প্রথমেই টেকটিউনসের সবার কাছে মন থাইকা কৃতজ্ঞতা জানাই কারন আমার টিউটোরিয়ালের বেশির ভাগ ভিজিটর টেকটিউনসের!
গত কয়েকদিন নেট কানেকশান নিয়া ব্যাপক ঝামেলায় ছিলাম তাই টিউটোরিয়ালও বানাইতে পারি নাই ঠিক মতো যাও বানাইছি তাও আপলোড করতে পারি নাই! তাই কয়েক মাস পরে একবারে সব নিয়া হাজির হইলাম!
প্রথমত যারা আগের ইউজার তারা সবাই মোটামুটি অবাক হইবেন কারন সাইটের পুরা কনস্ট্রাকশনে ব্যাপক পরিবর্তন আনা হইছে! জানি না কার কতটুকু ভালো লাগবে কিন্তু আপনারা তো আমারে চিনেনই আপনাগো অভিযোগ বলেন আর পরামর্শ বলেন এগুলাই আমারে ইন্সপায়ার করে তাই কারো যেই কোনো কথা থাকলে প্লিজ একটা মেইল করবেন জাস্ট! এড্রেসতো জানেনই তাও আবার দিলাম!
[email protected]
আর যারা নতুন আসবেন তাদের জন্য বলি আমার মতে সাইটের লুকটা আগের থাইকা ভালো হইছে তারপরও যদি আপনাদের ভালো না লাগে এবং কিভাবে আরো সুন্দর করা যায় এই বিষয়ে কোনো কথা থাকে জানাবেন নি:সংকোচে!
পিএইচপি এর টিউটোরিয়াল সেকশানেই আমি মাইএসকিউএলের ভিডিও গুলা দিছি যদি কেউ চান তায়লে আলাদা ক্যাটাগরি তে দিতে পারি কিন্তু আমি মনে করি একসাথে থাকাই ভালো! আপনারে ভিডিও গুলা দেখলেই বুঝবেন ক্যান একসাথে থাকা উচিত!
সবার অনেক আভিযোগ অনেক পরামর্শ অনেক আর্জি ছিলো কিন্তু আমি তো আপনাগো ভাই বেরাদার তাই নিজ গুনে ক্ষমা করবেন! আর নতুন গুলা জানাইতে ভুলবেন না!!:P 😛
নতুনরা পুরা কাহিনী জানতে ক্লিক করেন!
techtunes.io/tutorial/tune-id/86942/
আর সাইটের লিংক:
http://bdgeeks.com
আমি ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনেই কি সেই গীক? সালাম ভাইজান। ধইন্যার ক্ষেত লন।