অনেকের পেপাল একাউন্টেই হয়ত বেশ কিছু ডলার জমে রয়েছে। হয়ত আপনার ইচ্ছে করছে ্ওই ডলারের কিছু অংশ দিয়ে আপনি আপনার পছন্দনীয় একটি ডোমেইন ক্রয় করবেন। কিন্তু পেপাল একাউন্ট ভেরিফায়েড না থাকায় পারছেন না। আজ আমি দেখাব কিভাবে আপনি আপনার পছন্দনীয় ডোমেইন ক্রয় করতে পারেন আনভেরিফায়েড পেপাল একাউন্টের ব্যালেন্স দ্বারা। তাহলে আরম্ভ করা যাক।
নিচের মত একটি উইন্ডে দেখতে পাবেন। সাচ বক্সে আপনার কাংখিত ডোমেইনটি লিখে সাচ দিন। যেমনটি আমি দিয়েছি।
Search বাটনে ক্লিক করুন। নিচের মত চিত্র দেখতে পাবেন। আপনার কাঙ্খিত ডোমেইনটি নিবাচন করে Add To Cart এ ক্লিক করুন।
এরপর আপনাকে আপনার Shopping Cart দেখাবে। আপনি সবকিছু দেখে শুনে Express Checkout এ ক্লিক করুন।
এবার আপনাকে একাউন্ট খুলতে হবে। ঝটপট একটি একাউন্ট খুলে ফেলুন। একাউন্ট খুলে লগইন করার পর নিচের মত চিত্র আসবে।
Check out with PayPal বাটনে ক্লিক করুন। আপনি পেপালের নিজস্ব পেজে রিডাইরেক্ট হবেন। লগইন করুন। নিদিষ্ট ডলার প্রদান করুন। অতঃপর পুনরায় আপনার ডোমেইন রেজিষ্টারারের একাউন্টে প্রত্যাবতন করুন। ব্যাস হয়ে গেল আপনার ডোমেইন কেনা। এখন আপনি যা ইচ্ছে তাই করতে পারেন আপনার ডোমেইনকে নিয়ে কারন আপনিতো সাথে পাচ্ছেন ফ্রি কন্ট্রোল প্যানেল এবং 24X7 Customer Support. কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।
আমি M4H3D1 H454N। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 283 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষের কল্যানে ভালো কিছু করার ইচ্ছে আছে জীবনে।
আমি একটি ব্লগ সাইট বানাবো ভাবছিলাম।আমার ইচ্ছা ছিল ডোমেইন & হোস্টিং কিনে একটি ভাল মানের ব্লগ বানাবো।
এখানে বলা হচ্ছে ফ্রিতে হোস্টিং নেয়া যাবে।
এই ফ্রী সারভিস কি প্রফেশনাল কাজে ব্য্যবহার করা যাবে?
হোস্টিং কিনে নিলে যে রকম সেবা পাওয়া যেত সেরকম সেবা অরা দিতে পারবেতো?