আপডেট FROM BDGEEKS : নতুন ৩৫ টা পিএইচপি আর ১৫ টা জাভার পুরাপুরি বাংলা ভিডিও টিউটোরিয়াল নিয়া হাজির!

প্রথমেই টেকটিউনসের সবার কাছে মন থাইকা কৃতজ্ঞতা জানাই কারন আমার টিউটোরিয়ালের বেশির ভাগ ভিজিটর টেকটিউনসের!

গত কয়েকদিন নেট কানেকশান নিয়া ব্যাপক ঝামেলায় ছিলাম তাই টিউটোরিয়ালও বানাইতে পারি নাই ঠিক মতো যাও বানাইছি তাও আপলোড করতে পারি নাই! তাই কয়েক মাস পরে একবারে সব নিয়া হাজির হইলাম!

প্রথমত যারা আগের ইউজার তারা সবাই মোটামুটি অবাক হইবেন কারন সাইটের পুরা কনস্ট্রাকশনে ব্যাপক পরিবর্তন আনা হইছে! জানি না কার কতটুকু ভালো লাগবে কিন্তু আপনারা তো আমারে চিনেনই আপনাগো অভিযোগ বলেন আর পরামর্শ বলেন এগুলাই আমারে ইন্সপায়ার করে তাই কারো যেই কোনো কথা থাকলে প্লিজ একটা মেইল করবেন জাস্ট! এড্রেসতো জানেনই তাও আবার দিলাম!

[email protected]
আর যারা নতুন আসবেন তাদের জন্য বলি আমার মতে সাইটের লুকটা আগের থাইকা ভালো হইছে তারপরও যদি আপনাদের ভালো না লাগে এবং কিভাবে আরো সুন্দর করা যায় এই বিষয়ে কোনো কথা থাকে জানাবেন নি:সংকোচে!

যা যা নতুন:

  • ১.হোমপেজ ডিজাইন!
  • ২.ইউজার রেজিস্ট্রেশন ও লগিন সিস্টেম।(বামপাশে লগিন নামে ১ টা ছোট্টো বাটন আছে ক্লিক করলে লগিন ট্রে বাইর হয়া আইবো ঐখানে রেগিস্টার নামে বাটন আছে ঐটায় ক্লিক কইরা রেজিস্ট্রেশন পেজে যাইতে পারবেন..রেজিস্টার করতে ভুলবেন না যেনো! তায়লে চেনা মুখগুলারে আরো চেনা করতে সুবিধা হয় আমার)
  • ৩.ভিডিওতে কমেন্ট ও লাইক অপশন যে কোও সমস্যা বা পরামর্শ জানানো এখন আরো সোজা! আর আপনাদের ভালো লাগা বা না লাগা জানানোর সহজ উপায়!
  • ৪.ফেসবুক শেয়ারিং অপশন! আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আগেও ছিলো এখনো তাই আপনারা জাস্ট কস্ট করে শেয়ার করবেন! হয়তো এমন অনেকে আছে আপনাদের মতো শিখতে আগ্রহী তাদের সাথে শেয়ার করলে হয়তো অনেক কাজে লাগবে হয়তো কোনো কাজেই লাগবে না কিন্তু তারপরও একটু কস্ট করে শেয়ার করে দেবেন! আর শেয়ারিং এর ঝামেলার হাত থেকে বাচানোর জন্যই ফেসবুক শেয়ারিং অপশন এড করলাম! এখন শুধু ভিডিওর নিচে ফেসবুকের যে ছোট্টো আইকনটা আছে তাতে ক্লিক করুন আর শেয়ার করুন ভিডিওটি!

পিএইচপি এর টিউটোরিয়াল সেকশানেই আমি মাইএসকিউএলের ভিডিও গুলা দিছি যদি কেউ চান তায়লে আলাদা ক্যাটাগরি তে দিতে পারি কিন্তু আমি মনে করি একসাথে থাকাই ভালো! আপনারে ভিডিও গুলা দেখলেই বুঝবেন ক্যান একসাথে থাকা উচিত!

সবার অনেক আভিযোগ অনেক পরামর্শ অনেক আর্জি ছিলো কিন্তু আমি তো আপনাগো ভাই বেরাদার তাই নিজ গুনে ক্ষমা করবেন! আর নতুন গুলা জানাইতে ভুলবেন না!!:P 😛

নতুনরা পুরা কাহিনী জানতে ক্লিক করেন!
techtunes.io/tutorial/tune-id/86942/

আর সাইটের লিংক:
http://bdgeeks.com

Level 0

আমি ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনেই কি সেই গীক? সালাম ভাইজান। ধইন্যার ক্ষেত লন।

    @মিনহাজুল হক শাওন: হেহেহ ভাই খালি তো আমি না আপনেও সেই গীক!! খালি আমারে দোষ দিলে চলবো??আর ধইন্যাপাতার ক্ষেত কই রাখুম রে ভাই?? ১০ টেকার ধইন্যাপাতা দেন তাতেই চলবো! 😛

      @ফয়সাল: যদিনা আমি ভুল দেখে থাকি, আপনি এসএসসি 2008। তার মানে আমাদের ব্যাচ। খুব ভালো, চালিয়ে যান। আপনার উপস্থাপনা + কথার স্টাইল চরম। OOP নিয়া উদাহরণ গুলা শুইনা মাঝরাতে ঘরের মধ্যে হাসাহাসি করসি অনেক।

Level 0

taito boli, samu, TT kothao dekhina ken? eibar bujhlam amader moto nadan der jonno notun 50 ta video toiri e holo ei ontordhaner rohoshsho, jai hok ,abar dekhe bhalo laglo kintu problem holo registration korlam kintu login korle ar dhukte parina,ei likhata ashe
you have logged in succesfully
you can go back to the home page
OR
you can go back to the video which you were watching by clicking here
click korleo kaaj hoyna
jai hok eta bepar na, site er design change korechhen bhalo laglo kintu background er pic oitai rekhe dieachhen,tai bhalo laglo na, karon oi background dekhle mone hoy kono hacking shekhar site e dhuklam ,but eita to bhalo jinish shekhar site, tai na?
ar website e bhabi daan dike takaya achhe ,apne mia baam dike ki koren? apnar photuk khan daan dike lagaia bhabire baam dike den, taile bhabi apnare dekhte paibo:P

    @learner: হাহাহাহ ভাই আমার প্রথম পোস্টেও আপনের কমেন্ট টা সএরা মনে হইছে এইখানেও তাই মনে হইতেছে!! যান আপনের কথাই সই!! ভাবিরে বামে নিয়া দিতাছি!!
    আর নেট ঝামেলা ছিলো ভাইজান তাই কোথা বার্তা হয় নাই কারো লগে! এখন থাইকা রেগুলার হইতে চেষ্টা করমু ইনশাললাহ! ভালো থাকবেন!!

Level 0

ভাই আমি আপনার নতুন শিষ্য!! 😀 😀 আপনার HTML সম্পর্কিত প্রথম ভিডিওটা DL দিলাম। ভাল লাগল। ধন্যবাদ দিলে আপনাকে খাটো করা হবে। চালিয়ে যান। সাথে আছি।

    @rfahat: হেহেহহে নারে ভাই শিষ্য নেওয়ার যোগ্যতা এখনো আমার হয় নাই! এখনো আমরা একই পথে আছি! যেইদিন ফেসবুকের মতো সাইট বানাইতে পারমু ঐদইন আইসেন শিষ্য বানায়া নিমু নে!;)

      Level 0

      @ফয়সাল: তাইলে আমিও শিখি। আপনে আর আমি মিইলা ফেসবুকের মত গিকবুক বানামু নে!! কি কন!! 😀 😀 😀

      @ফয়সাল: হাহহহাহা খারাপ না ভাই! লগে গুগলের মতো একটা গীগুল ও বানাইতে হইবো!!

Level 0

ছেলের নামের জায়গায় মেয়ের নাম ও মেয়ের নামের জায়গায় ছেলে আছে। এটা আমার দেখার ভুল নাকি লিখার ভুল দেখবেন আশা করি।

khaiseee !! amare niya ato kahini r ami jani na 😛 😛 😛

    @Princess Iraa:
    তোমারে সরাইতে যায়া কতো ঝামেলা হইলো দেখছো??? 😛

Level 0

কি ফালতু প্যাচআল??????????????????????????????????

    @মম: ফালতু পেচাল কই পাইলেনরে ভাই??? সব গুরুত্বপুর্ন প্যাচাল হইতেছে!! চাইলে যোগ দিতে পারেন! কিন্তু ফালতু প্যাচাল যাতে না শুনি আর!!:P

Level 0

vaia apnar site amar most liked website er talikar 3 number e ache.chalie jan.apnar motho manosh thakle amader ar onek taka spend kore php shikthe hobe na.

    @elias: ভাই পিএইচপি আর অন্যান্য ওয়েব ডেভেলপিং শিখার জন্য টাকা নস্ট করার কোনো মানে নাই! ওয়েবে অনেক টেক্সট আর ভিডিও টিউটোরিয়াল আছে বাংলায় অনেক টেক্সট টিউটোরিয়াল পাবেন যার মাধ্যমে ঘরে বইসাই শিখা যায়! খুব তাড়াতাড়িই বাংলায় ভিডিও টিউটোরিয়াল পাওয়া যাইবো অনেক! অতএব টাকা দিয়া এগুলা শিখার কোনো মানেই নাই!! আপনারা আমার সাইট থাইকা কিছু শিখতে পারলেই আমার কাজটা স্বার্থক!!

Level 0

আরে ভাইটি ভালা আছেন্নি আপনার সাইটের আউটলুক ত ভালই হইছে তবে তিন বিত্তের কাহিনি কিছু বুজলাম না । আর বই কই …বই কই …বই কই …বই কই …

    @sbn5233: তিন বৃত্তের কাহিনী কিছুই না ভাই উনারা এমনেই নড়াচড়া করে!! আর পিথাগোরাসের মতে ৩ হইলো দুনিয়ার সব চাইতে রহস্যময় সংখ্যা তাই বৃত্ত ৩ টা দিছি নায়লে হাজার হাজার দিতাম! হাহাহাহাহহা

    বইগুলা আপলোড করার টাইম পাইতেছি না ভাই!! আপলোড করলেই দিয়া দিমু! আর কি বই চান একটু জানাইলে ভালো হইতো!!

ধন্যবাদ শাওন ভাই! আমার কাছে OOP জিনিসটা পেচানো লাগে ব্যাপক! তাই ছেস্টা করছই যতখানি সহজে বুঝানো যায় ! জানি না সহজ করতে যায়া আরো পেচায়া ফালাইছি নাকি! তবে মেইন কনসেপ্ট বুঝাইতে পারলেই স্বার্থক!!

vai reeeeee ami to apnar ager sob video download koirra nici… akn notun gula korbo r ki….

    @kaiyum mehedi: ভাই এখন ডাউনলোডানো আরো সোজা!! সরাসরি সাইট থাইকা ডাউনলোডাইবেন আর ভিডিও গুলা এককেবারেই ছোটো ১০ মেগাবাইটের কম বেশির ভাগই!! তয় ডাউলোডানোর পর ভুইলা যায়েন না বিডিগিকসের কথা!!:P

অবশ্যই অনেক উপকারি একটা সাইট! কিছু মনে করবেন না, কিন্তু ডিজাইন খুব বেশি আনাড়ী হইছে। আর সব চেয়ে যেটা খারাপ লাগছে সেইটা হল, সাইট টা বাংলাতে করা হয় নাই! বাংলা টিউটোরিয়াল সাইট, অথচ সাইট টা ইংলিশে, এইটা একটু কেমন দেখাই না?
মাইন্ড খাইয়েন না, আপনি আভিযোগ অনেক পরামর্শ চেয়েছেন বলেই বললাম! ঃ)

    @রেহান খাঁন: ১০০ ভাগ সত্যি কথা কইছেন ভাই না হইলেও ৯৯ ভাগ সত্যি!! ডিজাইন যে আনাড়ী তা আমি নিজেই কই!! কোনো সিএমএস দিয়া বানাই নাই ভাই জাস্ট এইচটিএমএল আর সিএসএস এর ডিজাইন লগে হালকার উপরে ঝাপসা জেকুয়েরী আছে! ভবিষ্যতে আরো ভালো করার ইচ্ছা আছে দোয়া রাখবেন! আর মাইন্ড ক্যান খামুরে ভাই আমি তো চাই ই আপনাগো কথাগুলা শুনতে যাতে আপনাদের মন মতো করতে পারি জিনিসগুলা! আর আমি ডিজাইনিং এক্সপার্ট না ভাই শখের বসে করি তাই খুব বেশি ভালো কিছু নিজেও আশা করি না!

    আপনার মতামত জাইনা ভালো লাগলো! চেস্টা করমু আরো প্রফেশনাল ডিজাইন করতে! (তবে সিএমএসে না এইটা সিউর থাকেন :P)