ইংরেজীতে দক্ষতা গড়তে ছোটদের ৯৯% দরকারী এবং এর কিছু অংশ আপনার ও প্রয়জন হতে পারে ! প্রথম টিউন চেষ্ট করেছি মান স্বম্পন্ন করতে [ আপডেট ১৭-১০-১১ইং বিকেলঃ ৫:৩৫মিঃ]

টেকি ভাইদের  কে সালাম ও শুভ কামনা করে আমি আমার প্রথম টিউন শুরু করছি , আসলে ব্লগিং এর সাথে বেশ কিছুদিন কাটলো কিন্তু টিউন করবো কখনো ভাবিনি, কারন এখানে অনেক ট্যালেন্ট ব্লগার রয়েছে এটি আমার খুব ভালো করেই জানা ! তার পরও আজকে কিছুটা শাহস নিয়েই টিউন করতে বসেছি ,

(প্রকৃতপক্ষে আমি টিউন করার চেয়ে প্রতিটি টিউন নিয়ে প্রক্টিক্যাল করতেই বেশি স্বাচ্ছন্দবোধ করি ) তবে আপনাদের কিছুটা ভালো লাগলে মাঝে মাঝে টিউন করা ইনশাল্লাহ !

অনেক বকবক হলো এবার কাজের কথাই আসছি .........এটি একটি “ইংরেজী লার্নিং সফট্যয়ার”  তবে এটি কোন কোম্পানীর বিজ্ঞাপন নয় ।

কার্য পদ্ধতি :

০১/ জীপ ফোল্ডারটি আনজীপ করুন (তাহলে part 01 এবং part 02 নামের দুটি ফোল্ডার পাবেন ,

০২/ part 01 এ ক্লিক করুন এবার spoken 01 নামের আয়কনটিতে রাইট ক্লিক করে ডেক্সটাবে নিন

০৩/ একিভাবে, part 02 এ ক্লিক করুন এবার spoken 02 নামের আয়কনটিতে রাইট ক্লিক করে ডেক্সটাবে নিন

সাবধানতা : ভুল করেও spoken 01 এবং spoken 02 নামের আইকনটি কপি করে ডেক্সটাবে নিবেন না , তাহলে এটি কাজ করবে না । ( অবশ্যই ফাইলে ঢুকে রাইট ক্লিক করে ডেক্সটাবে নিবেন )

ডেক্সটবের spoken 01 আইকন এর উপর ক্লিক করলে এরকম একটি ইউনডো আসবে

লাল বৃত্তাকার অংশে দেখতে পাচ্ছেন “প্রথমেই setup বাটনে ক্লিক করে ইনস্টল করুন” আপনি যদি ঐ বাটনে ক্লিক করলে একটি ইরর ম্যাসেজ পাবেন “Error reading setup initialization file” তবে ভয়ের কারন নেই আমি ওটা ইচ্ছে করেই নষ্ট করে রাখছি কারন আমি আপনাদের কথা দিয়েছি যে সিডি রমএ প্রোগাম না রেখেই রান করবো । (নিচে দেখুন)

এখন বাম পাশে দেখতে পাচ্ছেন ৪টি বিভাগে মোট ৬টি লেসন্  করা হয়েছে  প্রথমটি“Pronunciation”

এখানে আপনি পাবেন শুদ্ধ উচ্চারন সহ শব্দের অর্থ । আপনিও মিলিয়ে দেখতে পারেন আপনার Pronunciation কতটুকু সঠিক ।

এবার Listening বিভাগে দুটি অংশ ‘listening & click’

আপনি উপরে লেখা দেখতেই পাচ্ছেন ‘উচ্চারন শুনে সঠিক ইমেজের উপর ক্লিক করলে ডানদিকে ফলাফল প্রদর্শিত হবে”  দেখু আমার ভাগনে এটিতে ১০০তে ১০০পেয়েছি কি মজা !!!

(আসলে এই সফট্ টির কিছু অংশ বাচ্ছারা বেশ পছন্দ কর)

এর পরদেখুন  ‘listening & write

এখানে ও নির্দেশনা অনুযায়া কাজ করুন , আপনার ফলাফল ভুল হলে ডিসপ্লেতে তা প্রদর্শিত হবে,যেমন দেখুন ....

এখানে শুধু মাত্র ‘প্রোশ্নবোধক চিন্হ (?)’ না দেওয়াতে ফলাফল ভুল বলছে

এবার আসবো ৩য় বিভাগ  lesson & conversation অংশে , আসলে এটি সফট্ টির 1st এর মূল অংশ বিধায় অনেক বড় আমি কিছুটা তুলে ধরছি , যেমন এখানে পাবেন মিক্সিং ওয়ার্ড , ড্যাগ & প্লে , অসংখ্য এক্সসাসাইজ ইত্যাদি ।

1st  পাঠে ৫টি লেসনে অনেকগুলো মেথড বা কৌশন শেখানে হয়েছে , এবং 2nd  পাঠে আরো এমন ৫টি লেসন পাওয়া যাবে ।

বার দেখুন কিছু ভিডিও পোজেক্ট ,এরকম অনেকগুলো ভিডিও প্রজেক্ট পাবেন , যা আপনার ‘স্পোকেন ফ্লুয়েন্সি’ বাড়াতে সক্ষম হবে

আরেকটি দেখুন.........

এ অংশে আপনি পাবেন contractions word বা সংকুচিত শব্দ যার সঠিক উচ্চারন ও আমাদের অনেকেরই জরুরী হতে পারে ।

এবার কিছু example  দেখুন , এরকম প্রায় ৫০টির বেশি পাবেন ।

এই রুলস্ গুলো কিন্তু আপনাকে ভয়েস সহ মাউসের কার্যার ধরে ধরে বুঝিয়ে দেয়া হবে । যা আমাদের অনেকেরই দরকার হতে পারে । (অনেকটা ভিডিও টিউটারিয়াল মনে হবে)

এবার শেয়ার করবো  এই সফটির সবচেয়ে মাজার বিষয়টি আর তা হলো ‘voice recognition’  অর্থাৎ কম্পিউটার আপনার সাথে কথা বলবে !!! আপনাকে একটি প্রশ্ন করার পর আপনি যদি সঠিক pronunciation  এ আনসার করতে পারেন তবে কম্পিউটার আপনাকে পাল্টা আরেকটি প্রশ্ন করবে , (আসলে এটি ছোটরা অনেক মাজা পাই)

কিছুটা সময় নিয়ে যত্ন করে টিউনটি লেখার চেষ্টা করলাম , আপনাদের ভালো লাগলে ভবিষ্যতে আবার ও অন্যকোন টিউন নিয়ে হাজির হবো ইনশাল্লাহ্ , তবে আমি টিউনের সংখ্যা বাড়ানোর চেয়ে টিউনের মানসম্পর্ন টিউন, সময় নিয়ে করার পক্ষে......। আর একটি কথা

“বাজারে এই সফট্ টির সিডি কিনতে পাওয়া যায় মাত্র ২৫০টাকার বিনিময়ে , তবে ওটাতে ছোট্ট একটি সমস্যা আছে তাহলো সফটি সিডি রম এ না রেখে রান হবেনা” । তবে আমি এই সমস্যাটি সফলভাবে কাটিয়ে উঠেছি।

.....................................................এখান থেকে আপডেট...........................................................

এবার , শেয়ার করবো ডাউনলোড লিংক

রথমেই রিগেনভাই কে ধন্যবাদ দিয়ে আজকের টিউনটির ডাউনলোড লিংকগুলো শেয়ার করতে চাই , কারন তিনি সম্পূর্ন ফাইলগুলো রাত জেগে আপলোড করে দিছে , রিগেনভাকে আমি টিটি এর সকল ভিসিটরদের পক্ষথেকে আমি তাকে অভিন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই গোলাপগুল আপনার জন্যে........এবং

আপনাদের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি কারন সফট্ টি দিতে আপনাদের কিছুদিন বিলম্ব হলো  , আসলে টিউনটি করার আগে কখনোই ভাবিনী যে এভাবে সাড়া পাবো , যায় হোক আমি ব্যক্তিগত ভাবে সবকিছুতে প্যাক্টিকালিতে বিশ্বসী , তাই সফটি নিয়ে বেশ পর্যালচনা করে আপনাদের সামনে হাজির করলাম ।

নিচের  ডাউনলোড আইকনে ক্লিক (১০০মেগাবাইট) করে  পার্ট ০১ডাউনলোড করে নিন, অথবা এখানে ক্লিক করুন

এবার , নিচের  ডাউনলোড আইকনে ক্লিক (১০০মেগাবাইট) করে পার্ট ০২ডাউনলোড করে নিন, অথবা এখানে ক্লিক করুন

অনুরুপভাবে , নিচের  ডাউনলোড আইকনে ক্লিক (১০০মেগাবাইট) করে পার্ট ০৩ ডাউনলোড করে নিন, অথবা এখানে ক্লিক করুন

অনুরুপভাবে , নিচের  ডাউনলোড আইকনে ক্লিক (১০০মেগাবাইট) করে পার্ট ০৪ডাউনলোড করে নিন, অথবা এখানে ক্লিক করুন

অনুরুপভাবে , নিচের  ডাউনলোড আইকনে ক্লিক (১.৯২ মেগাবাইট) করে পার্ট ০৫ডাউনলোড করে নিন, অথবা এখানে ক্লিক করু

""এবার দেখাবো আপনাদের কিভাবে ডাউনলোড কৃত ফাইলটি জোড়া লাগাবেন""

*** ফাইল জোড়া লাগানোর অনেক সফট পাওয়া যায় , তার মধ্যে অন্যতম Hj split , আপনাদের সুবিধার জন্যে ডাইরেকক্ট লিংক ও মিডিয়া ফায়ার লিংক দিলাম .ডাইরেক্ট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করতে নিচের আইকনে ক্লিক করুন

কার্য পদ্ধতি :০১

০১/ ডাউনলোড কৃত ফাইলগুলো অবশ্যই একটি ফোল্ডারে রাখতে হবে । ফাইলগুলো দেখতে এমন হবে ।(জরুরী)

৩/সফটটি ওপেন করে জয়েন অপশনে ক্লিক করুন

৪/ইনপুট ফোল্ডার এর ক্লিক করে ব্রাওস করে ফাইলটি দেখিয়ে দিন , একইভাবে আউনপুটে ও আপনার ডাওনলোডকৃত ফোল্ডারটি  দেখিয়ে দিন

৫/ ফোল্ডারের মধ্যে আপনি এরকম ১টি ফাইল দেখতে পাবেন ।  ভয়ের কারন নেই , ওটি নির্বাচন করুন এবং আউটপুট ফোল্ডার দেখিয়ে start বাটনে ক্লিক করুন


৬/ ফাইল টি জয়েন হতে সর্বচ্চ ৩০সেকেন্ড সময় লাগবে ।

৭/ এবার আপনি দেখতে পাবেন , আপনার আউটপুট ফোল্ডারে নতুন একটি জীপ ফাইল তৈরী হয়ছে।

বার জীপ ফাইলটি আনজীপ করুন , তাহলেই আপনার সফটের মূল ফাইলটি পাবেন । এবার টিউনের প্রথম স্কীনশর্ট অনুযাঢ আইকনটি ডেক্সটবে নিয়ে উপভোগ করুন প্রয়োজনী এই সফটি , (কারে ভালো লাগলেই আমার এই কষ্টটি সার্থক হবে।) 

“এবার দেখাবো জিপি থেকে ডাউনলোড করার জন্যে কিছু টিপস্”

কায পদ্ধতিঃ

প্রথমে যেকোন গ্রামীন পোষ্টপেইড (একতা পোষ্টপেইড ছাড়া) p2 বা p3 চালু করে নিতে হবে , এটিতে আপনি জেনুয়িন পলিসিতে ব্রাউস করতে পারবেন ।

p২ = ৩৩টাকা(প্রায়), মেয়াদ ১দিন , ব্যান্ডইউথ ৫গিগা ,

p3 = ১০টাকা (প্রায়), মেয়াদ ১০ঘন্টা (রাত ১২:০১/সকাল০৯:৫৯মিঃ) ব্যান্ডইউথ ৫গিগা ,

সর্তকতাঃঅনেকেই  এরুপ ইউজ করতে ভয় পায় , করন তারা ব্যবহারের সঠিক প্রক্রিয়া জানে না । আমি নিজেই দুটি টিউন পড়েছি তারা p3  এভাবে একদিন ব্যবহার করলে সমস্যা হবে । আমি আপনাদের আপ যে পদ্ধতি দেখাবো , যদি ১০০%উপকার না পান তাইলে আমার নামে হরতাল ডাইকেন ।

গ্রামীন এর p2 ও p3 এর জন্য

কোন ভাবেই আপনি রাতএর জন্যে ১২টার আগে রিকোয়েস্ট পাঠাবেন না , (পাঠালে আপনার দুদিনের টাকা কেটে নেওয়া হবে ।)

১/ প্রথমে p২ লিখে ৫০০০ এ সেন্ড করুন

২/এবার এরকম একটি ম্যাসেজ আসবে Dear  subscriber, for p2 will be charged Tk.987 per month . if yes type Y and fi no type N and send it to 5000 (টাকা সঠিক মনে করত পারছি না সম্ভাবত ৯৮৭ই হবে )

৩/ আপনি Y লিখে রিপ্লেই করুন

৪/ এবার এরকম একটি ম্যাসেজ পাবেন । dear subscriber, your internet service activation request has been accepted. You will be notified shortly.

৫/ এর কিছুক্ষন পর এরকম কনফারমেশন পাবেন । p3 internet service eill be activated within 3 hours. (এটিই হলো মূল কনফারমেশন ) এটি আসলে আপনি ব্রাউস করতে পারবেন ।


কিছু টিপসঃ ৬/ কনফারমেশন আসার পরপরই আপনি cancel লিখে ৫০০০এ পাঠিয়ে দিবেন (পরে পাঠালও হবে ) নিন্তু কনফারমেশন ম্যাসেজ পাওয়ার পর পাঠালে সাথে সাথে আপনার সংযোগ ডিসকানেক্ট হবে না , এটি রাত ১২:০১মিনিটে ডিক্সানেক্ট হবে । আর কনফারমেশন না পেয়েই যদি calcel লিখে ৫০০০ সেন্ড করে তাহলে আপনার সংযোগ রিজেক্ট হতে পারে , সেক্ষেত্রে আপনি ব্রাওস করতে পারবেন না।

আর কোন সমস্যা ও পরামর্শ থাকলে বলবেন।  আজ এটুকুই ভালো লাগলে আবার কথা হবে ইনশল্লাহ........

প্রয়জনে: মেইল : [email protected]

ফোন  : +৮৮০১৭১১-৭১৬৯২৭ এবং  +৮৮০১৭১৩-৮২৭৪৬৬

Level 0

আমি প্রিন্স মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Every success story is a story of great failure


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vaia ami phone decelam..ami Rangpur a thaki. Rangpur sundorbon kuriar service a pathaily hoby..

    @স্বপন, এটাকি জেলা শাখা? আমাকে নিশ্চিত করুন , আমি অবশ্যয় পাঠিয়ে দিব

Level 0

প্রিন্স মাহমুদ ভাই, নতুন হিসাবে আপনি খুব চমৎকার একটা টউন করেছেন । সত্যি অসাধারণ চালিয়ে যান আপনার আরও নতুন নতুন টউনের জন্য অপেক্ষায় রইলাম । আর আপনার এই সফটওয়্যারটি আমি পেতে চাই যদি আপনি দেন আর এই আশায় আমার ঠিকানাটি নিচে প্রদান করিলাম ।
নাম: রাফায়েত ইবন
মোবাইল নং : 01190960515
কম্পিউটার ক্যাফে।
চকরিয়া, কক্সবাজার
(এস এ পরিবহন এ গিয়ে নাম এবং মোবাইল নং দিয়ে বলবেন আপনাদের চকরিয়ার শাখায় যাবে )

    @ইবন ভাই , ধন্যবাদ ভায় আমি চেষ্টা করেছি ভালো করার জন্যে আর ফলাফল তো আপনাদের হাতে ! ইনশল্লাহ পাঠিয়ে দিব।

প্রথম টিউন হিসেবে চমৎকার হয়েছে।

আমার মনে হয় আপনি যদি মিডিয়া ফায়ারে আপলোড করে দেন তাহলে সব চেয়ে ভাল হবে। 🙂
নিয়মিত টিউন চাই।

    @যোবায়ের , অসংখ্য ধন্যবাদ সুন্দর সাজেশন এর জন্যে , তবে আমি যতটুকু জানি মিডিয়া ফায়ারে ২০০মেগা এর বেশি আপলোড করা যায় না 🙁 আর অন্য সাইটেও এমন কিছু সীমাব্ধতা আসে , তাই আমি আপলোড করতে পারিনি ! তাছাড়া ও আমি p6 (GP) ব্যবহার করি , তবে আমাকে যারাই ঠিকানা দিবে আমি তাদের কে সিডিটি দিব ইনশাল্লাহ্

ভাইয়া আমার ঠিকানা ঃ
সুন্দরবন কুরিয়ার
নামঃ স্বপন
মোবাইলঃ ০১৭১৪৮৫৯৮৬৭
বিভাগঃ রংপুর

ভাই আমার এটা খুব প্রয়োজন, আমার ঠিকানা , জিলা : চট্টগ্রাম , থানা : রাউজান , পোষ্ট অফিস + গ্রাম : উত্তর সর্তা email: [email protected] /mobil:01822930832

    ইনশাল্লাহ্ আপনাকে পৌছিয়ে দিবো , দোয়া কইরেন যেন সামনে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি……….ধন্যবাদ মন্তব্যের জন্যে।

Level 0

assalamulaikum,bhai amare doya kore patiya diben,amar tikana……….naeme:md.shamsul haque ,area:26/A rasus ,raynogor, sunarpara, mirabazar, sylhet, post office:sylhet, police station :kotwali , districk: sylhet, post code:3100,mobile no:01725958647. please doya kore patiya diben.

@shamsul vai , apnake doya korbo kano , ami to sobar kase patanor jonnoi tune ti koresi , inshalla apnake patano hobe ..

Level 0

প্রথম টিউন হিসাবে নয় আমি মনে করি এমনি তে ও অনেক সুন্দর, তথ্যবহুল ও কাজের টিউন হয়েছে।
আর আপনার সাহসের প্রশংসা করতে হয় কারণ না হয় টিউনটা পেতাম না…… আমি ও এখানে নতুন ভাবছি (যদি সাহষ্য পাই)আপনাদের দেখে টিউন করেই ফেলব ।
ষাক কাজের কথায় আসি, আমি বাচ্চাদের পড়াচ্ছি , তাই ভাইয়া আমার খুবই প্রয়োজন।
যদি পাই চির কৃতঘ্ন থাকব।।
প্লিজ মেইল : [email protected]

@ simpleboy vai, ধন্যবাদ অত্যন্ত গঠন মূলক অনুপ্রেরনা দায়ক মন্তব্যের জন্যে ! 🙂 আমিও চাই প্রতিভা লুকিয়ে না রেখে বিকাশিত করুন 🙂 আর বাচ্চাদের পড়ালে তো এটি আরো বেশি জরুরী ! এর মূল ফাইল ১.৫গেগা+ আমি এটি কম্প্রেস করে ৪০১মেগাতে আনছি , সেই জন্যে আপলোড করতে পারিনি , আর ভীষন দু্ক্ষিত ভাই মেইল এ দেয়া সম্ভব হবে না , তবে আপনি ঠিকানাটা দিন , ইনশাল্লাহ আপনাকে পাঠিয়ে দিব । ধন্যবাদ ভালো থাকবেন।

    Level 0

    @প্রিন্স মাহমুদ: আসলে Mail Address দিয়েছি Email এ পাঠানোর জন্য নয়।ঠিকানা টা দেওয়ার জন্যই। আমি চাচ্ছিনা আমার Address এখানে দিতে (তাই Email Address ) যাতে আমি mail করলে বুঝতে পারেন। ভুলটা আমারই mail করতে মনে ছিল না।
    তবে এখন Mail করছি, Please ….. Sorry For Misunderstanding.

    Level 0

    @প্রিন্স মাহমুদ: ভাই আমি পাবো না? please চেক্ your mail.

very good tune.i want this.plz send me. BUT HOW CAN I SEND YOU 35TK?
address:
MD.MAHBUBUR RAHMAN
419/4,NURPUR SOUTH DHANIA
KODOMTOLI,DHAKA-1236
MOB-01740-996898
MAIL: [email protected]

thanks.

    টাকা আপনি যে কুরিয়ার থেকে সিডিটি নিবেন সেখানে দিতে হবে , ধন্যবাদ।

Vai darun hoycha!Apnar pothom tune hishaba ashadharon. Vai onakai to tune kore but basher vag e real life a upokara asa na,tara ischa moto tune kore,abar link day vul kaj kora na.Apnar ta a dik thaka onik shundor.Apnar a dhoro ner cd er pordhoti ta onik valo.Asa kori next a aro valo valo subject niya asban.Ooo vai amar ak ta abadon ta holo apni nokia n70 and visual basic neya lakhan.Abaro ak bar ami apnar a ovinobo pordote ka well come janai.Valo thakban and valo valo lakban….

Vai darun hoycha!Apnar pothom tune hishaba ashadharon. Vai onakai to tune kore but basher vag e real life a upokara asa na,tara ischa moto tune kore,abar link day vul kaj kora na.Apnar ta a dik thaka onik shundor.Apnar a dhoro ner cd er pordhoti ta onik valo.Asa kori next a aro valo valo subject niya asban.Ooo vai amar ak ta abadon ta holo apni nokia n70 and visual basic neya lakhan.Abaro ak bar ami apnar a ovinobo pordote ka well come janai.Valo thakban and valo valo lakban….Amar address holo:
[email protected]
Maruf Sharia
+8801814149732.
Vai 1 copy patai dan.

    na , tomke dewa jabe na ! dibo na tomake 🙂 atto moza kora kobe teke siksu , bari aso tomake pitabo ! all of my friend ! pls don’t mind , he is my younger brother MARUF . o Dhaka Ideal e porse , o onek valo . vaiya porasuna valo kore koro pls.

Level 0

প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ এমন একটি সুন্দর টিউন করার জন্য । টিউনটি দেখে মনে হয়না এটি আপনার প্রথম টিউন ।সমস্ত টিউনটিতেই আপনার দক্ষতার পরিচয় পাওয়া যায় এবং আশা করি আপনার কাছ থেকে এমন আর ও সুন্দর সুন্দর উপহার পাব। যাই হোক আমার আট বছরের একটি সন্তান আছে তার জন্য এমন একটি software অনেক দিন ধরেই খোঁজ ছিলাম। আজ খোঁজাখুঁজির মনে হয় অবসান হবে-যদি আপনি আমাকে পাঠান ।আমার ঠিকানা হচ্ছে- মোঃ হাবিবুর রহমান মাস্টার, হাজি ইউনুস ম্যানশন (রাজ্জাক বিল্ডিং) ২য় তলা, আজমিরি গঞ্জ বাজার, ডাকঃ আজমিরি গঞ্জ , উপজেলা- আজমিরি গঞ্জ, জেলা- হবি গঞ্জ। [email: [email protected]]

    জী আপনার খোঁজাখুঁজির অবশান হবে , যদি উপকার হয় , তাহলে ধন্য হবো ।

Level 0

onek valo laglo …tnx.

Level 2

সুন্দর ও গোছানো একটা টিউন । ধন্যবাদ ।

Level 0

I need a copy of this software for my younger brother. My address is.
Tanvir Ahmed Nishir
69 Dolphin Road (2nd Floor, Left Side)
Kalabaghan
Dhaka-1205
Mob:01670239957
E-mail: [email protected]

ভাই নেট এ আপলোড করে দেন প্লিজ!

    সাজেশন এর জন্য ধন্যবাদ, দুক্ষিত ভাই , সফটির সাইজ অনেক বড় তাই আপলোড করতে পারলাম না 🙁

Level 0

ভাইয়া! আমার জন্য এক কপি পাঠাবেন। আমার ঠিকানা–মুহম্মদ রেজাউল করিম মানিক ৫, আউটার সার্কুলার রোড, রাজারবাগ, ঢাকা-১২১৭
আমার মেইল– [email protected]

প্রথমেই আপনাকে অশেষ ধন্যবাদ অসাধারণ টিউনের জন্য। যদি সম্ভব হয় আমার জন্য ১ কপি পাঠাবেন। ঠিকানা – ইব্রাহিম খলিল মাহাবুব, ৭০/১২ উত্তর মুগদাপাড়া, ঢাকা – ১২১৪

ভালো লাগলো টিউনটি। মনে হচ্ছে সফট কপিটার গ্রাফিক্স সুন্দর হবে আর বাচ্চারা দারুন মজা পাবে। টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস হতে নিতে হবে। পে আফটার ডেলিভারী। একটা সিডি চাই। ভালো সিডি দিয়েন।

মোঃ সেলিম রাশেদ
সিনিয়র অফিসার আইটি
সোনালী ব্যাংক লিমিটেড
খাতুনগঞ্জ শাখা, চট্টগ্রাম।
০১৭১৬১৬৮৮৯২
[email protected]

    ভাই সিডিটা আমি রাইট করে দিব , আর গ্রাফিক্স আমার কাছে বেশ ভালোই মনে হয় । আসকরছি পাবেন ।

Level 0

kazer zinish
thanks for share

Prince Mahmud bhai apnak dhonnobad sundor ekta tune korar jonno. Amak ekta copy patale upokrito hobo. amar name:: Shahed Chowdhury, Phone: 01715429261, Sundarban Courier Service, Alongkar Moor Branch,Chittagong. Ami oikan theke collect kore nibo. Thanx.

খুব ভাল

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর টিউন করার জন্য।
আমি জানি শুধু টাকা থাকেলেই ভাল কিছূ পাওয়া যায় না ,ভাল কিছু পেতে হলে ধরকার ভাল মনের মানুষ।
আশা করি সিডি টা পাব।
আমার ঠিকানা………………
মো: রাশেল চৌ:
তামান্না টেলিকম
চৌধুরী বাজার ,হবিগঞ্জ
সুন্দরবন কুরিয়ার সাভিস।
মোবইল নং ০১৭৩৭৫৫৪৯৬৩

প্রথম টিউন করার জন্য ধন্যবাদ। টিউনটি অনেক কাজের, তাই সিডি পেতে প্রত্যাশী।
আমার ঠিকানা ঃ মুহাম্মাদ শাহেদুল ইসলাম,
কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস
জোনাল অফিস
ডি টি রোড, সীতাকুণ্ড পৌরসভা, চট্টগ্রাম।
মোবাইল – ০১৯১৯৩৮১১৮৫, ০১১৯৮২৭১৪৭২

Level 0

Thanks for a useful tune,

Please vhai amar 1ta copy lagbe

Md.Shahin Howlader
Mobile Shop
Mob: +8801712952152
Pourashova er samne
Mongla,Bagerhat
9350.

আ০নাকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আমার একটি দরকার
আমার ঠিকানা ঃ রুহুল আমিন রাকিব
এস এ পরিবহন
মিরপুর ১০ নাম্বার, ঢাকা
মোবইল নং ০১৬৮০১৭৫৪৫৪
ইমেইল [email protected]
পআঠাবেন কিন্তু ভাই

Thanks for your nice tune,

Amar Address:-

SHOHAG
Sundarban Courier Service Pvt. Ltd.
Rajbari Branch
Rajbari.
Mobile:-01717-485749
E-mail:- [email protected]

Vai Aponar Shathay Amar akto agay kotha Hoyasay.

Amar 1 Copy diden

Amar Address:-

SHOHAG
Sundarban Courier Service Pvt. Ltd.
Rajbari Branch
Rajbari.
Mobile:-01717-485749
E-mail:- [email protected]

Vai Aponar Shathay Amar akto agay kotha Hoyasay.

Amar 1 Copy diden

আশা করি সিডি টা পাব।

insalla vai , paben .

অসংখ্য ধন্যবাদ এমন একটি সুন্দর টিউন করার জন্য .আপনার এই সফটওয়্যারটি আমি পেতে চাই যদি আপনি দেন আর এই আশায় আমার ঠিকানাটি নিচে প্রদান করিলাম ।
নাম: Parvez Ahmed
মোবাইল নং : 01724616849
Moulvibazar Branch
Moulvibazar
(এস এ পরিবহন এ গিয়ে নাম এবং মোবাইল নং দিয়ে বলবেন আপনাদের চকরিয়ার শাখায় যাবে )

    @Tec-student: (এস এ পরিবহন এ গিয়ে নাম এবং মোবাইল নং দিয়ে বলবেন আপনাদের Moulvibazar শাখায় যাবে )
    aga bul hoisilo.

ইনশাল্লাহ, ভাই সিডিটা পাবেন আশা করছি

Level 0

ব্যক্তি তাঁর কাজের দ্বারা ই পরিচিতি লাভ করে, আপনি যে কাজটি করেছেন তাকে মহৎ কাজ ছাড়া আর কি ই বা বলা যায়।

ভাই আমি ও আপনার প্রতি কৃতার্থ হতে চাই।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস,
নজরুল এভিনিউ, কুমিল্লা

মহিউদ্দীন ভূঁঞা
০১৬১০৯৫৬০৬০

মাহমুদ ভাই টাকা কিভাবে পাঠাব জানাবেন, [email protected]

ধন্যবাদ আবারও মহৎ কাজের জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাই অনেক সুন্দর মন্তব্যের জন্যে , যে কুরিয়ার থেকে আপনি সিডিটি নিবেন ,সিডি হাতে পাওয়ার পর সেই কুরিয়ারে টাকা পরিশোধ করবেন, ।

Vai Kobay Paytay pari CD ta.

    চেষ্টা করবো খুবই দ্রুত পাঠাতে , আমার জন্যে দোওয়া করবেন যেন সামনে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি , ধন্যবাদ শোহাগ ভাই

Level 2

সুন্দর
ধন্যবাদ
Please Send me-
Rafid
C/O S M A Zahid
Mathbaria Thana
Pirojpur
(সুন্দরবন কুরিয়ার )

Vai xotil tune hoise, chaliye jan. Pls amake o akta copy diyen.
Md. Regan
Mob: 01672252528
Khilgaon, Dhaka-1217
Email: [email protected]
S.A Paribahan Courier Service

এত কমেন্ট দেখে আমি আর চাওয়ার সাহস পাচ্ছিনা, বস ছিডিটা আমারও দরকার । খোকন, নরসিংদী সদর, সুন্দরবন কুরিয়ার সার্ভিস । আশায় রইলাম ।

    আসলে জনগনের ভালোবাসা দেখে আমি ও অবাক হচ্ছি………….অবশ্যয় আপনাকে দিব , ধন্যবাদ।

Vai Amar o ak copy dorkar,Pls urgent patia diben.

md abul kalam azad
+8801611321321
SA Paribahan
Agrabad Branch,Chittagong

Level 0

please সম্ভব হলে পাঠাবেন আমার ঠিকানা ডাকবাংলা সুন্দরবন কুরিয়া সার্ভিস,খুলনা
মোবাইল;01922864878

আমার ঠিকানায় ১ টা সিডি পাঠালে খুব খুশী হব-ঠিকানা
nipul
valinda,
230(2nd floor)sanmer ocean city.
east nasirabad
chittagong
tel-01919351972

আমার ঠিকানায় ১ টা সিডি পাঠালে খুব খুশী হব-ঠিকানা। যদি সিডিরুমে যদি সিডি ছাড়া চলবে?

জাযা কুমুল্লাহু খইর । আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন । মানুষের জন্য কল্যাণকর কিছু করা অনেক ভাল । আমাকেও এ কল্যাণ থেকে বঞ্চিত করবেন না আশা করি ।
ঠিকানা ।
মুক্তার জামান
সুন্দরবন কুরিয়ার , উত্তরা শাখা
উত্তরা ঢাকা ।
মোবাইল ঃ 01715337331 ।

    আলহামদুল্লিলাহি আলা ক্বুল্লি হাল (সকল প্রসংশাহ আল্লহর যিনি এই প্রযন্ত ভালো রাখছে) চেষ্টা করে কিছুটা উপকার করতে , বাকিটুকু আল্লাহর ইচ্ছা, ইনশাল্লাহ আপনি পাবেন। ধন্যবাদ।।

প্রিন্স মাহমুদ ভাই অসাধারন হইসে। এমন একটি সফটওয়্যার মনেমনে অনেক খুঁজেছি। আমার সিডি টা লাগবে। আপনি যদি একটু কষ্ট করে কুরিয়ার করেন ভালল হই।
ঠিকানা
শরফুদ্দিন মাহমুদ
কন্তিনেনটাল কুরিয়ার, চকবাজার শাখা,
চট্টগ্রাম
মবঃ ০১৮১৬৮০৫৭০১

ভাই, অনেক ভাল জিনিস দিয়েছেন। অনেক ধন্যবাদ। আপনি কি অনুগ্রহ করে আমাকেও একটি কপি দিতে পারেন? আমি চট্টগ্রাম জেলা শহরে থাকি। আমার ঠিকানা :
শফিকুর রহমান সোহেল
লেকচারার ইন একাউন্টিং,
পিনাকল চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ,
বাড়ি # ১৯, রোড # ৬,
নাসিরাবাদ হাউসিং সোসাইটি,
পাচলাইশ, চট্টগ্রাম।
ফোন : ০১৬৭০৫৪৯৪৫৪

পাঠালে কৃতজ্ঞ থাকব।

ASSALAMUALIKUM,
khub valo laglo…….I also need one copy……pls. send me….N H Fahad , 719 west shewrapara,Mirpur,Dhaka-1216……email- [email protected] (Shundarban courier Service-Shewrapara Branch,Dhaka)

Level 0

vai assalamualikum,
amar kub balo laglo == amar english bolar kub issa, please please … vai amake 1 copy din.
amar address–
distric:- chittagong
post office:- custom academy
south kattoly,
mobai:-01191581335

Level 0

খুব সুন্দর,ধন্যবাদ
আমার ঠিকানাতে একটি ছিডি পাঠাবেন ,please
Abul Kalam Azad (Ronju)
34/5,1st floor
Road-3,Shamoly,Dhaka
Mob-01711339426

আমার ১ টা লাগবে
জামাল উদ্দিন
ব১,৩৫/৩ shantinagor dhaka
01682795544
এস এ পরিবহন এ kakrail শাখায় পাঠালে ভাল হয়।

শুধু এতটুকুই বলি যে টিউনটি প্রিয়তে রাখলাম। অনেক দিন পর দেখলাম টিউনে এত মন্তব্য। আমি অনেক দিন ধরে এখানে ।আছি কোন টিউন করি না।
আর হ্যাঁ আপনার এটা তো কম্পিউটার ছাড়া শেখার কোন উপায় নাই। কিন্তু যাদের কম্পিউটার নাই। তাদের জন্য কি কোন ব্যবস্থা আছে আপনার কাছে।
আপনি কি ঢাকায় থাকেন? আমাকে কিন্তু একটি সিডি দিয়েন। আমি মেইল করছি আমার ঠিকানা।

    প্রিয়তে নেওয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ 🙂 ভাই এই সফটি ভিজুয়্যাল বেসিক দিয়ে তৈরী , অতএব সেমবিয়ান,এনড্রোয়েড, জাভা , ইত্যাদি আপারেটিং সার্পট করব না , তবে ইউনডোজ মোবাইলে চলতে পারে ! এর বেশি আমার জানা নেই। আপনার মোবাইলের অপারেটিং সিস্টেম কি?

ভাই আমার এটা প্রয়োজন, ঠিকানা , : Camilla , Debidwor , gongamondul , / gonganagur / mobil:008801827466996

মিডিয়া ফায়ার এ স্পোকেন ইংলিশ পার্ট-১ ও পার্ট -২ একেকটা করে এই সফটের পার্ট করুন

    ভাই , ফাইলটি কমপ্রেস ভাঙ্গলে ১.৫গেগা । দুটি ফাইল আলাদা আলাদা করে কমপ্রেস করলে ১টি ৩০০ ও ১টি ১০১মেগা হয় , যেটা মিডিয়া ফায়ারে সম্ভব নয়। আপনার পরামর্শ আমার কাজে লাগবে , প্লিজ ফোনে কন্টাক করুন ।

Level 0

Thanks for sharing such a usefull software.I have mail you.

Level 0

মাহমু ভাই,
আমার জন্য একটা সিডি পাঠিয়ে দেবেন ভাই।
ঠিকানাঃ
ইসহাক মিয়া,
উত্তর কালিয়াজুরি (কোরের পার)
কুমিল্লা।
মোবাইলঃ০১৭২৬২৮৭২৪০।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই এই ধরনের টিউনেস করার জন্য।

Level 0

আমি কিন্তু বাচ্ছা না ,আমার দরকার, আমার ও আমার বাচ্ছার কাজে লাগবে তাই অনুরোধ যদি পাঠান উপকার হবে । (I’M AGREE TO PAY 10+25 THAKA)
ঠিকানা
ছৈ্যদ জাফর উল্লাহ
নানুপুর, ফটিকছড়ি,
চট্টগ্রাম।ফোনঃ-০১৮১৮৮৯৪১০৬।

    ঠিক আছে ভাই , আর অনুরোধ কেন বলতেছেন ভাই , এটাতো আমার কর্তব্য, ধন্যবাদ।

Level 0

মাহমু ভাই,
আমার জন্য একটা সিডি পাঠিয়ে দেবেন ভাই।
আমার ঠিকানা
সুরবি কম্পিউটার
বিপণীবাগ পৌর সুপার মার্কেট
দোকান নং-১৮,
চাঁদপুর।

Level 0

মাহমু ভাই,
আমার জন্য একটা সিডি পাঠিয়ে দেবেন ভাই।
আমার ঠিকানা
সুজন
সুরবি কম্পিউটার
বিপণীবাগ পৌর সুপার মার্কেট
দোকান নং-১৮,
চাঁদপুর।

প্রিন্স মাহমুদ ভাই কে এই রকম একটা টিউন করার জন্য ধন্যবাদ । আমাকে একটা সিডি দিবেন প্লিস সবার শেষে comment করলাম তাই পরেন কিনােক জানে যাই হোক
[email protected]
s.a paribahan barisal shakha,police line road barisal
mob. 01920598910
pathaly kritoggo thakbo

Level 0

ভাই, অনুগ্রহ করে আমাকে এক কপি পাঠাবেন –
ঠিকানা- সাকিব
সুন্দরবন কুরিয়ার সার্ভিস
ঝিগাতলা শাখা, ঢাকা
ফোন – ০১৭৩৩৯৫৪৬৭৯

অনুগ্রহ কেন বলতেছেন , এটাতো আমার কর্তব্য ধন্যবাদ আপনাকে।

Level 0

Mahfuzur Rahman
S. A Poribohon, Elephant road branch
01722723750
Please Send this

insalla patabo . thnx

Level 0

bhaiya amake 1ta pathaben jodi sombhob hoy

apni roj tune korar chesta korben

amar address —

15 K. , G.T. Road, Bottala, Hindmotor, Uttarpara, Hooghly – 712233 (INDIA)

contact – +91 8296326460.
[email protected]

doya kore pathaben

    টিউনটি আপডেট করেছি , এখান থেকেই ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ আপনাকে ।

Level 0

আমি গত দুইদিন নিয়মিত আপনার টিউনটি দেখি কোন আপডেট আছে কিনা দেখার জন্য, আমরা যারা আপনাকে অনুরোধ করেছি সিডিটা পাঠানোর জন্য, আপনি কাউকে নিরাশ করেন নি। কিন্তু কবে পাঠাবেন সেটা যদি জানানোর কোন ব্যবস্থা থাকত তাহলে আমরা নির্দিষ্ট তারিখে কুরিয়ারে গিয়ে খুজ নিতাম, সেটা ১ দিন, ১ সপ্তাহ বা ১ মাস পরে হলে ও সমস্যা নেই, আমরা অপেক্ষা করব, আমার বিশ্বাস আমাকে ভুল বুঝবেন না।

ধন্যবাদ মন্তব্যের জন্যে , আসলে আপনার কথা ঠিক ! অপেক্ষার সময়গুলো কাটতে চাই না !!!! ৩/৪দিনের মধ্যেই টিউনটি আপডেট পাবেন , সেখানে থাকবে সিডিটি পাওয়ার কিছু টেকনিক । আসলে মেইল , ফোন , এখানে (কমেন্টে) , অনেকগুলো রিকোয়েস্ট এসেছে যা আমি কল্পনাও আগে করতে পারিনি যে এমন সাড়া পাবো। এই জন্যে এটি নিয়ে আরো কিছু থিসিস করছি , আসা করছি কেউ নিরাশ হবে না । আর ৩/৪দিনের মধ্যে ভালো কনো নিউজ দিতে পারবো ইনশাল্লাহ ।

Level 0

vaia many many thanks for tunes. kajer jinis Please send me 1 copy

My address – House no- 69/C, word no-6, South Bhabanipur, Rajbari sadar,Rajbari-7700

Level 2

issh age dile amar 250 taka bachto

    না ভাই , আপনার টাকা বৃথা যায়নি শিক্ষার জন্যে টাকা ফুরাইলে ওটা বৃথা যায় না ।

Level 0

(সুন্দরবন কুরিয়ার )
Kazi Md. Tafazzol Haque
C/o: Kazi Amranul Haque.
New Lark Fashion.
Poura Adhunik Super Market.
Brahmanbaria.
contact – 01715-148722
[email protected]
doya kore pathaben.

প্লি্জ আমাকে একটি সিডি দিবেন আর কবে পাব তা জানালে উকৃত হব।
আসলাম
এসএ পরিবহণ
এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা-১২০৫
মোবাঃ ০১৯১৫৮৮৪৭৭১

ভাইয়া সিডিটা আমার খুবই দরকার, আপনি দয়া করে আমার নিন্মের ঠিকানাই পাঠিয়ে দিলে খুবই খুশি হব।
আমার ঠিকানা……
২,নুর ইসলাম স্টোর,সিদ্দিক মার্কেট।
খতিবের হাট, পাচলাইশ, চট্টগ্রাম,
মোবাইলঃ ০১৮১৬-৮১৩৯৩৩
[email protected]

Level New

@প্রিন্স মাহমুদ ভাই
ami apna ke [email protected] hote mail korachi. amake o CD ta send korben.

প্রিন্স ভাই, দেখে মনে হচ্ছে অনেক কাজে লাগবে। আমাকেও একটা সিডি দিবেন ভাই-
শহিদুল ইসলাম,
সুন্দরবন কুরিয়ার,
ভৈরব বাজার,
মোবা-০১৬৭৬০৩৪১৬৩

টিউনটি অসাধারন হইছে এতে বলার অপেক্ষা রাখেনা,তবে সার্থকতা কম কারন কোন টিউন তখই সার্থক হয় যখন সহজ ভাবে টিউন থেকে ভিজিটরগন উপকৃত হয়।কিন্তু আপনি সফটি আপলোড করে না দেয়ায় আমার মতন অনেক উপকৃত হইতে পারছিনা যদিও সফটি আমার দরকার ছিল।
যদিও কষ্ট করে সফটি আপলোড করে দেন তাহা হইলে ভাল হয়,আপনার সু-দৃষ্টির অপেক্ষায়।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

    @আতাউর ভাই , সফটি আপলোড করেছি , কিছু সমস্যার করনে আপলোড করতে দেরী হলো , এ জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি ।

ধন্যবাদ @আতাউর ভাই, আমি ব্যক্তিগত ভাবে আপনাকে অনেক শ্রোদ্ধা করি , করন আপনার কমেন্ট আমি অনেক দেখেছি , আপনি যদি আমার শেষ্ট কমেন্টটি লক্ষ করেন তাহলে দেখতে পারবেন আমি ওখানে কি বলছি , আমি বলেছি

>>৩/৪দিনের মধ্যেই টিউনটি আপডেট পাবেন , সেখানে থাকবে সিডিটি পাওয়ার কিছু টেকনিক । আসলে মেইল , ফোন , এখানে (কমেন্টে) , অনেকগুলো রিকোয়েস্ট এসেছে যা আমি কল্পনাও আগে করতে পারিনি যে এমন সাড়া পাবো। এই জন্যে এটি নিয়ে আরো কিছু থিসিস করছি , আসা করছি কেউ নিরাশ হবে না । আর ৩/৪দিনের মধ্যে ভালো কনো নিউজ দিতে পারবো ইনশাল্লাহ <<<

সিডিটি অবশই আপলোড করতাম , এর মূল ফাইল ১.৫গেগা , আর কমপ্রেস এর পর হয়ছে ৪০১মেগা , তাই আপলোড করতে পারিনি ,

এখন এতোটুকুই বলছি যে খুব শীগ্রহই টিউনটি আপডেট পাবেন ,যেটাতে সবাই উপকৃত হবে , ধন্যবাদ।।

Level 0

amar emai peyecen plz reply me…….
Allah Hafez

    টিউনটি আপডেট করেছি , এখান থেকেই ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ আপনাকে

Level 0

Bhai, plz give me a CD. plz…………………
al mamun
continental courier service , kochukhet shakha, dhaka.

    আপডেট করেছি , এখান থেকেই ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ আপনাকে

আমার ইমেইল shahadat08ruet@gmail.
আমি রাজশাহীতে থাকি।

সাজ্জাদ হোসেন
রুম নং 159 ,সলিমুল্লাহ মুসলিম হল
ঢাকা বিশ্ববিদ্যালয়
+880129397979
ভাইয়া নীলক্ষেত , নিউমার্কেট শাখার সুন্দরবনে পাঠালে খুবই খুশি হই ।

সাজ্জাদ হোসেন
রুম নং 159 ,সলিমুল্লাহ মুসলিম হল
ঢাকা বিশ্ববিদ্যালয়
+8807293979779
ভাইয়া নীলক্ষেত , নিউমার্কেট শাখার সুন্দরবনে পাঠালে খুবই খুশি হই ।

Level 0

প্রিন্স মাহমুদ ভাই,

সালাম নিবেন ভাই… আশা করি ভাল আছেন। অনেক সুন্দর একটা টিউন করছেন ভাই।

আপনি যদি একসাথে সবাই কে পাঠাতে নাও পারেন.. অন্তত ঢাকাতে কয়েকজনকে পাঠালে তাদের কাছ থেকে বাকিরা নিয়ে নিল…

আমি ভাই এমন একটা সফটওয়্যার অনেক দিন থেকে খুজে বেড়াচ্ছি..

মামুন
০১৭১৭১০০৫১০
এস এ পরিবহন, কাকরাইল শাখা

এই ঠিকানায় আমাকে একটা পাঠালে অনেক উপকৃত থাকবেন। আল্লাহ আপনাকে ভাল রাখুন।
ভাল থাকুন

    কয়েকটি সিডি পাঠিয়েছি , তবে সবাইকে দিতে পারিনি , টিউনটি আপডেট করেছি , এখান থেকেই ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ আপনাকে

ভাই আপনি কি ব্যবসার জন্য টিউন করেন। আগে তো এরকম দেখিনাই যে টিউন করা সফটয়ার টাকা দিয়ে কিনতে হয়।
আপনি তো একজন অরজিনাল ব্যবসায়ী। চালিয়ে যান। !!!!!! ভবিষ্যতে আরো অনেক ব্যবসা হবে।

    Level 0

    ভাই কমেন্ট করার আগে টিউন ভাল ভাবে পড়ে নিবেন, সমালোচনা অবশ্যই করবেন, তবে তা যেন গঠণমূলক
    হয়, আজ আপনি অন্যের টিউনে এরুপ সমালোচনা করলেন, কাল আপনার টিউনে যে কেউ এমন সমালোচনা করবেনা তার কি কোন নিশ্চয়তা আছে? তাই নিজেকে সংশোধন করুন,

@মেহেদী , আসলে কথা গুলো বলে আপনি মূর্খতার পরিচয় দিলেন !

আমি কি কোথাও বলছি যে আমাকে টাকা দিতে হবে , না মোবাইলে ফ্লেক্সি দিতে হবো , বরং আমি বার বার বলেছি সফটির মূল ফাইল (১.৫ গেগা ) আমি কমপ্রেস করে করে ৪০১মেগাতে নিয়ে আসছি কিন্তু কিছু সীমা বদ্ধতার জন্যে আপলোড করতে পারিনি ! আমি এ ও বলছি যে কয়েকদিনের মধ্যে টিউনটি আপডেট পাবেন ।

সবচেয়ে বড় কথা হলো আমি সবার কাছে ওয়াদা করছি সিডিটি আমি দিবো অতএব বাপের টাকা খরচা করে হলেও আমি সিডিটি সবার কাছে পৌছাবো , এটি আমার প্রতিজ্ঞা !!!

মানুষকে ভালো কোন কাজের উপদেশ দিতে না পারেন তার গঠক মূলক সমালচনা করবন , আপনাদের মতো কিছু বিকৃত ম্যান্টালিটি মানুষের (কমেন্টের) জন্যে কমেন্টটের জন্যে অনেক টিউনার কে টিটি থেকে বিদায় নিচ্ছে……..

প্রিন্স মাহমুদ ভাই,আমি আজি আপনার টউনটি দেখলাম আপনি খুব চমৎকার একটা টউন করেছেন । সত্যি অসাধারণ চালিয়ে যান আপনার আরও নতুন নতুন টউনের জন্য অপেক্ষায় রইলাম । আর আপনার এই সফটওয়্যারটি আমি পেতে চাই যদি আপনি দেন আর এই আশায় আমার ঠিকানাটি নিচে প্রদান করিলাম ।
নাম: মো:নিজামউদ্দিন
মোবাইল-01725785443
(এস এ পরিবহন এ গিয়ে নাম এবং মোবাইল নং দিয়ে বলবেন আপনাদের জামালপুর জেলা শাখায় যাবে )

    কয়েকটি সিডি পাঠিয়েছি , তবে সবাইকে দিতে পারিনি ,,টিউনটি আপডেট করেছি , এখান থেকেই ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ আপনাকে

ভাইয়া টিউনটি আমি পরে দেখেছি।আমাকে কি এক কপি দেওয়া যাবে….দিলে খুবই উপকৃত হব।দিয়েন ভাই!টাংগাইলের পক্ষ থেকে আপনাকে অভিন্দন।
আমার ঠিকানা:
মো: কামরুল হাসান
মনির লাইব্রেরী,করটিয়া-১৯০৩
মোবা: +৮৮০১৭২২৯১৭৭৩৪
[কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস]

    আপনাকেও আমার পক্ষথেকে অভিনন্দন !!! কয়েকটি সিডি পাঠিয়েছি , তবে সবাইকে দিতে পারিনি , টিউনটি আপডেট করেছি , এখান থেকেই ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ আপনাকে

Level 0

ভাই,
এস, এ পরিবহন এ পাঠালে খুবই উপকৃত হব।
নামঃ ইমন বিশ্বাস
বরিশাল সদর,
০১৬৭৬৫৮৮৩৫৪

Level 0

Thanks Prince Mahmud Vay…Carry on and i am waiting for next tune.. Allah Hafez

    চেষ্ট করবো আবার নতুন কোন বিষয় নিয়ে টিউন করার । ধন্যবাদ আপনাকে ।।

Level 0

I will be very grateful…If u send this via S.A Paribahan…
My Address Details:
Mohammad Shahed Ali
2 No. Gate, East Nasirabad, Chittagong
01755553102

Level 0

very good tune.i want this.plz send me.. Prince Mahmud Vai

Address:
Md. Mansur Alam
69 Moddopara, Kawlar, Dokkin khan
Dhaka 1229
Mob-01681961647
Mail:[email protected]

thanks…..

    কয়েকটি সিডি পাঠিয়েছি , তবে সবাইকে দিতে পারিনি , টিউনটি আপডেট করেছি , এখান থেকেই ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ আপনাকে।

Level 0

প্রিন্স মাহমুদ ভাই।আপনি খুব চমৎকার একটা টউন করেছেন। এই সফট্ টির সিডি ২৫০টাকার বিনিময়ে অনেক আগেই আমি কিনেছি। কিন্তু কথা হল যে আপনি কিভাবে সিডি রমএ প্রোগাম না রেখেই রান করালেন? এই বিষয় এ আরেক টি টিউন করেন ।
আমি আপনাকে ১টি মেইল করেছি plz ১টু inbox chek করেন।

চেষ্টা করবে। ইনশাল্লাহ , ধন্যবাদ আপনাকে ।।

Level 0

vai, ami limited internet use kori tai CD dile khub upokar hobe.

Level 0

মাহমুদ ভাই, আমরা সবাই অপেক্ষায় আছি, আপনার একটা আপডেট পাওয়ার আশায়, আপনি কি সফটওয়ার টি কোথাও আপলোড করছেন, করলে আমাদের কে একটু জানাবেন,

আসলে আমি এখানেই আপডেট করেছিলাম ১৪.১০.১১(শুক্রবার) সকাল ১০.৩০মিনিটে , এরপর টিটি থীম পরিবর্তনের পর থেকে দেখছি আপডেটটা নেই!!!!!!!!!:( 🙁

এখন আবার করে দিলাম , ধন্যবাদ ভাই , ভালোথাকবেন । ।

ভই বেশি না,আমার জন্য একটি সিডি পাঠায়েন।লোড দেওয়া সম্বভ না ভাই।

ভাই বেশি না,আমার জন্য একটি সিডি পাঠায়েন।লোড দেওয়া সম্বভ না ভাই।

প্রিন্স মাহমুদ ভাই প্রথমে আমার সালাম নিবেন আশা করি ভাল আছে। আমি আপানর টিউনটা পাবলিশ হওয়ার ৩য় দিন কমন্টে করেছিলাম। তাই আমি প্রতিদিন আমার মেইল চেক করতে থাকি। কিন্তু আপনার কোন কমেন্ট নাপেয়ে আজকে আপনার টিউনটা চেক করে দেখলাম যে, আমার কমেন্টটা নাই। কেন হল জানিনা। তবে আবার বলছি, আমার এই রকম ৮টি প্যাকেজ এর সিডি আছে যা চালাতে আমার আনেক সমস্যা হয় যেমন, সিডি এক রান করলে আর একটা রান করেনা পিসি হ্যং করে রিস্টার্ট দিতে হয়।কিন্তু আপনার পদ্ধতিটা দেখে অনেক খুশি হয়েছি। কিভাবে করলেন কোন সফট দিয়ে করলেন তা যদি আমাদের শেয়ার করতেন তাহলে আমাদের অনেকের উপকার হত। যেমন ND_exclusive ভাই যেভাবে চাইতেছে তার আমারও যদি চাওয়া শুরু করি তাহলে আপনাকে কুরিয়ার সার্ভিস অফিসে যাওয়া আসা করা ছাড়া আর কোন কাজ করতে হবেনা। আপনি কমেন্টে বলেছে টিউনটি আপডেট করে সফটটির লিং দিয়েছেন কিন্তু আমি অনেক খুজে দেখলাম পেলাম না। ভাই plz. দয়া করে তাড়তাড়ি দিয়ে দেন নয় ত আমরা যেভাবে চাওয়া শুরু করেছি তাতে করে আপনার কি অবস্থাযে হবে আল্লাহ’ই ভাল জানে। অবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম একটা টিউন আমাদের উপহার দেয়ার জন্য যা আমর মত হাজার জনের প্রত্যাশা পুরণের উপায় হিসেবে বিবেচিত হয়েছে।

ধন্যবাদ @ রিদওয়ান ভাই

আসলে আমি প্রতিদিনই মেইল চেক করি । আর ঐ কমেন্টের আনসার করিনি তার অন্য একটি কারন আছে 🙁 আর লিংক আমি এখানেই আপডেট করেছি , আপনার আগ্রহের জন্যে অসংখ্য ধন্যবাদ।

ফোনে যোগাযোগ করুনঃ +৮৮০১৭১৩-৮২৭৪৬৬ (গুরুত্বপূর্ন কথা বলবো)

অসাধারণ পোস্ট। প্রিয়তে ।

সুন্দার টিউনির জন্য ধন্যবাদ