সিস্টেম প্রপার্টিস এর ছবি পরিবর্তন (Change the picture in System Properties)

untitled

উইন্ডোস এক্সপি – র সিস্টেম প্রপার্টিস ডায়ালগ বক্সের জেনারাল ট্যাবে যে ছবিটি থাকে সেটি একটি বিটম্যাপ ইমেজ৷ এর পরিবর্তে আমরা অন্য যেকোন বিটম্যাপ ছবি(.bmp) ব্যবহার করতে পারি, তবে ছবিটির মাপ যেন 118x113 পিক্সেলের বেশী না হয়৷ এই ছবিটি পরিবর্তন করার জন্য আমাদের প্রয়োজন – sysdm.cpl নামক ফাইলটি৷ এটি একটি সিস্টেম কন্ট্রোল প্যানেল এপ্লেট (System Control Panel Applet)৷ এই পরিবর্তনের জন্য আমাদের প্রয়োজন Resource Hacker (এর সম্পর্কে আগের পোস্টে লিখেছি)৷ sysdm.cpl, যা থাকে Windows বা Win NT এর অন্তর্গত system32 ফোল্ডারে, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইল, সুতরাং একে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার আগে এর ব্যাক-আপ নিয়ে নেওয়া দরকার৷
(1) কম্যান্ড প্রম্প্ট খুলে লিখুন – copy c:\windows\system32\sysdm.cpl c:\windows\system32\sysdm_original.cpl এবং এন্টার করুন৷
(2) Resource Hacker খুলুন এবং File > Open এর মাধ্যমে windows (বা Win NT) ফোল্ডারের অন্তর্গত system32 ফোল্ডার থেকে sysdm.cpl ফাইলটি খুলুন৷
(3) বাঁদিকের পেনে রিসোর্সের তালিকা থেকে বিটম্যাপ রিসোর্সের ফোল্ডারটি দুবার ক্লিক করে খুলুন৷ তারমধ্যে “1” নম্বর নামটিকে খুললে পাওয়া যাবে “1033” নামক রিসোর্স ল্যাঙ্গুয়েজটি৷ এটিকে সিলেক্ট করলে ডানদিকের পেনে এর ছবিটি দেখা যাবে৷ এটি সিলেক্ট থাকা অবস্থায় খুলুন “Action” > “Replace Bitmap…” ৷ “Replace Bitmap” ডায়ালগ বক্সের “Open file with new bitmap” বোতামটি টিপে ওপেন ডায়ালগ বক্স এর মাধ্যমে আপনার পছন্দমতো বিটম্যাপ ইমেজ (.bmp) নির্বাচন করুন৷ডানদিকে “Select bitmap to replace” এ “1” নম্বরটি নির্বাচন করুন৷ এবার “Replace” বোতাম চিপুন এবং “Close” বোতাম চিপুন৷
(4) “File” > “Save as” এর মাধ্যমে এবার “sysdm_modified.cpl” বা অন্য কোন নামে windows এর system32 ফোল্ডারে ফাইলটিকে সেভ করুন৷
(5) Resource Hacker বন্ধ করুন৷
(6) উইন্ডোস বন্ধ করে “সেফ মোড উইথ কমান্ড প্রম্প্ট” এ পুনরায় চালিত করুন৷
(7) কমান্ড প্রম্প্টে লিখুন copy /y c:\windows\system32\sysdm_modified.cpl c:\windows\system32\sysdm.cpl এবং এন্টার করুন৷
(8) উইন্ডোস শাট-ডাউন করে আবার “নর্মাল মোডে” চালু করুন৷
(9) “My Computer” এ রাইট ক্লিক করে (অথবা “start” + “Pause-Break” বোতাম চিপে) সিস্টেম প্রপার্টিস ডায়ালগ বক্স খুলুন৷ দেখুন কম্পিউটারের ছবির বদলে আপনার পছন্দের ছবিটি এসে গেছে৷

বি.দ্র.:- অবশ্যই আগে ব্যাক-আপ নেবেন৷ বিটম্যাপ ছবিটি যেন 118x113 পিক্সেলের বেশী না হয়৷ ছবিটির রেজোলিউশন কম (71 ডিপিআই) রাখার চেষ্টা করবেন৷ নিজ দ্বায়িত্বে সিস্টেম ফাইল পরিবর্তন করবেন৷ কোন রকম ক্ষতির দ্বায় আমার নয়৷

Level 0

আমি ranykolkata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ami techtune k atotai apon kare niyechi j r visitor hoye thakte parlam na, tuner hoye gelam. doya karben ami jeno bhalo bhalo tune apnader upohar dite pari. place - kolkata country- India


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দারুন।চালিয়ে যাও।

Level 0

সুন্দর একটা টিপসের জন্য ধন্যবাদ।

————————————————–
Free Web Hosting | Free SEO Tools