গুগুল প্লাস এর মজাদার সব টুলস। আর নয় ফেসবুক……..

গুগুল প্লাস এখন একটি জনপ্রিয় সামাজিক ওয়েব সাইট। গত কিছুদিন হতে একে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। আজ কিছু বিষয় নিয়ে লিখব। গত কিছু দিন আমি এটা ব্যবহার করছি। যাই হোক মূল বিষয়ে যাওয়া যাক।

গুগুল প্লাস এ একাউন্ট খোলার জন্য প্রথম দরকার Gmail এ একাউন্ট থাকতে হবে। এরপরে আপনি সহজেই গুগুল প্লাস এ প্রবেশ করতে পারবেন এই ঠিকানা থেকে। https://plus.google.com/

যাই হোক এরপরের কাজ গুলি সহজেই করতে পারবেন। আমি নিচে কিছু বিষয় নিয়ে লেখার চেষ্টা করছি।

সার্কেলঃ

সার্কেল হল আপনার বন্ধু, পরিবার বা পরিচিত জনের লিস্ট। আপনি নিজেও সার্কেল তৈরি করতে পারেন। একজন ব্যাক্তি কে আপনি একাধিক সার্কেলে রাখতে পারেন।

সার্কেল এ মজার মজার অপশন আছে।

আপনি সার্কেলের পেজে find people অপশন এ ক্লিক করে type a name এ নাম লিখে বন্ধুদের খুজতে পারেন। আর বামে নিচে গোল সাদা বৃত্তে ক্লিক করে নতুন সার্কেল খুলতে পারেন। ফ্রেন্ড খুজার পর যে কাউকে টেনে যে সার্কেলে রাখবেন সে সেই সার্কেলের অন্তর্ভুক্ত হবে। আবার সার্কেল থেকে টেনে বের করে দিলে সার্কেল থেকে বের হয়ে যাবে।

আপনি কার সার্কেলে আছেন বা আপনার সার্কেলে কে আছে তা আপনি visible করতেও পারেন আবার নাও করতে পারেন।

আপনার প্রোফাইলে গিয়ে বাম পাশের সাইডবার হতে চেঞ্জ করতে পারেন।

যখন আপনি পোস্ট শেয়ার করবেন তখন যদি পাবলিক ভাবে শেয়ার না করেন শুধু একটি সার্কেলের জন্য পোস্ট করবেন তখন বামপাশের সাইড বারের দিকে যে কোন সার্কেলে ক্লিক করে লেখা শুরু করেন।

শুধু একজঙ্কে পোস্টঃ

শুধু একজনকে যদি পোস্ট শেয়ার করতে চান তবে পোস্ট বক্সে @ বা + দিয়ে নিচের ছবির মত করে লেখেন।

নির্দিষ্ট পোস্ট বুকমার্ক করা বা পড়াঃ

যদি নির্দিষ্ট একটি পোস্ট পড়তে চান বা পরে পড়ার জন্য বুকমার্ক করতে চান তবে নিচের ছবির চিহ্নিত জায়গায় ক্লিক করুন।

পোস্টকে লক করাঃ

আপনার পোস্ট যখন আপনি সার্কেলের সাথে শেয়ার করবেন তখন সার্কেলের যে কেউ আপনার পোস্টকে শেয়ার করতে পারে। যদি আপনি এটা না চান যে রিশেয়ার না হোক তবে পোস্টকে লক করে দিন। পোস্টের ঠিক উপরে দান পাশে ছোট চিহ্নতে ক্লিক করলে নিচে লক অপশন থেকে লক করে দিন।

এখান থেকে কমেন্টস ডিজাবল অপশন আছে।

পোস্টকে মিউট করাঃ

কোন পোস্টকে যে কোন কারনেই বন্ধ করতে চাইলে মিউট করে দিন।

অন্যরা আপনার প্রোফাইল কেমন দেখে??

অন্যরা আপনার পেজ বা প্রোফাইল কেমন দেখে। অথবা যে সার্কেল বা যার জন্য আপনি কোন তথ্য হাইড করেছেন তা ঠিকঠিক আছে কিনা তা দেখার জন্য প্রোফাইল এ ক্লিক করে ডান পাশে এডিট প্রোফাইলের ঠিক নিচে view profile as  এ নাম লিখুন যে সে আপনার প্রোফাইল কেমন দেখে। দেখুন

ফটোশেয়ারিং-

এখানে আছে আপনার আনলিমিটেড ফটো আপলোডের ব্যাবস্থা

J এবং k এর ব্যাবহারঃ

গুগুল প্লাস ব্যাবহারের সময় j তে টিপ মারলে এক পোস্ট নিচে আসবে আর k তে ক্লিক করলেই এক পোস্ট উপরে যাবে।

ফেসবুকে থকে ছবি পিকাসাতেঃ

আপনি মুভ টুলের মাধম্যে ফেসবুক থেকে ছবি পিকাসা তে নিতে পারেন।

মুভপিকাসা। কিন্তু পিকাসা থেকে ছবি ফেসবুকে যায় না।ফেসবুক থেকে ছবি নিলে ফেসবুকের ছবি ঠিকই থাকবে।

এছাড়াও গুগুল থেকে ফেসবুকে পোস্ট করতে পারবেন কমেন্টস করতে পাওবেন, ছবি দিতে পারবেন।

এর জন্য দরকার গুগুল+ফেসবুক ওয়েব সাইট। ক্লিক করুন http://crossrider.com/install/519-google-facebook

এর পরে নিচের মত করে কাজ করুন।

এরপরে

ক্লিক করুন। লগ ইন করুন তারপর ওকে।

এছাড়াও ভিডিও চ্যাট বা স্পার্ক এবং +1d  বা গেম নিয়ে লেখা হল না।

আজ আর না। ভাল থাকবেন।ভুল হলে বলবেন। আমি ভাল করে তেমন কিছু জানিনা। লেখার ইচ্ছা হয়েছে তাই লেখা । মাফ করে দিবেন।

Level 2

আমি sataru। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

THANKS FOR YOUR POST BROTHER.

    Level 2

    @elias: ধন্যবাদ আপনাকেও পড়ার জন্য।

Level 0

techtunes এ আমার profile picture কি ভাবে upload করব?

    Level 2

    @sakib: গুগুল + এ গিয়ে আপনার প্রোফাইল ট্যাব এ ক্লিক করুন। এরপর প্রোফাইল pic এর নিচে change photo তে click করুন।

দারুন লাগলো বস।

Level 0

vhai amar techtunes profile ar kotha bolsilam.ki vhabe amar profile a pic upload korbo?

চরম লাগছে ভাই। এখন থেকে তাহলে গুগল প্লাস দিয়ে ফেসবুক ইউজ করা যাবে

অনেক কাজে লাগবে । ধন্যবাদ শেয়ার করার জন্য…..

আমিও গুগল প্লাসে আছি,ধন্যবাদ সুন্দর পোষ্টির জন্য।