প্রথমে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ওয়েবসাইট এ যান।
– যদি আগে একাউন্ট না করে থাকেন, তাহলে রেজিস্ট্রেশন অপশনে যান।
– ফরম নম্বর বা NID নম্বর, জন্ম তারিখ দিয়ে একাউন্ট তৈরি করুন।
– আপনার মোবাইল নম্বরে পাঠানো OTP কোড দিয়ে ভেরিফাই করুন।
– *NID Wallet* অ্যাপ ডাউনলোড করে চেহারা স্ক্যান করে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
– লগইন করার পর *"NID কার্ড ডাউনলোড"* অপশনে যান।
– আপনার *সার্ভার কপি (PDF ফরম্যাট)* ডাউনলোড করুন।
– এটি প্রিন্ট করে লেমিনেটিং করলেই আপনার ভোটার আইডি কার্ড প্রস্তুত!
যদি আপনি ২০১৯ সালের আগের ভোটার হয়ে থাকেন, তাহলে অনলাইন থেকে সরাসরি NID কার্ড ডাউনলোড করতে পারবেন না। আপনাকে *NID পুনরায় ইস্যুর (Reissue)* জন্য আবেদন করতে হবে।
এই প্রক্রিয়া অনুসরণ করে সহজেই ঘরে বসে আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন।
যদি কোনো সমস্যা হয়, তাহলে *হেল্পলাইন ১০৫* নম্বরে যোগাযোগ করতে পারেন বা নিকটস্থ নির্বাচন অফিসে যেতে পারেন।
`
আমি নাজমুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 ঘন্টা 58 মিনিট যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।