copyscape ট্রিকস (ধাপঃ১)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আজকে আমার ২য় তম পোস্ট। আশা করি সবার কাজে লাগবে। এই ট্রিকস শুধু ব্লগার ইউজারদের জন্য। আমাদের অনেকেরই ফ্রী ওয়েবসাইট আছে (ব্লগার)। oঅনেকে অনেক পোস্ট করে কিন্তু তা যদি plagiarism (নকল পোস্ট মানে চুরি করা) হয়। তাহলে কিন্তু গুগল অ্যাডসেন্স আপনাকে অ্যাকাউন্ট দিবে না। আজকে আমার পোস্টটি গুগল অ্যাডসেন্স এর জন্য ও অনেক উপকারি। যদি আপনার ব্লগার এর পোস্ট অরিজিনাল না হয়, তাহলে কোনও ভাবেই আপনি গুগল অ্যাডসেন্স পাবেন না।

 

এই ট্রিকস এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট এর রাঙ্ক ও বাড়াতে পারবেন।

তাহলে শুরু করা যাক আজকের কাজ। আমি আমার ট্রিকস ৩ ধাপ এ দিবো। আজকে আপনাদের সাথে ১ ধাপ শেয়ার করবো।

 

ধাপঃ ১

 

১. প্রথমে http://copyscape.com/ এ যান। এবং আপানার ওয়েবসাইট চেক করুন। যদি আপনার ওয়েবসাইট plagiarism ধরে তাহলে এই ট্রিকস ব্যবহার করতে পারবেন। আর যদি না ধরে তাহলে কোনও প্রয়োজন নেই।

2. http://blogger.com/ < design < edit HTML < CTRL+F < Search করুন কোডটি <head>

৩. নিচের কোডটি কপি করুন। এবং পেস্ট করুন <head> এর নিচে।

 

<b:if cond='data:blog.pageType == &quot;archive&quot;'><meta name="robots" content="noindex, follow" /></b:if>

 

৪. সেভ করুন। ট্রিকসটি অনেক সহজ তাই না।

এখন না বুঝলে বলবেন।

 

(নোটঃ)- আপনার ব্লগারটি ৩ মাসের হতে হবে। (AGE).

ভালো লাগলে comments করবেন।

 

 

সাহায্যঃ কেউ আমাকে বলবেন কিভাবে screenshot আপলোড করতে হয়।

Level 0

আমি reazahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এখানে টিউন করার মতো অনেক রিসোর্স পাবেন। https://www.techtunes.io/category/techtunes-resource/

Level 0

nice.how to other site as http://www.aaa.com

ভাই টিউন টা মাথার উপর দিয়ে চলে গেসে। কিছুই বুঝি নাই ।

    Level 0

    আপনার কি ওয়েবসাইট আছে। না থাকলে বুঝবেন না।

Warning::::**************************==================================
vai apni jei tricks ta deyachen eta korle onek boro somossa hobe.!!!!!!!!!!!!!!
zemon meta name=”robot” er pore content er moddhe apni jei tag ta bebohar koreche ete korle Google yahoo bing bot(search engine robots) guli apnar site index korbe na.!!!!tahole to onek boro somossa thik na?????

tai ei tricks ta use na korai better.

    @শেখ রাসেল মাহমুদ: ভাই আমি এক মাস আগে এই কোড ইউজ করেছিলাম….আমার নতুন সাইটের PR ছিল 1, কিন্তু এখন PR N/A দেখায়….এটা কি এই কোডের জন্য হলো নাকি অন্য কোন কারণে , আপনার জানা থাকলে কমেন্ট করবেন প্লিজ। আমার সাইট http://www.bdsell.com

Level 0

ভাই, আমি এই ট্রিকসটি আমার ওয়েবসাইট এ ব্যবহার করেছি। কিন্তু, এই search engine index এ কোন problem হয়নি।

Level 0

vai ami apnar tricks ta to apply korlam. but akhono copyscape dea search dile to akhono kotha thaka copy koresi show kore…..problem ta kothaY???

Level 0

ভাইয়া, আমি বলেছিলাম এটা ৩ ধাপ এর। এটা হছে ১ ধাপ। আমি সময় পাচ্ছি না। তাই বাকি ২ তা দিয়ে পারছি না। আমি আগামিকাল দিয়ে দিবো ফুল ট্রিকস।

Level 0

ভাই এই ত্রিস্ক টি অ্যাপ্লাই করলে google indesk করতে কোন প্রবলেম হবে নাকি?

Level 0

ভাই টিউন টা মাথার উপর দিয়ে চলে গেসে। কিছুই বুঝি নাই আসলে আমার sub domain blog একটু বুজাইয়া কন

ভাই টিউন টা মাথার উপর দিয়ে চলে গেসে। কিছুই বুঝি নাই ।

Level 0

ভাই আমার সাব ডোমেইন এর মেয়াদ ১.৫ মাস এর মত হবে, আমি কি এই ট্রিক্স টি ব্যাবহার করতে পারবো?