সবাই কেমন আছেন । টেকটিউনসের সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা । আশা করি সবাই ভাল আছেন । অনেক দিন পর টিউন করতে বসলাম । আজকে আমি আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে । এবার কাজের কথায় আসি সফটওয়্যার তা হচ্ছ Ncesoft Flip Book Maker ।
এটা দিয়ে ইমেজ , পিডিএফ ফাইল সহ আর অনেক ফাইল দিয়ে ফিল্পিং বুক তৈরি করা যায় । নিচের ছবি গুলো দেখলে আশা করি সবাই বুঝতে পারবেন ।
আসুন দেখি কিভাবে তৈরি করা যায় ফ্লিপ বুক Ncesoft Flip Book Maker দিয়ে ।
প্রথমে সফটওয়্যার টি ওপেন করুন
এরপর Add Photo তে click করুন ।
এরপর ফটো select করে ওপেন করুন ।
এবার ২য় ধাপে যেয়ে Style এ ক্লিক করুন ।
এরপর আপনার পছন্দ মত Style select করুন ।
এবার ৩য় ধাপে ফাইল টি সেভ করুন ।
এখানে বেশ কিছু ফরম্যাট আছে যা আপনার পছন্দ মত তৈরি করেত পারেন ।
আমি SWF দিয়ে সেভ করেছি ।
আমার তৈরি ফ্লিপ বুক
Ncesoft Flip Book Maker
New Link : http://www.mediafire.com/?vk1fzvk2cyu211i
Pass : andystonecold
সবাই ভালো থাকবেন । ধন্যব।দ সবাইকে কষ্ট করে আমার পোস্ট টি পরার জন্য ।
আমি Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন পোস্ট ! ডাউনলোডে দিলাম , ধন্যবাদ আপনাকে ।