সবচেয়ে সহজ পদ্ধতিতে ওয়েবসাইট [পর্ব-০৩]

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আজ আমি আবার হাজির হলাম সব চেয়ে সহজ পদ্ধতিতে তৈরী করার ৩য় পর্ব নিয়ে। আজ আমরা জানব কিভাবে ওয়েব সাইটে নতুন টপিক পোস্ট করতে হয়। আসুন তাহলে দেখা যাক,
নিচের ছবিটি দেখুন, আপনি যখন আপনার এডমিন মুডে আপনার সাইটে প্রবেশ করেন তখন এরকম একটি বার আপনার সাইটের উপরে দেখতে পান।

এইজন্য আপনাকে এই বারটির সাহায্য নিতে হবে। 14 নং এ চিহ্নিত করে রেখছি দেখুন List। এটাতে ক্লিক করুন। কিছুক্ষন পর new list নামে একটা অফশন পাবেন। এটাতে ক্লিক করুন। একটি বক্স আসবে। ওকে করুন। কিছুক্ষন অপেক্ষা করুন। দেখুন আপনার সাইটের নিচের দিকে একটি বক্স চলে এসেছে। এর উপরে আপনার মাউস পোয়েন্টার নিয়ে গেলে একটা চার কোনা তারকা চিহ্নের মত আসে। এই অবস্থায় মাউসের লেফট ক্লিক করে চেপে ড্রাগ করে আপনার পেজের পছন্দ মত জায়গায় বক্সটি বসিয়ে দিন। এই বক্সটি যে ভাবে কাজ করবে- টেকটিউন্সে দেখবেন হোম পেজে টিউনগুলো ফিচারেট ইমেজ সহ দেখা যায়। উপএ হেড লাইন। নিচে কিছু বিবরন। হেড লাইনে ক্লিক করলে বিস্তারিত আকারে দেখা যাবে। এটার কাজ ঠিক সে রকম। ফিচারেট ইমেজ সহ আপনার পোস্ট গুলো পেজে দেখা যাবে।

কাজ শেষ হলে উপরে দেখুন হলুদ একটি বার হাজির হয়েছে। এখানে পাবলিশ বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন আপনার সাইটের প্রতিবারই কোন পরিবর্তন করলেই এইবারটি হাজির হবে। আপনি এটাতে পাবলিশ ক্লিক করবেন। তাহলে পাবলিক আপনার পরিবর্তন টা দেখতে পারবে।
এখন দেখি নতুন পোস্ট টা কেমন করে করবেন।
আপনি এখুনি যেই বক্সটা তৈরী করলেন সেটাতে যে Add Item আছে তাতে ক্লিক করুন।

এরকম একটি বক্স আসবে। নেম বক্সে আপনার টপিকের হেড লাইন দিন। ফিচারেট বক্সে ক্লিক করে ইমেজ আপলোড করে ইমেজ সিলেক্ট করে দিলে ফিচারেট ইমেজ হিহাবে তা দেখাবে।
টপিক লেখার জায়গায় আপনার টপিকের বিস্তারিত লেখুন।
ট্যাগ বক্সে কয়েকটি ট্যাগ দিন। সব শেষে Publish বাটনে ক্লিক করুন।
আবার নতুন কোন টপিক লিখতে আবার Add Item এ ক্লিক করতে হবে এবং একই প্রকৃয়ায় লিখে পাবলিশ করতে হবে।
এভাবে একপেজে ১০ টি করে টপিক শো করবে। এবং নতুন ১০ টি এর বেশি টপিক গুলো নিচের এরোতে ক্লিক করলে পরের পেজে আবার ১০ টি টপিক দেখাবে। অবশ্য আপনি চাইলে এক পেজে কয়টি করে টপিক দেখাবে তা সিলেক্ট করে দিতে পারেন ডান পাশের settings অফশনটির মাধ্যমে। এক্ষত্রে আপনার পেজটি আসলে কেমন দেখাবে দেখতে আমার সাইটের এই পেজটি দেখতে পারেন। অথবা এই পেজটি।

আজ তাহলে এই পর্যন্তই। এগুলো নিয়েই আপাতত প্রাক্টিস করতে থাকুন। আগামী পর্বে যে সব বিষয় নিয়ে আলোচনা করব তা হল,

  • কোন টপিকে কিভাবে ইমেজ , এনিমেশন এড করবেন। টপিকের লেখা কিভাবে ছোট বড়, কালার, বোল্ড করবেন।
  • কিভাবে আপনার সাইটে বিভিন্ন উইজগেড এড করবেন এবং আকর্ষনীয় কিছু উইজগেডের জন্য HTML কোড।
  • কিভাবে ফেসবুক বা অন্য সাইটে ছবি আপলোড করে এখানে শো করেবেন। ( বিশেষ কৌশল। )
  • অন্য ফাইল হোস্টিং সাইটে গেমস, সফট, মিউজিক, ভিডিও আপলোড করে এখানে কিভাবে ডাউনলোড লিঙ্ক দেবেন।
  • SEO নিয়ে কিছু কথা এবং কিভাবে আপনার সাইট কে গুগোল সার্চে এগিয়ে রাখবেন।

সকলে ভাল থাকবেন। কোন সমস্যা হলে অবশ্যই বলবেন। আর আমার টপিকটি যদি আপনাদের ভাল লাগে তবে মন্তব্য করতে ভূলবেন না। আল্লাহ বাচিয়ে রাখলে আগামীতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই, সি ইয়া.........

Level 0

আমি রাজিব আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বগুড়ার একমাত্র বানান ভূল সর্বস্ব লেখক


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দুনিয়া অনেক সহজ হয়েগেছে 🙂
ধন্যবাদ

Level 0

ধন্যবাদ খুব ভাল হইতেছে চালিয়ে যান

Level 0

mjj

Level 0

শুধু webside বানালে হবে না আয় করতে হবে আর আয় করতে হলে adsense account লাগবে adsense পেতে আমার সাথে যোগাযোগ করেন ।01759768150

Level 0

Assalamu Alaikum.Bhaijan prothom doi link ta diben ki?

Level 0

Thank u 4 ur link comments.How to write bangla in HTML mode?
Brother pls give me mbl no or email address.

Level 0

brother .com kivabe kom takay kinte parbo

Level 0

পরের টিউনের অপেক্ষায় থাকলাম।

Thanks for share tips…good tips
http://www.facebook.com/groups/pchelpcenter

হুম,চালিয়ে যান ভাল হইতেছেন,ধন্যাবাদ এবং অনেক শুভকামনা।

Level 0

আপনার অসাধারন টিয়টোরিয়া কখনো ভূলবনা…আমি চেষ্ঠা করে ভালই এগিয়েছি তবে বালা করতে কষ্ট হচ্ছে.

Level 0

thank you vai. kaje lagbe

ধন্যবাদ