কেমন আছেন সবাই। ব্যস্ততার জন্য অনেক দিন ব্লগিং থেকে দূরে থাকতে হয়েছে। আজ আমরা বিজনেস কার্ড তৈরি করা দেখব।
নিচের মত নতুন লেয়ার তৈরি করুন।
নিচের মত সিলেকশান তৈরি করুন নতুন লেয়ারে।
ব্রাশ টুল সিলেক্ট করে F5 প্রেস করে ব্রাশ সেটিং উইন্ডো এনে তাতে নিচের মত মান সেট করুন।
উক্ত ব্রাশ দিয়ে নিচের মত পেইন্ট করুন।
মূল কার্ড তৈরি করেছেন যে লেয়ারে তাতে নিচের মত লেয়ার স্টাইল দিন।
এর পর নিজের মত করে নাম ঠিকানা দিন। এক্ষেত্রে নিচের মত লালচে বাদামী কালার ভাল মানায়।
আমার ফাইনাল রেজাল্ট।
আমার তৈরি করা আরো কিছু বিজনেস কার্ড
http://www.techsapte.com এ পূর্ব প্রকাশিত
আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার তৈরীকৃত কার্ডগুলো চমৎকার।
টিউনও দারুণ। 😀
ধন্যবাদ।