আজ আপনাদের সামনে আমি আবারো ফটোশপ এর একটি টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করেছি । আজকের টিউনটিতে দেখানো হবে একটি মিউজিক সিস্টেমের সাউন্ড বক্সের স্পিকারকে অ্যানিমেট করার সহজ একটি পদ্ধতি । তাহলে চলুন চেষ্টা করে দেখি বিষয়টিকে কতটা সহজে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি । আমি পুরো কাজটি Photoshop CS3 ভার্শনে করেছি । অন্যান্য ভার্শনেও করা যাবে । তবে, CS সিরিজ হলে ভালো হয় । আমি কাজটি করার জন্য প্রথমে গুগল থেকে একটি সাউন্ড বক্সের ছবি সংগ্রহ করেছি । ছবিটি ফটোশপে ওপেন করার পরঃ
এবার আমরা ফটোশপের উপরের মেন্যু Window- এ ক্লিক করে সেখান থেকে Animation সিলেক্ট করলে নিচের মত একটি ট্যাব আমাদের ফটোশপের হোম স্ক্রিনের নিচে দেখা যাবেঃ ২
এখন তা হলে আমাদের পুরো স্ক্রিনের যে অবস্থা হওয়ার কথা তা নিচির চিত্রের সাথে দেখে মিলিয়ে নিনঃ
এবার আমরা Ctrl+J চেপে আমাদের মূল বক্সের লেয়ারটির একটি কপি করে নেই ।
এবার টুল বক্স থেকে Marquee Tool সিলেক্ট করি (শর্টকাট M ) ।
এবার এই টুলটির সাহায্যে কপি করা লেয়ারের বক্সের স্পিকারের অংশটি সিলেক্ট করি । ঠিক নিচের ছবির মতঃ
সিলেক্ট করার পর Ctrl+J চাপলে সিলেক্ট করা অংশটুকু কপি হয়ে একটি নতুন লেয়ার সৃষ্টি করবে ।
এবার নতুন লেয়ারটি সিলেক্ট করে আমরা উপরের মেন্যু থেকে Filter ► Blur ► Glussian Blur সিল্কেট করে Radius 1.8 দেই ।
এবার লেয়ারটি আবারো কপি করি । এবং একই ভাবে Glussian Blur এর Radius value 2 দেই । এবার Layer 2 এবং Layer 2 copy লেয়ারের পাশে চোখে সিলেক্ট করে ইনভিসিবল করে দেই ।
ইনভিজিবল করে দেয়ার পর আমাদের লেয়ারস্মূহের অবস্থা ঠিক এরকম হওয়ার কথা ।
এবার অ্যানিমেশন ট্যাব থেকে লাল দাগ দেয়া অংশ গুলো থেকে আমরা একটি নতুন ফ্রেম তৈরী করি ।
এখন লক্ষ্য করুন , যখন ফ্রেম ১ এ ছিলাম তখন Glussian blur সমৃদ্ধ লেয়ার দুটি ইনবিজিবল ছিল । কিন্তু যখন আমরা লেয়ার টু'তে আছি তখন Leyar 2 টি আবার আমরা ভিজিবল করে দিয়েছি । চিত্রে লক্ষ্য করুনঃ
এভাবে পুনরায় আরেকটি নিউ ফ্রেম ৩ নেই এবং লেয়ার মেনুতে Layer 2 copy কেও ভিজিবল করে দেই ।
আবার একটি নিউ ফ্রেম 4 নেই এবং এক্ষেত্রে আবার Layer 2 এবং Layer 2 copy কে ইনভিজিবল করে দেই ।
আবার একটি নিউ ফ্রেম ৫ নেই এবং এক্ষেত্রে Layer 2 copy টা ইনভিজিবল করি ।
এবং এই টিউটোরিয়ালটির জন্য সবশেষের নিউ ফ্রেম ৬ নেই এবং এর জন্য সবগুলো লেয়ারকে ভিজিবল করে দেই এবং
এবারে আমরা প্রতিটি ফ্রেমের নিচে 0 sec অংশটিকে 0.1 sec অথবা 0.2 sec করে দেব । এবং সেভ করার সময় Save as Web & Devices দিয়ে সেইভ করব ।
ব্যাস, আমাদের কাজ শেষ । এবার Animation ট্যাবের নিচের প্লে বাটনটি চেপে দেখুনতো, হল কিনা ...
আরেকটি করা যায় এভাবেঃ
( আমি ভুল করে Layer 2 copy টিকে 1.8 ভ্যালু দিয়েছিলাম । আপনারা পনাদের ইচ্ছা মত ভ্যালু পরিবর্তন করতে পারেন । )
আজ এ পর্যন্তই । আপনাদের কেমন লাগল তা অবশ্যই জানাবেন কিন্তু । শুভ সন্ধ্যা ।
আমি রুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 243 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিপস এন্ড ট্রিকস খুঁজে ফিরি ... :)
রুমার ভাই, অসাধারন.. খুব ভালো লাগলো। এরকম এনিমেশন আরো দেখতে চাই।