হার্ডডিস্ক ফরমেট করুন kill disk এর সাহায্যে

একটি সাধারন ফরমেটিং টুল নয়। এটি হার্ডড্রাইভ এর সব মেমোরি তে ০ রাইট করে। এজন্য সফটওয়্যারটিকে সিডি তে বার্ন করে নিতে হবে। এজন্য প্রথমে :

  • পিসি তে kill disk download করে নিন
  • জিপ ফাইল টি একস্ট্রাক্ট করে BOOT-ISO DSK.iso ফাইল টি সিডি তে বার্ন করুন।
  • এরপর সিডি টি ব্যবহার এর জন্য প্রস্তুত।

বায়োস কনফিগার করুন:

  • পিসি স্টার্ট আপের সময় F2 আথবা Delete চাপুন।
  • বুট ডিভাইস প্রায়রিটি হিসেবে সিডি সিলেক্ট করুন এবং রিস্টার্ট করুন।
  • সিডি টি ড্রাইভে প্রবেশ করান।

সিডি থেকে পিসি বুট করবে এবং এই স্ক্রীন প্রদর্শন করবে:

killdisk_1

Active @ KillDisk (FREE) সিলেক্ট করে এন্টার চাপুন।

killdisk_2

free version allows for only one password এই ধরনের মেসেজ দেখাবে, এন্টার চাপুন।

killdisk_3

হার্ডডিস্ক অথবা কোন পারটিশন সিলেক্ট করে F10 চাপুন।

killdisk_4

সিলেক্টেড ডিভাইস ফরমেট কনফার্ম করতে F10 চাপুন।

killdisk_5

ERASE-ALL-DATA টাইপ করে এন্টার চাপুন। ফরমেট এর সময় নির্ভর করবে সিপিইউ এর পাওয়ার এর উপর।

killdisk_6

ফরমেটিং সম্পন্ন হলে একটি রিপোর্ট দেখাবে।

killdisk_7

Esc দুইবার চাপুন একটি মেসেজ আসবে। বন্ধ করতে ইয়েস সিলেক্ট করে এন্টার চাপুন।

killdisk_8

এখন সিডি বের করে অপারেটিং সিস্টেম এর সিডি প্রবেশ করান

Level 2

আমি রাকিব। Developer, BitTwister IT GmbH, Neu Ulm, Germany। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যা কিছু ভাল, সবই চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই এত কষ্ট না করে Partiion Magic 8.0 দিয়ে খুব সহজেই এই কাজটি করা যায় । এর প্রধান সুবিধা হচ্ছে আপনি হার্ডিস্ক চলা অবস্থায় যে কোন হার্ডিস্কের পার্টিশন ব্রেক এবং তৈরি করতে পারবেন । এছাড়াও পার্টিশন রিসাইজ করতে পারবেন । তো আমার মনে হয় এটি বেশি সুবিধাজনক । লাগলে আওয়াজ দিবেন ।

    Level 2

    ভাই আওয়াজ দিলাম। পারলে লিন্ক টা এখানে পেষ্ট করে দেন।

Level 0

আওয়াজ দেয়ার অপেক্ষা না করে লিঙ্কটা এখানে পোস্ট করে দিলে আমার মনে হয় সবাই উপকৃত হবে। ধন্যবাদ।

Level 0

এত অস্থির কেন রে ভাই আমার রাতের টিউনটি আমি এই ব্যপারে করব ।এতক্ষন ধৈর্য ধরে অপেক্ষা করুন । ধন্যবাদ