আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আজকে আমার ২য় তম পোস্ট। আশা করি সবার কাজে লাগবে। এই ট্রিকস শুধু ব্লগার ইউজারদের জন্য। আমাদের অনেকেরই ফ্রী ওয়েবসাইট আছে (ব্লগার)। oঅনেকে অনেক পোস্ট করে কিন্তু তা যদি plagiarism (নকল পোস্ট মানে চুরি করা) হয়। তাহলে কিন্তু গুগল অ্যাডসেন্স আপনাকে অ্যাকাউন্ট দিবে না। আজকে আমার পোস্টটি গুগল অ্যাডসেন্স এর জন্য ও অনেক উপকারি। যদি আপনার ব্লগার এর পোস্ট অরিজিনাল না হয়, তাহলে কোনও ভাবেই আপনি গুগল অ্যাডসেন্স পাবেন না।
এই ট্রিকস এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট এর রাঙ্ক ও বাড়াতে পারবেন।
তাহলে শুরু করা যাক আজকের কাজ। আমি আমার ট্রিকস ৩ ধাপ এ দিবো। আজকে আপনাদের সাথে ১ ধাপ শেয়ার করবো।
ধাপঃ ১
১. প্রথমে http://copyscape.com/ এ যান। এবং আপানার ওয়েবসাইট চেক করুন। যদি আপনার ওয়েবসাইট plagiarism ধরে তাহলে এই ট্রিকস ব্যবহার করতে পারবেন। আর যদি না ধরে তাহলে কোনও প্রয়োজন নেই।
2. http://blogger.com/ < design < edit HTML < CTRL+F < Search করুন কোডটি <head>
৩. নিচের কোডটি কপি করুন। এবং পেস্ট করুন <head> এর নিচে।
<b:if cond='data:blog.pageType == "archive"'><meta name="robots" content="noindex, follow" /></b:if>
৪. সেভ করুন। ট্রিকসটি অনেক সহজ তাই না।
এখন না বুঝলে বলবেন।
(নোটঃ)- আপনার ব্লগারটি ৩ মাসের হতে হবে। (AGE).
ভালো লাগলে comments করবেন।
সাহায্যঃ কেউ আমাকে বলবেন কিভাবে screenshot আপলোড করতে হয়।
আমি reazahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এখানে টিউন করার মতো অনেক রিসোর্স পাবেন। https://www.techtunes.io/category/techtunes-resource/