Windows 7 ইনস্টল করুন USB পেন ড্রাইভ থেকে




‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’

আমি জানিনা এ টিউন টি আগে হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন, তবে যারা জানেনা তাদের জন্য এ টিউন টি করছি আজকাল বাজারে অপটিক্যাল ড্রাইভ ছাড়া প্রচুর নোটবুক পিসি পাওয়া যায়। এসব নোটবুকে USB পেন ড্রাইভ থেকে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। এছাড়া ও ল্যাপটপ অথবা ডেস্কটপের অপটিক্যাল ড্রাইভ নস্ট থাকলে তখন ইউএসবি পেন ড্রাইভের সাহায্যে অপারেটিং সিস্টেম ইনস্টল করা যায়। আজ আপনাদের শেখাব USB পেন ড্রাইভ থেকে Windows 7 ইনস্টলের পদ্ধতি।

নিচে ধাপে ধাপে তা আলোচনা করা হল-

পেনড্রাইভ পার্টিশন এবং ফরম্যাট করা:

Windows 7 এর বুটেবল ইউএসবি পেন ড্রাইভ তৈরী করার জন্য ৮জিবির পেন ড্রাইভই আদর্শ। ৪জিবি দিয়ে ও হয়, তবে বাজারে যেসব পেন ড্রাইভ পাওয়া যায় তাদের বেশিরভাগের গায়ে ক্যাপাসিটি যা লেখা থাকে প্রকৃতপক্ষে তার চাইতে অনেক কম থাকে। তাই সব ৪জিবির পেন ড্রাইভ দিয়ে না ও হতে পারে। বুটেবল করার জন্য পেন ড্রাইভটিকে বিশেষভাবে পার্টিশন এবং ফরম্যাট করতে হবে। এই কাজের জন্য Windows 7 অপারেটিং সিস্টেমের পিসি ব্যবহার করাটাই উত্তম।

১. পেন ড্রাইভটি USB পোর্টে সংযোগ দিন। দরকারি কিছু থাকলে তা ব্যাকআপ রাখুন। কারণ পেন ড্রাইভের সব ডাটা মুছে যাবে।

২. Start Menu -> Search বক্সে cmd লিখলে উপরে cmd নামে একটা সার্চ রেজাল্ট পাবেন।

৩. Ctrl+Shift+Enter চাপুন অথবা cmd এর উপর রাইট ক্লিক করে Run as Administrator এ ক্লিক করুন।

৪. উইন্ডোজের একটা ওয়ার্নিং আসবে yes ক্লিক করুন। কমান্ড প্রম্পট চালু হবে।

৫. কমান্ড প্রম্পটে বাই ডিফল্ট c:\Windows\system32 লোকেশন থাকবে। diskpart লিখে এন্টার দিন। DISKPART> প্রম্পট দেখাবে।

৬. list disk লিখে এন্টার দিন। আপনার কম্পিউটারে সংযুক্ত সব ডিস্কের তালিকা Disk 0, Disk 1 এইভাবে দেখাবে। আপনার পেন ড্রাইভটি কত নাম্বারে দেখাচ্ছে তা নোট করে নিন। ডিস্কের সাইজ দেখে সহজেই বুঝতে পারবেন কোনটি পেন ড্রাইভ।

৭. একে একে নিচের প্রতিটি কমান্ড টাইপ করে এন্টার দিন(খেয়াল রাখবেন সব কমান্ড যেন সঠিকভাবে এক্সিকিউট হয়)-

Select Disk # (# এর পরিবর্তে ৬ নং ধাপে পাওয়া আপনার পেন ড্রাইভের নাম্বারটি হবে)
Clean
Create Partition Primary
Select Partition 1
Active
Format FS=NTFS
Assign
Exit

৮. কমান্ড প্রম্পট বন্ধ করবেন না মিনিমাইজ করে রাখুন।

পেন ড্রাইভকে বুটেবল করা:

১. Windows 7 এর সেটাপ ডিস্ক পিসির অপটিক্যাল ড্রাইভে প্রবেশ করান। মাই কম্পিউটারে প্রবেশ করে দেখুন ইউএসবি পেন ড্রাইভটিকে কোন ড্রাইভ লেটার দেখাচ্ছে। নোট করে রাখুন।

২. ডেস্কটপে Windows 7 নামে একটা ফোল্ডার তৈরী করুন। Windows 7 এর সেটাপ ডিস্কের সব কিছু এই ফোল্ডারে কপি করুন।

৩. কমান্ড প্রম্পট ম্যাক্সিমাইজ করুন। একে একে নিচের প্রতিটি কমান্ড টাইপ করে এন্টার দিন(খেয়াল রাখবেন সব কমান্ড যেন সঠিকভাবে এক্সিকিউট হয়)-

CD "C:\Users\আপনার ইউজারনেম\Desktop\Windows 7\"
CD Boot
Bootsect.exe /nt60 X: (এখানে X এর পরিবর্তে ১ নং ধাপে পাওয়া আপনার পেন ড্রাইভের ড্রাইভ লেটারটি হবে)

Windows 7 এর বুটেবল ইউএসবি তৈরী:

১. ডেস্কটপে তৈরী করা Windows 7 ফোল্ডারের ভেতর প্রবেশ করে সবকিছু কপি করে মাই কম্পিউটারে প্রবেশ করে পেন ড্রাইভে প্রবেশ করে পেস্ট করুন। কপি হয়ে গেলেই আপনার কাজ শেষ। এখন এই পেন ড্রাইভের সাহায্যে আপনি Windows 7 ইনস্টল করতে পারবেন। সেটাপের জন্য আপনার পিসি অথবা ল্যাপটপকে ইউএসবি থেকে  বুট করাতে হবে।

Level 0

আমি sanycae। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanx bro . আর কার লাগবে জানি না । তবে আমার লাগবে , আর একটি কথা XP ক্ষেত্রে কি প্রযোয্য?

Level 0

Like this facebook page to get new serial keys of letest softwares
http://www.facebook.com/serialkey

Level 0

Boot priority set kora lagbe na?

vai eto kisu korar dorkar nai win 7 er sob file copi kore pendrive e dhukan normally install korem. eto jamela korte jaben kan.

Hello,

I am in a need to install windows 7 from usb flash drive.. everything is OK, i have made bootable usb flash drive…. but the laptop bios do not have the option to choose to boot from usb flash drive.. however it has the options to boot from
USB super disk (have no idea what thats it)
USB floppy disk
USB hard disk
USB optical drive

.. but no USB flash drive ..

I tried to boot it like USB hard disk. but won’t work.. says something like that the hardisk is invalid.. please help

Any alternatives on what i can do instead of flashing the bios cause i don’t have USB floppy to flash it from external floppy nor a floppy disk and its 00:30 at the momment bah..

I really need to install win7, so your ingenious help will be much appreciated!(model-hp530)

THANKS!

Level 2

vai amr motherboard gigabyte combo. But ete kono vabe usb maddhome set up dite pari na. Kono way ase ki???

Level 0

আমি usb externa dvd writer বা usb pen হতে windows7 ;(laptop -এ)
setup দিতে চাচ্ছি কিন্তু Boot Menu এর
floppy disk drive
drive0 drive
cd/dvd drive
network
এই options ছাড়া অন্য option পাচ্ছি না , কি করতে পারি তা অনুগ্রহ করে জানালে খুব উপকার হয়।

atttttooooo vagal

Level 0

Vai ……disk select shudo Disk 0 show korche ar sekhane amar only h.disk show korche kintu pendrive show korche na …………need shomadhan

ami normaly CD theke windows7 install korte parina.
keuki er karon bolben?

HD 160Gb
Ram 1Gb

Level 0

ডাউনলোড করে নিতে পারেন Kaspersky KIS 2012 Keys. Updated Daily / [12.10.2011]।
ক্লিক করেন এখানে
http://downloadsoftwaremovies.blogspot.com/2011/10/kaspersky-kis-2012-keys-updated-daily.html

আপনার প্রত্যেক টিউনই স্কিনশট বিহিন তাই ভাল টিউন হওয়া সত্বেও মান সম্পন্ন হয় না,আশা করি বিষয়টা বিবেচনায় নিবেন,ধন্যবাদ।

Level 0

thanks

ভাই আমি আমার পেনড্রাইভটি আপনার নিয়ম অনুযায়ী ফরমেট করতে সফল হয়েছি কিন্তু পারটিশন করার পর থেকে আর বাকি কাজ গুলো করতে পারছি না । আমাকে যদি সমাধান দিতেন। পিলস…………………

এই টিপসটি পড়তে পারেন, খুব ভাল হয়েছে লেখাটা ৷
USB ড্রাইভ দিয়ে সেটআপ দিন আপনার পিসি
এর Windows 7 /XP /VISTA