অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র NID ডাউনলোড করুন মাত্র ২ মিনিটেই

জাতীয় পরিচয়পত্র (NID) ডাউনলোড করার সম্পূর্ণ প্রক্রিয়া

অনলাইনে জাতীয় পরিচয়পত্র (NID) ডাউনলোড করার নিয়ম

NID কার্ড ডাউনলোড করতে যা যা প্রয়োজন

  • ✅ ভোটার রেজিস্ট্রেশন ফরম নম্বর / NID নম্বর
  • ✅ জন্ম তারিখ
  • ✅ ঠিকানা
  • ✅ মোবাইল নম্বর (যেটি ভোটার হওয়ার সময় দিয়েছেন)
  • ✅ ফেস ভেরিফিকেশনের জন্য ‘NID Wallet’ অ্যাপ

NID কার্ড ডাউনলোড করার ধাপসমূহ

✅ ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ করুন

প্রথমে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ওয়েবসাইট এ যান।

✅ ধাপ ২: একাউন্ট তৈরি করুন / লগইন করুন

– যদি আগে একাউন্ট না করে থাকেন, তাহলে রেজিস্ট্রেশন অপশনে যান।

– ফরম নম্বর বা NID নম্বর, জন্ম তারিখ দিয়ে একাউন্ট তৈরি করুন।

– আপনার মোবাইল নম্বরে পাঠানো OTP কোড দিয়ে ভেরিফাই করুন।

✅ ধাপ ৩: ফেস ভেরিফিকেশন করুন

– *NID Wallet* অ্যাপ ডাউনলোড করে চেহারা স্ক্যান করে ভেরিফিকেশন সম্পন্ন করুন।

✅ ধাপ ৪: NID কার্ড ডাউনলোড করুন

– লগইন করার পর *"NID কার্ড ডাউনলোড"* অপশনে যান।

– আপনার *সার্ভার কপি (PDF ফরম্যাট)* ডাউনলোড করুন।

– এটি প্রিন্ট করে লেমিনেটিং করলেই আপনার ভোটার আইডি কার্ড প্রস্তুত!

পুরাতন ভোটারদের জন্য করণীয়

যদি আপনি ২০১৯ সালের আগের ভোটার হয়ে থাকেন, তাহলে অনলাইন থেকে সরাসরি NID কার্ড ডাউনলোড করতে পারবেন না। আপনাকে *NID পুনরায় ইস্যুর (Reissue)* জন্য আবেদন করতে হবে।

শেষ কথা

এই প্রক্রিয়া অনুসরণ করে সহজেই ঘরে বসে আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন।

যদি কোনো সমস্যা হয়, তাহলে *হেল্পলাইন ১০৫* নম্বরে যোগাযোগ করতে পারেন বা নিকটস্থ নির্বাচন অফিসে যেতে পারেন।

এখনই NID ডাউনলোড করুন

`

Level 0

আমি নাজমুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 ঘন্টা 58 মিনিট যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস