/wp.zip.html থেকে wordpress ফাইল টা পুনরায় আপলোড করলে আর সমস্যা হবে ।

    @তন্ময় ট্রাভিস
    আপনি ঠিকই ধরেছেন। এটা আনজিপ করে তারপর আপলোড করতে হবে। আনজিপ করার পর wordpress নামে একটা ফোল্ডার পাবেন। এটা সহ আপলোড করবেন না। শুধু মাত্র এই ফোল্ডারের ভিতরের ফাইলগুলো আপনার পাবলিক ফোল্ডারে আপলোড করবেন।

    ————————————————–
    Movie, Music, Ebooks, Software all is here.

Level 0

পর্যায়ক্রমে শেষ টিউনটি পাবার আশা করছি। আমরা সাধারনত পুনরায় কোন টিউন দেখতে বা খুজতে নির্দিষ্ট বিভগে যাই (যদি টিউনটি সেভ না করি) এবং খুজে বের করি। আপনার টিউনগুলো নিঃসন্দেহে কাজের কিন্তু একেকটা টিউন একেক বিভাগে হওয়ায় পরে খুজে পেতে সমস্যা হবে। যেমনঃ ১ম টিউন- টিউটরিয়াল, ২য় টিউন- ওয়েব ডিজাইন, ৩য় টিউন- টিউটরিয়াল, ৪র্থ টিউন- ওয়েব ডিজাইন বিভাগে ।পাশাপাশি প্রত্যেকটা টিউনে পূর্ববর্তী টিউনগুলোর লিংক দিয়ে দিলে ষোল কলা পূর্ণ হবে।সবাইকে ধন্যবাদ।

    ধন্যবাদ ওমর ভাই আপনার মন্তব্য এর জন্য । আপনার কথা টা আমার মাথায় থাকবে

ফাহিম ভাই, অমি ওয়েব ডিজাইন এর কিছুই জানিন, টেকটিউনস এ ও নতুন(মত্র ৭/৮ দিন ধরে ভিজিট করছি) তার পরও আপনার টিউটোরিয়াল গুলে ফলো করে কিছু একটা করছি, কিন্তু আমার লিংক http://www.risingidea.co.cc/ এ গেলে নিচের লেখাগুলা দেখাচ্ছে:

Index of /
* wordpress/

কি করব ? বুঝতেছি না !! একটু কি সাহায্য করবেন ভাই?

বোকার মত প্রশ্ন আর বোকার মত অনুরোধ করে ফেল্লাম মনে হয়!!! কি করব বলেন এত কম জানি যে, কোনটা বোকার মত কথা হয়ে গেল তাও বুঝিনা !!!

    প্রশ্নটা মোটেও বোকার মত হয় নি।
    আপনি প্রথমে ওয়ার্ডপ্রেসের সাইট থেকে জিপ করা ফাইলটা নামিয়ে নিন। এবার আনজিপ করুন। আনজিপ করার পর wordpress নামে একটা ফোল্ডার পাবেন। এটা সহ আপলোড করবেন না। শুধু মাত্র এই ফোল্ডারের ভিতরের ফাইলগুলো আপনার পাবলিক ফোল্ডারে আপলোড করবেন।
    তাহলেই আর কোন সমস্যা হবে না।
    বুঝতে না পারলে আবারও প্রশ্ন করুন। যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেয়ার।

    ————————————————–
    Movie, Music, Ebooks, Software all is here.

    ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য !!!
    আমি চেষ্টা করে দেখলাম, কিন্তু কাজ হচ্ছে না।
    আমার বাইটহোস্ট এর ভিস্তা প্যানেল এর অনলাইন ফাইল ম্যানেজার এ গেলে নিচের মেনু দেখায়:
    Up ..
    htdocs Directory 4096 b3_66469 6646978 rwx–x–x Nov 6 09:11
    risingidea.co.cc Directory 4096
    DO NOT UPLOAD FILES HERE DO NOT UPLOAD FILES HERE File

    উপরের risingidea.co.cc এর মধ্যে htdocs নামে আর একটি ফোল্ডার আছে, আমি সেখানে ওয়ার্ডপ্রেস এর মধ্যের ফাইল ও ফোল্ডার গুলো আপলোড করেছি। কিন্তু তাতেও কাজ হচ্ছেনা। কি করা যায়?

    কাজ হইছে তো। এখন শুধু ওয়ার্ডপ্রেস সেটআপ দিন।

    ধন্যবাদ!!!
    ফাহিম ভাই আর বাবর ভাই আপনাদের ধন্যবাদ!!!
    আমার মত নাদান পাবলিকও ডোমেন রেজিষ্ট্রেশন আর হোষ্টিং করে একটা সাইট বানাইছে!!!
    আপনাদের সাহায্যেই এইটা সম্ভব হল।

    এবার ওয়ার্ডপ্রেস শিখতে হবে। আপনাদের সাহায্য আর আল্লাহর রহমত হলে তাও মনে হয় হয়ে যাবে।
    আপনাদের অসংখ্য ধন্যবাদ!!

বাধন ভাই ,
আপনার টিউনের ছবিগুলো আমার পিসিতে আসছেনা । কারনটা বুঝতে পারছিনা।

ভাইয়া আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটিতে ভিজিটরের Sign up অপশন যোগ করতে পারছি না। Plz Help করেন।

    এর জন্য আপনি প্লাগইন ব্যবহার করতে পারেন বা অন্যবস্থা আছে । আমি এ নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো ।

    তোমার WordPress Admin Panel থেকে Settings এর General Option এ যাও। সেখান থেকে Membership এর ‘Anyone Can Register’ অপশনটিতে টিক চিহ্ন দাও। এর ফলে সকল ভিজিটর তোমার ব্লগ এ রেজিস্টার করতে পারবে।

    এখন রেজিস্টার/সাইন-ইন লিঙ্ক দেখানোর জন্য Apperance Option এর Widget Section এ যাও। সেখান থেকে তুমি যেখানে রেজিস্টার/সাইন-ইন লিঙ্ক দেখাতে চাও সেখানে Meta Widget টি স্থাপন কর।

vaiya amar problem hoitese, please help koren, 1st problem ei post er picture gula dekte passina kono browser diye. ar amar site http://www.4kidding.co.cc kintu wordpress file manager a upload korar por index/ wordpress ase, tarpor oikhane click korle apnar kotha moto next step gulo ase. problem ta habib vaiyer moto. ami file ta unzip kore try korte gesi, but mone koren wp-admin file ta select korbo, kintu select option nai, open hoye jasse file ta select korte gele, evabe open korte korte ekbare sesher file ta select hoy. janina bujte parsen kina ar ami bujhate parsi kina, but bujte parle solution diyen,

ফাহিম ভাই,
আমি ৫ম ধাপ অনুসরণ করে online file manager এ ক্লিক করলে সেখানে আমার ডোমেইন নেম আসছেনা। শুধু Directory Tree: root / লেখা আসছে। কি করবো বলুন প্লিজ।

    @জুয়েল তুমি কোন Hosting ব্যবহার করছো?

    Root Folder এই WordPress install করো…

    উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। একেক hosting এ একেক রকম থাকে। সাধারনত cPanel এর ক্ষেত্রে public html এবং বিভিন্ন Free Hosting এর ক্ষেত্রে htdocs/roots/domainname etc. root folder হয়ে থাকে।

pic nai হায় হায়…..

Level 0

Hello Vai,
Ami wordpress install korselam but akhon amer site ta browse korlay “”Error establishing a database connection”” ata dekai. Ami bujsena ke kortay hobay. So, kindly ke amakay help korben??

My web address http://www.creating-website.co.cc

Level 0

ভাই ইমেজ গুলো দেখা যাচ্ছে না । তারাতারি ঠিক করেন।

vaia word presser compressed file ta upload hoina..dekhai je “it is too big” akhon ki korbo…………

প্রিয় ফাহিম ভাই,

আমি আপনার “সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৪] কিভাবে ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করবেন , [অনলাইন ফাইল ম্যানেজার দিয়ে]” শীর্ষক সুন্দর টিউনটি পড়ে একটি ব্লগ তৈরি করার চেষ্টা করলাম। co.cc থেকে ডোমেইন আর byethost থেকে ওয়েব হোস্টিং নিয়ে করেছি।

FileZilla দিয়ে htdocs এর মধ্যে unzip করা wordpress ফোল্ডারের মধ্যকার সব ফাইল আপলোড করেছি। তার আগে অবশ্য wp-admin-sample.php ফাইলটিকে wp-admin.php হিসেবে re-name ও করলাম। কিন্তু তারপর যখন আমার সাইটের এড্রেস এ যাচ্ছি, তখন server not found দেখাচ্ছে। কি সমস্যা হয়েছে ধরতে পারছি না।

ভাই আপলোড হয় না. এই টা দেখায়

Checking files:
File wp.zip is too big. This file will not be uploaded.
Transferring files to the FTP server:

Level 0

Well done bro.keep it up.sorry for english.

আমি আপনার নির্দেশনা অনুসরণ করেছি কিন্তু মেসেজ আসছে -Welcome to WordPress. Before getting started, we need some information on the database, You will need to know the following items before proceeding.
1. Database name
2. Database username
3. Database password
4. Database host
5. Table prefix (if you want to run more than one WordPress in a single database)
If for any reason this automatic file creation doesn’t work, don’t worry. All this does is fill in the database information to a configuration file. You may also simply open wp—config—sample.php in a text editor, fill in your information, and save it as wp—confiq.php.
In all likelihood, these items were supplied to you by your Web Host. If you do not have this information, then you will need to contact them before you can continue, If you’re all ready…
আমি মেসেজ অনুযায়ী wp—config—sample.php ফাইলটি wp—confiq.php ফাইলে কনভার্ট করে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে সাবমিট করেছি কিন্তু সাইট নেম টাইপ করে ক্লিক করলে ব্লাঙ্ক পেজ আসছে।
আমার ভুলটি কী ভাইয়া ধরতে পারছেন।

vai, ami, shob e apner moto kore korlam, online file manager die 'wordpress zip' upload hoe na….."File is too big msg ase'….unzip kore kora jaitesena…..filezillaclient die shob file upload korlam….kintu tao, browser e blog address likte gele 'index / 'wp-config' tar niche 'wp-include' tar niche 'wp-content' astese…..ami onek bar delete kore notun kore upload korsi….bujte parsi na…..apni jodi ektu help korten khub grateful thaktam. Ami techtunes e 1st comment dilam, tail bangla likhte na parar jonno sorry.

Level 2

fahim bai amar zip file ta load hossilo na —-
tai ami ata pc te unzip kore same same htdoc a folder shoha upload kori
kinto ami address bare amar domain mddoulat.co.cc type kori index of/ ase ki kobr jani na
apni balle mail a amar user o password dibo—

fahim bai plz help

ami dubai thake —plz

Level 0

আমি একটা সমস্যায় পড়েছি ।ভুল করে নেট থেকে একটা বিজ্ঞাপন ড়াউনলোড করেছি।এখন এটা ডিলিট করতে পারছিনা।
ডিলিট করতে গেলে নিচের এই বক্স আসছে,
Error Deleting file or folder
Cannot delete (file name):Access is denied make sure the disk is not full or write-protected and that the file is not currently in use.
ok

Read more: https://www.techtunes.io/download/tune-id/67584/#ixzz1LPetoKwm
আপানর জানা থাকলে হেল্প করেন প্লিজ।
Reply

Read more: https://www.techtunes.io/featured/tune-id/66583/#ixzz1LPfw8g7Z

http://bn.bdtutorial24.com/tutorial/145

যাদের সমস্যা হচ্ছে তারা দয়াকরে উপরের লিংক থেকে সমাধান পেতে পারেন।

ভাইয়া, আমি আমার ওয়ার্ডপ্রেস-এ সাইন-ইন করতে পারতেছিনা। পাসওয়ার্ড রিকভারী লিংকে ইউজার নেম/ইমেইল এড্রেস দিলেও তা ইনভ্যালিড বলছে। এখন কিভাবে সাইন-ইন করে ড্যাশবোর্ডে যাব………………….??????

Level 0

bhai amar site a """"http://bdonlinehelp.co.cc/wordpress/"""ae wordpress ta na delay index a chole jacche kano…..abar wordpress delay site a jay…ke korbo bujhtese na…sharata din ae neya matha noshto hoya gase… k o aktu help koren plz

Level 0

ভাই আমার এখানে Screenshot গুলো ওপেন হয় না . কোনো উপায় আসে ?

ভাই, wordpress upload করতে গেলে এই লেখাটি দেখায়ঃ

Checking files:

File wordpress-3.2.1.zip is too big. This file will not be uploaded.

Transferring files to the FTP server:

ওয়ার্ড প্রেস আপলোড করার পর অ্যাড্রেস বারে ডোমেইন বসালে
You don’t have permission to access / on this server.

Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.

এই মেসেজ আসে কি করব?

Level 0

Onek dhonnobad apnar eai chomotkar tune er jonno. jodio ekhono successful hoini, tarpor o apnar likhar style chomotkar. thanks.

হ্যালো বাঁধন ভাই,
আপনার এই টিউটোরিয়ালে “সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৪] কিভাবে ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করবেন , [অনলাইন ফাইল ম্যানেজার দিয়ে]” ৭ম ধাপ ছিল-
৭ম ধাপ:
Upload বাটন এ ক্লিক করলে নিচের ছবিতে দেয়া পেজ টা আসবে তাতে আপনি আপনার ডাউনলোড করা ওয়ার্ডপ্রেস জিপ ফাইল টা আপনার ড্রাইভ হতে সিলেক্ট করে দিন । এবং পরিশেষে সবুজ রং এর একটা টিকচিহ্ন তাতে ক্লিক করুন ।
কিন্তু ওয়ার্ডপ্রেস জিপ ফাইল টা সিলেক্ট করে Upload করলে দেখায়-
Checking files:
• File wordpress.zip is too big. This file will not be uploaded.
ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটা কি পুরা upload করতে হবে? Plz help me…

Level 0

আপনার ইমেজ গুলো দেখা যাচেছ না।

আপনার ইমেজ গুলো দেখা যাচেছ না

Level 0

vaiya bishal akta jhamelay porechi.
wordpress 3.0.1 zip file ta server a upload korte parchina
upload dile lekha dekhachche: File wordpress-3.0.1.zip is too big. This file will not be uploaded.
akhon ki korbo vaiya plz help korben as soon as possible.
thanking you
[email protected]
parle apnar mobile number ta diben vaiya plz

Level 0

vaia ami onek try korchi kintu lets go te click kore form ta fill kore submit korle ei lekhata ase ki korbo????

Error establishing a database connection
This either means that the username and password information in your wp-config.php file is incorrect or we can’t contact the database server at sql205.byethost15.com. This could mean your host’s database server is down.

Are you sure you have the correct username and password?
Are you sure that you have typed the correct hostname?
Are you sure that the database server is running?
If you’re unsure what these terms mean you should probably contact your host. If you still need help you can always visit the WordPress Support Forums.

Try Again

Level 0

image gulo nai
r ami c apanel e htdoc folder ta pelam na 🙁

এক কথায় দারুন!

    তবে বেশ কয়েকবার চেষ্টা করার পরও আপনার ছবিগুলো দেখতে পারছি না। আশা করি, সবার উপকারে সমস্যাটি সমাধানে সচেষ্ট হবেন।

Level 0

achaa WordPress.com e onlinbe e bloging site r WordPress.Org diye manually bloging website banaor modhye difference ki ?

বাঁধন vai picture gulu show kortece na..please kichu koren..apnar tune onek sundor hoitece

পর্ব ১,২,৩ এর কোন লিঙ্ক খুজে পাচ্ছিনা