একটি সাধারন ফরমেটিং টুল নয়। এটি হার্ডড্রাইভ এর সব মেমোরি তে ০ রাইট করে। এজন্য সফটওয়্যারটিকে সিডি তে বার্ন করে নিতে হবে। এজন্য প্রথমে :
বায়োস কনফিগার করুন:
সিডি থেকে পিসি বুট করবে এবং এই স্ক্রীন প্রদর্শন করবে:
Active @ KillDisk (FREE) সিলেক্ট করে এন্টার চাপুন।
free version allows for only one password এই ধরনের মেসেজ দেখাবে, এন্টার চাপুন।
হার্ডডিস্ক অথবা কোন পারটিশন সিলেক্ট করে F10 চাপুন।
সিলেক্টেড ডিভাইস ফরমেট কনফার্ম করতে F10 চাপুন।
ERASE-ALL-DATA টাইপ করে এন্টার চাপুন। ফরমেট এর সময় নির্ভর করবে সিপিইউ এর পাওয়ার এর উপর।
ফরমেটিং সম্পন্ন হলে একটি রিপোর্ট দেখাবে।
Esc দুইবার চাপুন একটি মেসেজ আসবে। বন্ধ করতে ইয়েস সিলেক্ট করে এন্টার চাপুন।
এখন সিডি বের করে অপারেটিং সিস্টেম এর সিডি প্রবেশ করান
আমি রাকিব। Developer, BitTwister IT GmbH, Neu Ulm, Germany। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা কিছু ভাল, সবই চাই।
ভাই এত কষ্ট না করে Partiion Magic 8.0 দিয়ে খুব সহজেই এই কাজটি করা যায় । এর প্রধান সুবিধা হচ্ছে আপনি হার্ডিস্ক চলা অবস্থায় যে কোন হার্ডিস্কের পার্টিশন ব্রেক এবং তৈরি করতে পারবেন । এছাড়াও পার্টিশন রিসাইজ করতে পারবেন । তো আমার মনে হয় এটি বেশি সুবিধাজনক । লাগলে আওয়াজ দিবেন ।