সবাই কে আসসালামুয়ালাইকুম।
কেমন আছেন আপনারা? আশা করি ভালই, আজ আমি ফটোশপ এর একটি বহুল ব্যাবহৃত এবং অতি জনপ্রিয় blur motion নামক ফিল্টার দিয়ে HIGH SPEED MOTION ইফেক্ট তৈরি করা দেখাব।
বিভিন্ন রেসিং মুভি অথবা গেম এর কভার পোস্টার এ এই HIGH SPEED MOTION ইফেক্ট এর ব্যবহার দেখতে পাই।
তাহলে শুরু করা যাক,
প্রথমে একটি ছবি ফটোশপে ওপেন করুন। আমি যে ছবিটি ব্যাবহার করেছি আপনারা এরকম একটি ছবি ওপেন করুন।.
এবার Magnetic Lasso Tool এর সাহায্যে গাড়ির চারিদিকে একটি সিলেকশন তৈরি করুন। এর পর কি-বোর্ড থেকে (CTRL+SHIFT+I) কমান্ড দিন। নিচের ছবিটির মত একটি আবরন তৈরি হবে।
তারপর মেইন মেনু থেকে Layer>New>Layer via Copy (CTRL+J) সিলেক্ট করুন।
এবার মেইন মেনু থেকে Filter>Blur>motion Blur এ ক্লিক করুন।
Angle "5" এবং Distance "64" সেট করে ok দিন।
ব্যাস!!
এই ছবিটিই আমাদের শেষ ফলাফল।
সূত্রঃ techtution.com
আমি Nishachor33। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vaaaaaaaiiii
tnqu toooooooooooooo much 😀