হোন টেকটিউনস ট্রাস্টেড টিউনার [পর্ব-১০] :: লিস্ট বেইসড টিউন ফরমেট – অ্যাপ

Level 15
কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা

বিভিন্ন সময়ে আপনাকে টেকটিউনসে আপনাকে অনেক অ্যাপস নিয়ে রিভিউ টিউন অথবা টিউটোরিয়াল টিউন করতে হতে পারে। এক্ষেত্রে একটি লিস্ট বেইসড টিউনে আপনাকে বিভিন্ন অ্যাপ সম্পর্কিত বিষয় নিয়ে লেখা লাগতে পারে। আপনি যখন বিভিন্ন অ্যাপস নিয়ে কোন একটি টিউন তৈরি করবেন, তখন আপনাকে লিস্ট বেইসড টিউন ফরমেট সম্পর্কে জানতে হবে।

আর আপনার লিস্ট বেইসড টিউন ফরমেট টি অবশ্যই টেকটিউনস গাইডলাইন অনুযায়ী হতে হবে। চলুন তবে, এবার কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক, কীভাবে অ্যাপ ভিত্তিক লিস্ট বেইসড টিউন করতে আপনি কী কী বিষয় ফলো করবেন।

কোন‌ কোন টিউন গুলো অ্যাপের লিস্ট বেইসড টিউন ফরমেট অনুযায়ী হবে?

কোন‌ কোন টিউন গুলো অ্যাপের লিস্ট বেইসড টিউন ফরমেট অনুযায়ী হবে?

আপনার টিউন টপিকটি যদি অ্যাপস বা সফটওয়্যার নিয়ে হয়, তাহলে এ ধরনের লিস্ট বেইসড টিউনে সেই টিউনটি গাইডলাইন অনুযায়ী অ্যাপ ভিত্তিক লিস্ট বেইসড টিউন ফরমেট অনুযায়ী সাজাতে হবে। উদাহরণস্বরূপ মনে করুন, আপনি ফটো এডিটিং করার কয়েকটি সফটওয়্যার নিয়ে টিউন করতে চাচ্ছেন। ‌এখন, আপনি যদি এই টিউন টপিক নিয়ে লেখেন, তাহলে সেসব সফটওয়্যার গুলোর বর্ণনা লিস্ট বেইসড টিউন ফরমেটে লিখতে হবে।

এক্ষেত্রে, এটি হতে পারে সেই সফটওয়্যারগুলো সম্পর্কে কোন টিউটোরিয়াল অথবা সফটওয়্যার গুলো নিয়ে একটি রিভিউ টিউন। আপনারা এর পূর্বের চেইন টিউন করবে যেরকম ওয়েবসাইট ভিত্তিক লিস্ট বেইসড টিউন ফরমেট দেখতে পেয়েছেন, অ্যাপ বা সফটওয়্যার ভিত্তিক লিস্ট বেইসড টিউন ফরমেট ও একই রকম। তবে, এখানে শুধুমাত্র স্ন্যাপশট নেওয়ার পদ্ধতি এবং টিউনে অফিসিয়াল সফটওয়্যার ডাউনলোডের লিংক প্রদান করার প্রক্রিয়া ভিন্ন।

যাইহোক, আমি আপনাকে এই বিষয়টি দেখিয়ে দেবো যে, অ্যাপ বা সফটওয়্যার নিয়ে টিউন করলে, কীভাবে সেখানে গাইডলাইন অনুযায়ী ফরম্যাটিং করতে হয়।

টেকটিউনস গাইডলাইন অনুযায়ী অ্যাপের লিস্ট বেইসড টিউন ফরমেট

টেকটিউনস গাইডলাইন অনুযায়ী অ্যাপের লিস্ট বেইসড টিউন ফরমেট

শুরু থেকেই আমি যদি আপনাকে টেকটিউনসে অ্যাপের লিস্ট বেইসড টিউন ফরমেট সম্পর্কে বলি, তাহলে পূর্বের মতোই আপনাকে সেই অ্যাপস বা সফটওয়্যার গুলো নিয়ে শুরুতে কয়েকটি প্যারাগ্রাফের বর্ণনা লিখতে হবে। ‌যেখানে থাকবে, সেসব হবে অ্যাপস গুলো আপনার কেন দরকার এবং সেগুলো দিয়ে আপনার কোন কোন উপকার হতে পারে।

এরপরই মূলত আপনাকে অ্যাপের লিস্ট বেইসড ফরম্যাটিং এর ধাপ শুরু করতে হবে। আপনার টিউন টপিকটিতে যদি কয়েকটি অ্যাপ নিয়ে আলোচনা করতে হয় এবং আপনার পুরো টিউনটি যদি এরকম অ্যাপস রিভিউ ভিত্তিক হয়, তাহলে অ্যাপসের লিস্ট বেইসড টিউন ফরমেটিং এর অংশ হিসেবে ক্রমিক নাম্বারের সাথে অ্যাপসের হেডিং করে লেখা শুরু করতে হবে।

চলুন তবে এবার প্রাকটিক্যালি উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক, কীভাবে অ্যাপের লিস্ট বেইসড টিউন ফরমেটিং করতে হয়।

১. আপনাকে দেখানোর জন্য আমি একটি টিউন টপিক নিয়েছি, যার শিরোনাম হলো, ”১১টি Amazing অ্যান্ড্রয়েড অ্যাপ যেগুলো আপনার স্মার্ট ফোনের ব্যবহার পাল্টে দিবে!” এখন এই টপিকে লেখা শুরু করার জন্য আমি প্রথমেই শিরোনাম দিয়ে নিলাম এবং এরপর টিউনের শিরোনামের সাথে মানানসই একটি থাম্বেলযুক্ত করলাম।

অ্যাপস লিস্ট বেইসড টিউন

২. এবার, দ্বিতীয় ধাপে আমাকে এসব গুলো নিয়ে কয়েক লাইন এর প্যারাগ্রাফ লিখতে হবে, যেখানে এইসব কাজগুলো ব্যবহার করার কিছু উপকারিতা সম্পর্কে বর্ণনা থাকবে। আপনার ক্ষেত্রে, আপনিও এরকম ভাবে আপনার টিউনের অ্যাপস/সফটওয়্যার গুলো নিয়ে প্রথমে কয়েক প্যারাগ্রাফের একটি ওভারভিউ লিখবেন।

টিউন ওভারভিউ

৩. এখন, এইভাবে এসে আপনাকে প্রথম আলোচনা করা অ্যাপসটি লেখার জন্য ক্রমিক নম্বরের সাথে অ্যাপসটির নাম দিয়ে হেডিং করতে হবে। এজন্য, প্রথমে বাংলা অংকে ক্রমিক নম্বর দিন, তারপর একটি ডট (.) চিহ্ন দিন এবং একটি স্পেস দিয়ে সফটওয়্যার বা অ্যাপসটির নাম লিখুন।

অ্যাপস লিস্ট বেইসড টিউন হেডিং

এটি লেখার পর অবশ্যই সেটিকে H2 হেডিং করে দিতে হবে। ‌আর H2 হেডিং করার জন্য পুরো লেখা থেকে সিলেক্ট করুন এবং তারপর উপরে থাকা টিউন এডিটরের Heading 2 অপশন সিলেক্ট করার মাধ্যমে, লেখাটিকে হেডিং করে দিন।

হেডিং H2 করুন

৪. এবার আপনাকে H2 হেডিং এর নিচে সেই অ্যাপস বা সফটওয়্যারটির একটি স্ন্যাপশট যুক্ত করতে হবে। আপনার আলোচনা করা অ্যাপসটি যদি গুগল প্লে স্টোর এর হয়, তাহলে স্ন্যাপশট যুক্ত করার জন্য, আপনাকে নিচে দেওয়া লিংকটি ব্যবহার করতে হবে।

https://image.thum.io/get/maxAge/12/width/1920/crop/647/viewportWidth/1150/https://play.google.com/store/apps/details?id=com.todoist&hl=en&gl=US

৫. এই লিংকটিতে থাকা শেষের, অংশটুকু কেটে দিয়ে, সেখানে আপনার আলোচনা করা অ্যাপসটির লিংক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে, আমি আমার এই টিউনে প্রথম হেডিং এ Lynket Browser সম্পর্কে আলোচনা করেছি। এখন আমি এই অ্যাপটির স্ন্যাপশট নেওয়ার জন্য এই অ্যাপসটির গুগল প্লে স্টোরে লিংক, লিংকটির শেষে রিপ্লেস করে বসাবো।

Lynket Browser এর গুগল প্লে স্টোরে লিংকটি হল:

https://play.google.com/store/apps/details?id=arun.com.chromer

৬. এখন আমি যদি এই অ্যাপসটির গুগল প্লে স্টোরের স্ন্যাপশট নেওয়ার চেষ্টা করি, তাহলে পূর্বের স্ন্যাপশট নেওয়ার লিংকের জায়গায় এই লিংকটি রিপ্লেস করতে হবে। তাহলে, এখানে রিপ্লেস করা লিঙ্কটি হবে,

https://image.thum.io/get/maxAge/12/width/1920/crop/647/viewportWidth/1150/https://play.google.com/store/apps/details?id=arun.com.chromer

লক্ষ্য করুন যে, এখানে শেষে শুধুমাত্র অ্যাপসটির গুগল প্লে স্টোরের লিংক যুক্ত করা হয়েছে। এখন আমি যদি এই লিংকে কপি করে কোন একটি ব্রাউজারে গিয়ে এন্টার করি, তাহলে এই অ্যাপসটির গুগল প্লে স্টোরের স্ন্যাপশট তৈরি হবে। এখন, সেই স্ন্যাপশট ডাউনলোড করে অ্যাপের লিস্ট বেইসড টিউনে H2 হেডিং এর নিচে যুক্ত করতে হবে।

অ্যাপসের স্নাপশট

কীভাবে আপনি স্ন্যাপশট করা ইমেজ ডাউনলোড করবেন, সেটি হোন টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর ৯ নং পর্বে দেখানো হয়েছে। এখন আপনি ইমেজটি ডাউনলোড করে H2 হেডিং এর নিচে যুক্ত করুন।

৭. আর আপনি যদি কোন কম্পিউটার সফটওয়্যার এর বিষয়ে টিউন লেখেন এবং আপনাকে সেই টিউন এর জন্য স্ন্যাপশট নিতে হয়, তাহলে এক্ষেত্রে স্ন্যাপশট নেওয়ার জন্য আপনাকে ওয়েবসাইটের স্ন্যাপশট নেওয়ার লিংক ব্যবহার করতে হবে। যে সফটওয়্যারটি গুগল প্লে স্টোর বাদ দিয়ে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়, সেটির জন্য আপনি সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ব্যবহার করে পর্ব ৯ এ দেখানো পদ্ধতিতে স্ন্যাপশট নিন।

মনে রাখবেন, গুগল প্লে স্টোরের অ্যাপস এবং ওয়েবসাইটের সফটওয়্যার এর স্ন্যাপশট নেওয়ার লিংক সম্পূর্ণ ভিন্ন। তাই, গুগল প্লে স্টোরে থাকা অ্যাপসের স্ন্যাপশট নেওয়ার জন্য আপনি উপরের দেওয়া লিঙ্ক ব্যবহার করুন এবং ওয়েবসাইটে থাকা সফটওয়্যার এর জন্য হোন টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর ৯ নং পর্বটি দেখুন।

সফটওয়্যার বা অ্যাপসের স্ন্যাপশট যুক্ত করা হয়ে গেলে, এবার সেই অ্যাপসটির টিউটোরিয়াল বা রিভিউ বর্ণনা করুন। ‌আপনি এবার সেই অ্যাপটি সম্পর্কে কয়েকটি প্যারাগ্রাফ অথবা অনেক দীর্ঘ আলোচনা করতে পারেন। অ্যাপসটি সম্পর্কে লেখা হয়ে গেলে, এবার নিচে আপনাকে সেই অফিশিয়াল অ্যাপস বা সফটওয়্যারটির ডাউনলোড লিংক যুক্ত করতে হবে।

যেহেতু আপনি সেই অ্যাপস বা সফটওয়্যারটি ডাউনলোডের জন্য টিউন এর মাঝে কোথাও সরাসরি লিংক যুক্ত করে দিতে পারবেন না, ‌ তাই আপনাকে গাইডলাইন অনুযায়ী অবশ্যই অফিসিয়াল App/Software এর ডাউনলোডের লিংক প্রদান করতে হবে। চলুন তবে এবার দেখে নেওয়া যাক, আপনি কীভাবে টিউনে Apps/Software এর অফিসিয়াল ডাউনলোড লিংক যুক্ত করবেন।

কীভাবে টেকটিউনস লিস্ট বেইসড টিউন অ্যাপস বা সফটওয়্যার এর অফিশিয়াল ডাউনলোড লিংক যুক্ত করা যায়?

কীভাবে টেকটিউনস লিস্ট বেইসড টিউন অ্যাপস বা সফটওয়্যার এর অফিশিয়াল ডাউনলোড লিংক যুক্ত করা যায়?

টেকটিউনস এর টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী অ্যাপস বা সফটওয়্যার এর অফিশিয়াল ডাউনলোড লিংক যুক্ত করার জন্য আপনাকে কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

গাইডলাইন অনুযায়ী অ্যাপস বা সফটওয়্যার এর অফিসিয়াল ডাউনলোড লিংক যুক্ত করার জন্য আপনাকে যা যা করতে হবে, সেগুলো হলো:

  • App/Software এর নাম H3 হেডিং এর হতে হবে।
  • App/Software এর H3 হেডিং এর ঠিক নিচে Official Download (যেটাকে Bold করে দিতে হবে), এরপর স্পেস, এরপর @ সাইন, এরপর স্পেস, এরপর ’App বা Software এর নাম’, App বা Software এর অফিসিয়াল ওয়েবসাইট/প্লেস্টোর/মার্কেটপ্লেস ডাউনলোড লিংক দিয়ে, ’হাইপার লিংক’ করতে হবে।
  • খেয়াল করুন, এখানে ’হাইপার লিংক’ টি ’Open in New Window’ করা যেন ’হাইপার লিংক’ টি ক্লিক করলে লিংকটি নতুন উইন্ডোতে ওপেন হয়।

চলুন তবে এই বিষয়টি সরাসরি একটি উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক।

১. এখানে নিচের চিত্রে দেখতে পাচ্ছেন যে, আমি Lynket Browser এর অফিসিয়াল গুগল প্লে স্টোরের ডাউনলোড লিঙ্ক যুক্ত করেছি। যেখানে, অ্যাপসটির নাম H3 হেডিং করে দেওয়া হয়েছে। এরপরের লাইনে Official Download লিখে একটি স্পেস, এরপর @ সাইন, এরপর App বা Software এর নাম হাইপার লিঙ্ক করে যুক্ত করে দিয়েছে। এখানে, অফিসিয়াল অ্যাপস বা সফটওয়্যারটির ডাউনলোড লিংক গুগল প্লে স্টোর, ওয়েবসাইট অথবা অন্য কোন সোর্স হতে পারে।

অ্যাপস সফটওয়্যার অফিসিয়াল ডাউনলোড ফরমেটিং

তবে এখানে লক্ষনীয় যে, আপনাকে অবশ্যই সেই হাইপারলিংক করা অফিসিয়াল ওয়েবসাইটের লিংকটি 'Open in new tab' করে দিতে হবে, যাতে করে লিংকটি একটি নতুন ট্যাবে ওপেন হয়। এটি কীভাবে করবেন, সেটি ও হোন টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর ৯ নং পর্বে দেখানো হয়েছে।

অ্যাপের লিস্ট বেইসড টিউনের পরবর্তী ধাপসমূহ

অ্যাপের লিস্ট বেইসড টিউনের পরবর্তী ধাপসমূহ

অ্যাপস বা সফটওয়্যার ভিত্তিক লিস্ট বেইসড টিউনে আপনাকে বেশ কয়েকটি অ্যাপস বা সফটওয়্যার নিয়ে আলোচনা করা লাগবে। এক্ষেত্রে, প্রথম অ্যাপসটির বর্ণনা লেখা শেষ হয়ে গেলে, এবার দ্বিতীয় অ্যাপসটি সম্পর্কে লিখতে হবে। ‌

১. এখন, দ্বিতীয় অ্যাপসটি‌ সম্পর্কে লেখার জন্য পূর্বের মতোই বাংলা অংকে ক্রমিক নম্বর দিয়ে একটি স্পেস দিন এবং তারপর দ্বিতীয় অ্যাপসটির নাম লিখুন। এবার, এই লেখাটিকেও H2 হেডিং করে দিন। ‌

সফটওয়্যারের লিস্ট বেইসড টিউনের ফরমেটিং

২. তারপর পূর্বের মতোই অ্যাপস বা সফটওয়্যারটির একটি স্ন্যাপশট যুক্ত করুন এবং তারপর হেডির অধীনে কিছু বর্ণনা লিখুন।

লিস্ট বেইসড টিউনের বর্ণনা

৩. সবশেষে, আপনাকে অফিসিয়াল অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড লিংক যুক্ত করার ফরমেটিং অনুযায়ী লিংক যুক্ত করতে হবে। অ্যাপস বা সফটওয়্যারের লিস্ট বেইসড টিউনে আপনাকে অবশ্যই প্রতিটি আইটেমের শেষে এভাবে অফিসিয়াল ডাউনলোড লিংক যুক্ত করে দিতে হবে।

টিউনে অফিসিয়াল অ্যাপ বা সফটওয়্যারের ডাউলোড লিংক যুক্ত করার পদ্ধতি

আর আপনি যদি অ্যাপস বা সফটওয়্যারের লিস্ট বেইসড টিউন নাও লেখেন, কিন্তু কোন টিউনের মাঝে যদি অ্যাপস বা সফটওয়্যার এর লিংক যুক্ত করার প্রয়োজন পড়ে, তাহলে ও আপনাকে Apps/Software এর অফিসিয়াল ডাউনলোড লিংক যুক্ত করার জন্য এই ফরমেটিং অনুসরণ করতে হবে।

এভাবেই মূলত আপনাকে কোন Apps/Software এর লিস্ট বেইসড টিউন ফরমেটিং করতে হবে।

Apps/Software এর লিস্ট বেইসড টিউন ফরমেটিং সম্পর্কে শেষ কথা

অনেক সময়ই আপনাকে বিভিন্ন সার্ভিস বা কাজের অ্যাপস নিয়ে লিস্ট বেইসড টিউন করতে হবে। ‌ আপনি যখন এ ধরনের লিস্ট বেইসড টিউন করবেন, তখন আপনাকে অবশ্যই গাইডলাইন অনুযায়ী এসব টিউনের ফরমেটিং করতে হবে। আর, টেকটিউনস গাইডলাইন অনুযায়ী অ্যাপস বা সফটওয়্যার এর লিস্ট বেইসড টিউন ফরমেটিং কীভাবে করে এবং টিউনে অফিশিয়াল ডাউনলোড লিংক যুক্ত করার পদ্ধতি কেমন, সেটি আপনি এই টিউন এর মাধ্যমে জানতে পারলেন।

আশা করছি যে, এখন থেকে আপনার আর Apps/Software এর লিস্ট বেইসড টিউন ফরমেটিং করতে কোন অসুবিধা হবে না, ইনশাআল্লাহ। আর তবুও আপনার যদি কোন সমস্যা থেকে থাকে, তাহলে সেটি অবশ্যই টিউনমেন্ট করে জানাবেন। আমি আপনাকে এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। ‌ ধন্যবাদ, আসসালামু আলাইকুম।

Level 15

আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস