সবাই কে আসসালামুয়ালাইকুম জানিয়ে টেকটিউনস এ আমার প্রথম টিউনটি শুরু করছি।
চুলের রং কিভাবে পরিবরতন করা যায় ফটোশপ এর এই টিউটোরীআলে আজ আমরা শিখব। আর সেটি অবোশ্বই অনেক মজার হবে
১ম ধাপ
আপনার ছবিটি ফটোশপে ওপেন করুন।
২য় ধাপ
একটি নতুন Hue/Saturation Layer ওপেন করুন।
৩য় ধাপ
saturation “-100”, Hue "-6"এবং lightness “+51” সেট করুন। সম্পূর্ণ ছবিটি এখন ধূসর।
৪থ ধাপ
এবার Soft Edge Brush Tool ব্যাবহার করে কালো রং দিয়ে চুলে রং করুন।
৫ম ধাপ
এখন Image>Adjustments>Invert(Ctrl+I)-ক্লিক করুন।
৬ ধাপ
দেখা যাচ্ছে চুলের রং ধুষর এবং ছবির বাকি অংশ আগের মতই আছে।
৭ম ধাপ
এই আইকনটিতে ডাবল ক্লিক করুন। Hue/Saturation নামে একটি উইন্ডো আসবে।
৮ম ধাপ
এখন Hue"-39" saturation"72" এবং lightness"7" সেট করুন। অথবা আপনি নিজের পছন্দ মতও রং সেট করতে পারেন।
৯ম ধাপ
নতুন রং এর বাড়তি অংশ ছেঁটে ফেলতে চাইলে আমরা soft edge brush ব্যাবহার করতে পারি।
১০ম ধাপ
সবশেষে Filter>Blur>Gaussian Blur এ ক্লিক করে 2.5 pixel সেট করুন।.
শেষ ফলাফল
আশা করি আমার লেখা প্রথম টিউন টি আপনাদের ভাল লাগবে। 🙂
সূত্রঃ http://www.techtution.com
আমি Nishachor33। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
sundor hoyse