আজকে আপনাদের জন্য একসাইটেড একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি, টিউটোরিয়ালটি গত শুক্রবার রেকড করা। টিউটোরিয়ালটি এডভান্সড, কিন্তু আমার মতে সব থেকে সহজ ও অল্প সময়ে বেকগ্রাউন্ড বা স্কাই রিপ্লেসমেন্ট করার উপায়।
নিচের ছবিটি কুমিল্লার ময়নামতি থেকে তুলেছিলাম।
আমার টিউটোরিয়াল টি যেহেতু ফটোসপ cs5 এ করা হয়েছে। আপনার কম্পিউটারে যদি cs5 না থাকে তাহলে তাহলে টরেন্ট থেকে আজ ই ডাউনলোড করে নিন। রেজিষ্ট্রেসন বা ক্রেক নিয়ে কোন সাহায্যের প্রয়োজন হলে ফেসবুকে লিখু অথবা মেইল করুন, কারন ৩৫000/= মূল্যের ফটোসপ কিনে ব্যবহারের সামর্থ আমাদের নেই। টিউটোরিয়াল টি দেখার পর আপনি যে টেকনিক টি শিখবেন তা বাংলাদেশের ১০০ জন ফটোসপ স্পেসালিষ্ট এর ৮০ জন ই জানেন না (আমার ধারনা)।
ইলাষ্ট্রেটরের ও একটি নতুন টিউটোরিয়াল আপলোড করেছি এই সপ্তাহে। । ভিজিট করুন ফেসবুক অথবা ইউটিউবে।
প্রজেক্ট ফাইলের জন্য এইখানে ক্লিক করুনঃ 1. ইমেজ, 2. ক্লাউড।
আমার প্রথম ব্লগটি পড়ুন এইখানেঃ আমার সফলতার গল্প ও একটি টিউটোরিয়াল
আমার ফেসবুক পেজঃ Facebook
ইউটিউব পেজঃ YouTube
আমি Abu Naser। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo lagche….keep it up